OTG কি ? Otg ক্যাবল কি কাজে ব্যাবহার হয় ?

আমরা সবাই OTG দিয়ে Android ফোন ব্যবহার করি। কিন্তু আমরা জানি না OTG কি বা এটা কিভাবে কাজ করে। মূলত আজকের পোস্টে এগুলো নিয়ে আলোচনা করা হবে।

চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক OTG কি ? Otg ক্যাবল কি কাজে ব্যাবহার হয় ?

OTG কি ? What is OTG

OTG এর পূর্ণরূপ হল On The Go এই OTG তারের সাহায্যে আমরা সহজেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান-প্রদান করতে পারি।

কি কি কাজে ওটিজি (OTG)  ব্যাবহার করা হয় ?

Otg দিয়ে কি করা যায় তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কিন্তু OTG এর মাধ্যমে আপনি শর্টকাট অনেক কিছু করতে পারবেন:

১। আপনি অ্যান্ড্রয়েড ফোনে OTG কেবলের মাধ্যমে ডেস্কটপের মতো মোবাইলে একটি কীবোর্ড যুক্ত করে খুব সুন্দরভাবে টাইপ করতে পারেন।

২। ডেস্কটপের মত মোবাইল কিন্তু আপনি OTG তারের মাধ্যমে মাউস যোগ করে মোবাইল নিয়ন্ত্রণ করতে পারেন।

৩। OTG কেবলের মাধ্যমে, আপনি পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে সহজেই চার্জ করতে পারেন।

৪। আপনি OTG ক্যাবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে একটি কার্ড রিডার যোগ করতে পারেন এবং পেনড্রাইভ যোগ করে যেকোনো তথ্য বিনিময় করতে পারেন।

৫। OTG USB তারের ফলে মোবাইলে গেম কন্ট্রোলার যোগ করা যায়, কিন্তু সেই গেম কন্ট্রোলারের মাধ্যমে যেকোন গেম সহজেই খেলা যায়। আজকাল, অনেকে গেম কন্ট্রোলারের মাধ্যমে PUBG গেম খেলে।

৬। আপনি মোবাইলের মাধ্যমে OTG কেবল যোগ করে আপনার নিজের প্রিন্টার থেকে যেকোনো কিছু প্রিন্ট করতে পারেন।

ওটিজি (OTG) কেবিল যুক্ত করে আপনি অনেক কাজ করতে পারবেন?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles