অনলাইনে ক্লাস করার ৫টি জনপ্রিয় মাধ্যম

বর্তমান সময়ে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে, এখন সকল শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করতে হয়। অনেক শিক্ষার্থী আছে যে, অনলাইনে ক্লাস করতে হয়।

কিন্তু অনলাইনে ক্লাস করার জন্য কোন অ্যাপস ব্যবহার করবে তা ঠিক করতে পারে না। তাই যারা অনলাইনে ক্লাস করতে পছন্দ করেন, আজ তাদের উদ্দেশ্য করে অনলাইনে এই পাঁচটি জনপ্রিয় ভালো অ্যাপ সম্পর্কে ধারণা দেবে।

অনলাইনে ক্লাস করতে গেলে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা ভালো মানের স্মার্টফোন এই তিনটির যেকোনো একটি আপনার থাকতে হবে।

তাহলে আর কথা না বলে, জেনে নেওয়া যাক আজকের সেই অনলাইন ক্লাস করার পাঁচটি জনপ্রিয় মাধ্যম।

  • Google Classroom
  • Coursera
  • Youtube
  • Microsoft Team
  • zoom

১। Google Classroom

গুগল ক্লাসরুম: অনেকে আছে অনলাইনে ক্লাস করার জন্য Google Classroom ব্যবহার করে থাকেন। এখন বাংলাদেশে অনেক শিক্ষক শিক্ষিকা Google Classroom এর মাধ্যমে ক্লাস করাচ্ছে।

এতে করে শিক্ষার্থীরা Google Classroom এর মাধ্যমে ক্লাস করে অনেক আনন্দ বোধ করছেন।

বর্তমানে এখন আমাদের বাংলাদেশ অনেক শিক্ষক শিক্ষিকা Google Classroom এর  সাহায্যে নিয়ে অনেক ছাত্র-ছাত্রী কে অনলাইনে ক্লাস করাচ্ছেন।

২। Coursera

কোর্সেরা: এখন সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে ৪ কোটি ৭০ লাখের অধিক শিক্ষক এবং শিক্ষার্থী এক হওয়ার সুযোগ পাচ্ছে শুধুমাত্র এই Coursera প্ল্যাটফর্মের মাধ্যমে।

আপনি চাইলে এই Coursera মাধ্যমে অনলাইনে ক্লাস করতে পারে।

৩। Youtube

বর্তমানে ইউটিউব চেনে না এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব। ইউটিউব এর সাথে অনেকেই এখন জড়িত। অনেকেই জিমেইল আইডি সাহায্য নিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও তৈরি করে অনলাইন ইনকাম করে আসছে।

আবার অনেকেই ইউটিউব চ্যানেল খুলে শিক্ষা বিষয়ক ভিডিও আপলোড করে ইনকাম করে আসছে।

আবার অনেক শিক্ষক তাদের শিক্ষার্থীদের ইউটিউব ভিডিওর মাধ্যমে অনলাইনে ক্লাস করিয়ে থাকেন।

আপনি চাইলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি অনলাইনে ক্লাস করতে পারেন।

৪। Microsoft Team

মাইক্রোসফট টিম: আপনি চাইলে Microsoft Team ব্যবহার করে অনলাইনে ক্লাস করতে পারেন। সারাবিশ্বে অনেক শিক্ষার্থী এই Microsoft Team ব্যবহার করে অনলাইনে ক্লাস করে আসছে।

৫। zoom

জুম অ্যাপস আলোচিত এক সফটওয়্যার জুম অ্যাপস চিনে না এমন লোক খুজে পাওয়া অসম্ভব জুম অ্যাপস এর সাহায্য নিয়ে অনেকেই অনলাইনে ক্লাস করে থাকে।

zoom অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যায়। আপনি যদি কিছু টাকা খরচ করে থাকেন, তাহলে আরও নতুন ফিচার পাবেন এই zoom অ্যাপস সফটওয়্যারটিতে।

আমাদের কথা:

আপনাদের যদি এই পাঁচটি অ্যাপ ব্যবহার করতে কোন সমস্যা হয়। তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।

আপনারা কেউ যদি আর্টিকেল লিখতে পছন্দ করেন এবং আর্টিকেল লিখে ইনকাম করতে চান, তাহলে এই ওয়েবসাইটে আর্টিকেল লিখে ইনকাম করা যায়।

কিভাবে আর্টিকেল লিখবেন তা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles