প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন | Aadhar Pan link in Bengali

কেন্দ্রীয় সরকার বারবার বলেছে যে যারা এখনও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন।

আজকের এই পোস্টে মূলত আলোচনা করা হবে কিভাবে আপনি সহজেই আপনার স্মার্ট ফোনের সাথে প্যান কার্ড আধার বা আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন (Pan Aadhar link online)।

তাই এর জন্য আপনাকে আয়কর ওয়েবসাইটে যেতে হবে অথবা এই ই-ফাইলিং (e-filing) ওয়েবসাইটে ক্লিক করতে হবে।

ধাপ-1

আপনি প্রথমে এই ই-ফাইলিং ওয়েবসাইট খুলবেন।

ধাপ-2

খোলার পরে, আপনি বাম দিকে দ্বিতীয় লাইনে লিঙ্ক আধার লেখা একটি বিকল্প অপশন দেখতে পাবেন। তাহলে আপনি খুব সহজেই আধার কার্ড প্যান কার্ড লিংক করতে পারবেন।

ধাপ-3

 আপনি Link Aadhar অপশনটিতে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে তা হল:

  • আপনি প্যান কার্ডের সেই ঘরে PAN Number অবশ্যই দিয়ে দিবেন।
  • এরপর আপনারা আধার কার্ডের ঘরে Aadhaar Number ভালোভাবে অবশ্যই দিয়ে দিবেন
  • এরপর পরের অপশন টায় আপনারা সেই আপনার আধার কার্ডের যে নাম আছে সে নামটা অবশ্যই তা দিয়ে দিবেন।
  • এরপরের অপশনে তার মানে হল , আপনার যদি আধার কার্ডের শুধু সাল উল্লেখ থাকে তাহলে ওই অপশনটিতে টিক মার্ক অবশ্যই তা করে দিবেন।
  • I agree to validate. my Aadhar details with UIDAI ওই অপশনটিতে টিক মার্ক করে।
  • এরপরে একটা ইমেজ ক্যাপচার কোড আপনাকে (captcha code)  দিয়ে থাকবে ওই ক্যাপচার কোড টা  নিচের অপশন এ তা আপনি ভালোভাবে দিয়ে দিবেন। এরপর request OTP টে না টিক মার্ক দিলেও হবে।
  • এরপর আপনারা নিচে link Aadhar অপশনে অবশ্যই অবশ্যই ক্লিক করে দিবেন। কিছুক্ষণ পর দেখবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিংক বা প্যান কার্ড আধার লিংক হয়ে যাবে।

কিছুক্ষণ পরে, আধার কার্ডটি প্যান কার্ডের সাথে লিংক করা হয়েছে কিনা তা পরীক্ষা করতে (Pan Aadhar link status), আপনি আগে যে ফর্মটি পূরণ করেছিলেন সেখানে ক্লিক করুন,

বিকল্পে অপশনে ক্লিক করুন, তারপর আপনি প্যান আধার লিংকটি লিংক করা হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারেন। প্যান আধার কার্ড নম্বর সহ তা আপনি ভালোভাবে পরীক্ষা করে দেখতে পারেন ?

আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো দেখে আপনি সহজেই আধার কার্ড প্যান কার্ড লিংক করতে পারেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles