পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম (মার্কশীট সহ রেজাল্ট)
আসসালামু আলাইকুম- আমাদের সিনিয়র বিডি ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আমাদের আজকের আর্টিকেলে আলোচনার বিষয় হচ্ছে, পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম (মার্কশীট সহ রেজাল্ট)।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম।
আমরা জানি, আমাদের বাংলাদেশ ক্লাস ফাইভ থেকে পাবলিক পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে সরকারি ঘোষণায় জানা গিয়েছে। যে, ক্লাস ফাইভের পিএসসি/ ইবতেদায়ী/ বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছে।
বিশেষ করে, ক্লাস এইটের জেএসসি/ জেডিসি পরীক্ষাও পাবলিক পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে।
নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এর পিএসসি, ইবতেদায়ী পরীক্ষা। এবং জেএসসি/ জেডিস’র কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
সরাসরি স্কুলে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, তারা পরবর্তী ক্লাসে ভর্তি হতে পারবেন। সেই প্রেক্ষিতে, আজ আমাদের এই আর্টিকেলে আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষা থেকে শুরু করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম (মার্কশীট সহ রেজাল্ট) চেক করতে পারবেন। তাই বর্তমান সময়ে, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এছাড়া, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, বিভিন্ন কোর্স থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা সকলেই পরীক্ষার শেষ হওয়ার পরে রেজাল্ট দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে।
সকালে জানতে চায়? পরীক্ষার রেজাল্ট কবে দেবে?
পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম, মার্কশীট সহ রেজাল্ট কিভাবে দেখব।
এ বিষয় গুলো ছাড়া আরো অসংখ্য বিষয় নিয়ে শিক্ষার্থীরা অনলাইনে সার্চ করে খুঁজে থাকে। তাই বাংলাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে।
আমাদের এই একই আর্টিকেলে, সকল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানিয়ে দেয়া হবে, ইনশাআল্লাহ।
পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম – সূচীপত্রঃ
আপনারা একনজরে আর্টিকেলের শুরুতেই দেখে নিন।
পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম যে, গুলো জানতে পারবেন।মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট। যেমন-
- এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম।
- দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম।
- এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম।
- আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম।
- জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম (সকল কোর্স)।
পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
আমরা আপনাকে আগেই জানিয়ে দিয়েছি। আমাদের এই ওয়েবসাইটে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম জানিয়ে দেয়া হবে।
তো আপনারা এখানে যে, কোন রেজাল্ট দেখতে চাইলে দুইটি নিয়ম অনুসরণ করে, পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। যেমন-
- অনলাইনের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
- SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
আমরা এখানে প্রতিটি পরীক্ষার রেজাল্ট অনলাইন এর মাধ্যমে। এবং এসএমএস এর মাধ্যমে চেক রার জন্য প্রস্তুত করেছি।
তো চলুন আর কথা না বাড়িয়ে, পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জেনে নেয়া যায়। আর প্রতিটি কোর্সের ফলাফল মার্কশীট সহ রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।
এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম : SSC Result
আপনি যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে চান।
তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে এবং মোবাইল এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।
আমরা এখানে দুইটি বিষয়ে সুন্দরভাবে উপস্থাপন করব।
আপনারা আমাদের লেখাগুলো অনুসরণ করে, সহজেই এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। তো আমরা প্রথমে আপনাকে অনলাইনের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানিয়ে দেব।
অনলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে আপনাকে এডুকেশন বোর্ড বাংলাদেশ এর অফিশিয়াল educationboardresults ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- তারপর, Examination এর একটি অপশন দেখতে পারবেন। সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে- SSC/Dakhil
- তারপর, Year এখানে আপনার পরীক্ষার বছর লিখতে হবে যেমন- 2025
- তারপর, Board এর জায়গায় আপনি যে বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেই বোর্ড সিলেক্ট করবেন যেমন- Dhaka
- তারপর, Roll আপনার পরীক্ষার রোল নম্বর যুক্ত করবেন (অবশ্যই 6 সংখ্যার হতে হবে)
- তারপর, Reg: No আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার যুক্ত করবেন (অবশ্যই 10 সংখ্যার হতে হবে)
- তারপর, নিচে থাকা গাণিতিক যোগ সমাধান করতে হবে যেমন- (6+4) = 10
- সর্বশেষ, Submit বাটনে ক্লিক করে দিবেন। আপনাকে সাথে সাথে এসএসসি ফলাফল দেখানো হবে। নিচের
ছবিটি দেখুন…
SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম (SSC)
এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম অনেক সহজ। আপনাদের হাতে থাকা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে।
SSC < স্পেস> যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের তিন অক্ষর নাম < স্পেস> তারপর আপনার এসএসসি পরীক্ষার রোল নম্বর < স্পেস> আপনার পরীক্ষার বছর। তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ স্বরূপঃ SSC DHA 123456 2025 (Send to it 16222)
অনলাইনে দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে আপনাকে এডুকেশন বোর্ড বাংলাদেশ এর অফিশিয়াল educationboardresults.gov ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- তারপর, Examination এর একটি অপশন দেখতে পারবেন। সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে- SSC/Dakhil
- তারপর, Year এখানে আপনার পরীক্ষার বছর লিখতে হবে যেমন- 2025
- তারপর, Board এর জায়গায় আপনি যে বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেই বোর্ড সিলেক্ট করবেন যেমন- Madrasah
- তারপর, Roll আপনার পরীক্ষার রোল নম্বর যুক্ত করবেন (অবশ্যই 6 সংখ্যার হতে হবে)
- তারপর, Reg: No আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার যুক্ত করবেন (অবশ্যই 10 সংখ্যার হতে হবে)
- তারপর, নিচে থাকা গাণিতিক যোগ সমাধান করতে হবে যেমন- (6+4) = 10
- সর্বশেষ, Submit বাটনে ক্লিক করে দিবেন। আপনাকে সাথে সাথে এসএসসি ফলাফল দেখানো হবে। নিচের
- ছবিটি দেখুন…
SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম (Dakhil)
এসএমএস এর মাধ্যমে দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম অনেক সহজ। আপনাদের হাতে থাকা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে।
Dakhil < স্পেস> বোর্ডের তিন অক্ষর নাম < স্পেস> তারপর আপনার দাখিল পরীক্ষার রোল নম্বর < স্পেস> আপনার পরীক্ষার বছর। তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ স্বরূপঃ DAKHIL MAD 123456 2025 (Send to it 16222)
অনলাইনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে আপনাকে এডুকেশন বোর্ড বাংলাদেশ এর অফিশিয়াল educationboardresults ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- তারপর, Examination এর একটি অপশন দেখতে পারবেন সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে- HSC/Alim
- তারপর, Year এখানে আপনার পরীক্ষার বছর লিখতে হবে যেমন- 2025
- তারপর, Board এর জায়গায় আপনি যে, বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেই বোর্ড সিলেক্ট করবেন যেমন- Dhaka
- তারপর, Roll আপনার পরীক্ষার রোল নম্বর যুক্ত করবেন (অবশ্যই 6 সংখ্যার হতে হবে)
- তারপর, Reg: No আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার যুক্ত করবেন (অবশ্যই 10 সংখ্যার হতে হবে)
- তারপর, নিচে থাকা গাণিতিক যোগ সমাধান করতে হবে যেমন- (6+4) = 10
- সর্বশেষ, Submit বাটনে ক্লিক করে দিবেন। আপনাকে সাথে সাথে এসএসসি ফলাফল দেখানো হবে। নিচের ছবিটি দেখুন…
SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম (HSC)
এসএমএস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম অনেক সহজ। আপনাদের হাতে থাকা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে।
HSC < স্পেস> যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের তিন অক্ষর নাম < স্পেস> তারপর আপনার এইচএসসি পরীক্ষার রোল নম্বর < স্পেস> আপনার পরীক্ষার বছর। তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ স্বরুপঃ HSC DHA 123456 2025 (Send to 16222)
অনলাইনে দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে আপনাকে এডুকেশন বোর্ড বাংলাদেশ এর অফিশিয়াল educationboardresults ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- তারপর, Examination এর একটি অপশন দেখতে পারবেন সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে- HSC/Alim
- তারপর, Year এখানে আপনার পরীক্ষার বছর লিখতে হবে যেমন- 2025
- তারপর, Board এর জায়গায় আপনি যে বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেই বোর্ড সিলেক্ট করবেন যেমন- Madrasah
- তারপর, Roll আপনার পরীক্ষার রোল নম্বর যুক্ত করবেন (অবশ্যই 6 সংখ্যার হতে হবে)
- তারপর, Reg: No আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার যুক্ত করবেন (অবশ্যই 10 সংখ্যার হতে হবে)
- তারপর, নিচে থাকা গাণিতিক যোগ সমাধান করতে হবে যেমন- (6+4) = 10
- সর্বশেষ, Submit বাটনে ক্লিক করে দিবেন। আপনাকে সাথে সাথে এসএসসি ফলাফল দেখানো হবে। নিচের ছবিটি দেখুন…
SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম (Alim)
এসএমএস এর মাধ্যমে আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম অনেক সহজ। আপনাদের হাতে থাকা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে।
HSC < স্পেস> যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের তিন অক্ষর নাম < স্পেস> তারপর আপনার আলিম পরীক্ষার রোল নম্বর < স্পেস> আপনার পরীক্ষার বছর। তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ স্বরুপঃ ALIM MAD 123456 2025 (Send to 16222)
জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম
আমরা এই আর্টিকালে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখানোর চেষ্টা করছি। সেই প্রেক্ষিতে আমি এখন আপনাকে জানিয়ে দেবো।
জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম।
জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম তাই সব গুলো একই রকম। শুধুমাত্র পরীক্ষার নাম এবং পরীক্ষার বছর পরিবর্তন করলেই।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে, কোন কোর্সের রেজাল্ট চেক করতে পারবেন। তো বিশেষ করে, আপনারা জানতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম যে, কোর্স গুলোর সম্পর্কে। যেমন-
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি রেজাল্ট (৩ বছরের কোর্স)
- ডিগ্রি প্রথম বর্ষ রেজাল্ট
- ডিগ্রি দ্বিতীয় বর্ষ রেজাল্ট
- ডিগ্রি দ্বিতীয় বর্ষ রেজাল্ট
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স রেজাল্ট (৪ বছেরের কোর্স)
- অনার্স প্রথম বর্ষ রেজাল্ট
- অনার্স দ্বিতীয় বর্ষ রেজাল্ট
- অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট
- অনার্স চতুর্থ বর্ষ রেজাল্ট
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স রেজাল্ট (২ বছরের কোর্স)
- মাস্টার্স প্রিলি
- মাস্টার্স ফাইনাল রেজাল্ট
আপনারা উপরে দেয়া প্রতিটি কোর্স রেজাল্ট একই নিয়মে চেক করতে পারবেন। তো চলুন, জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম গুলো পদক্ষেপ আকারে, জেনে নেওয়া যাক।
পদক্ষেপ- ১ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখতে প্রথমে, nu.ac.bd/results ওয়েবসাইট ভিজিট করুন।
পদক্ষেপ- ২ : তারপর, সার্চ অপশন থেকে, যেমন-
(+) ডিগ্রি- ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ
(+) অনার্স- ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষ
(+) মাস্টার্স- মাস্টার্স প্রিলি, মাস্টার্স ফাইনাল, সিলেক্ট করুন।
পদক্ষেপ- ৩ : তারপর, পরীক্ষার রোল নম্বর টাইপ করুন।
পদক্ষেপ- ৪ : তারপর, পরীক্ষার রেজিষ্টেশন নম্বর টাইপ করুন।
পদক্ষেপ- ৫ : তারপর, পরীক্ষার বছর টাইপ করতে হবে। যেমন : “২০২২, ২০২৩, ২০২৪” সাল।
পদক্ষেপ- ৬ : তারপর, একটি ক্যাপচা কোড পূরণ করুন।
পদক্ষেপ- ৭ : সর্বশেষ, নিচে থাকা সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার ওয়েবসাইট (অফিসিয়াল) – results.nu.ac.bd
রেজাল্ট দেখার প্রক্রিয়া ০১ :
রেজাল্ট দেখার প্রক্রিয়া ০২ :
শেষ কথাঃ
আমাদের এই সাইট থেকে আজ আপনাদের সাথে শেয়ার করলাম। বাংলাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে।
আপনি যদি যে, কোন পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে চান। তবে, আমাদের Seniorbd.com সাইট টি নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।
You must be logged in to post a comment.