প্রিয় শিক্ষার্থীগন অবশেষে সব জল্পনা কল্পনা কাটিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ( SSC Result 2023 ) প্রকাশ করা হবে শুক্রবার (২৮ জুলাই)। সকাল ১০ টায়। আপনি যদি SSC Result দেখতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইট থেকে এসএসসি রেজাল্ট ২০২৩ দেখতে পারবেন।
SSC Result 2023
এসএসসি রেজাল্ট বিষয়ে শিক্ষা মন্ত্রী রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসএসসি ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসএসসি ফলাফল ২০২৩ দেওয়ার আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন ১০ টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।
SSC Result 2023 সকাল ১০টায় সকল বোর্ডের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে। এস এস সি শিক্ষার্থীরা ঘরে বসেই রেজাল্ট জানতে পারবে। এছাড়াও সকল শিক্ষার্থীগণ এসএসসি ফলাফল এসএমএস করেও ফল তারা ভালোভাবে জানতে পারবে।
(SSC Result 2023) এসএসসির রেজাল্ট কবে? আবার অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে এস এস সি রেজাল্ট কবে প্রকাশ করা হবে। এস এস সি ফলাফল নিয়ে বেশ কয়েকদিন ধরে পরীক্ষার্থীদের একটা কমন প্রশ্ন ছিল।
কিন্তু এখন সব কিছু মধ্য দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৩ রোজ শুক্রবার ২৮ তারিখে এসএসসি ফলাফল প্রকাশ করা হবে। এর মধ্যে গত ১৯ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার সকলের উদ্দেশ্য করে জানিয়েছেন যে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৮ জুলাই (শুক্রবার) এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হবে।
এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়। ঘূর্ণিঝড় মোখার কারণে এসএসসি পরীক্ষা চারটি শিক্ষাবোর্ডের দুটি পরীক্ষা স্থগিত করা হয়। নিয়মিত এসএসসি পরীক্ষা শেষে আবার ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত পরীক্ষা গুলো নেওয়া হয়।
সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা চলে | ২৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ২৪ মে শুরু হয়ে শেষ হয় ৩০ মে। |
মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা চলে | ২৫ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ২৭ মে শুরু হয়ে ৩ জুন শেষ হয়। |
কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা চলে | ২৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শুরু হয়ে ৪ জুন শেষ হয়। |
এসএসসি পরীক্ষার ছাত্র-ছাত্রী সংখ্যা কত
এসএসসি পরীক্ষায় মোট ছাত্র-ছাত্রী | ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন |
এসএসসি পরীক্ষার ছাত্র সংখ্যা ছিল | ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন |
এসএসসি পরীক্ষার ছাত্রীর সংখ্যা ছিল | ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন |
১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানের সংখ্যা | ২৯ হাজার ৭৯৮ |
১১টি শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রের সংখ্যা | ৩ হাজার ৮১০টি |
এসএসসি পরীক্ষা রেজাল্ট ২০২২ সালের তুলনায় এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ সালে পরীক্ষার্থী বেড়েছে প্রায় ৫০ হাজার ২৯৫ জন। 2023 সালে এসে এসএসসি পরীক্ষার এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এছাড়া আরো দেখা গিয়েছে মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।
এসএসসি রেজাল্ট গ্রেডিং সিস্টেম
Number | Grad | GPA |
80-100 | A+ | 5.00 |
79-70 | A | 4.00 |
60-69 | A- | 3.50 |
50-56 | B | 3.00 |
40-49 | C | 2.00 |
33-39 | D | 1.00 |
0-32 | F | 0.00 |
SSC Result 2023 with Full Marksheet
অনলাইনে মার্কশীটসহ এসএসসি রেজাল্ট ২০২৩ চেক করার পদ্ধতি গুলো আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ নিচে দেখানো হবে তাই আপনাকে মনোযোগ সহকারে ভালোভাবে পড়তে হবে।
চলুন, তাহলে দেখে নেয়া যাক এসএসসি রেজাল্ট ২০২৩ মার্কশীটসহ ডাউনলোড
প্রিয় শিক্ষার্থীগন আপনার কাঙ্ক্ষিত এসএসসি রেজাল্ট আপনি যদি অনলাইনে মার্কশীটসহ এসএসসি / দাখিল রেজাল্ট ২০২৩ চেক করতে চান? তাহলে, আমাদের দেওয়া নিচে স্টেপ বাই স্টেপ অনুযায়ী আপনাকে ভালোভাবে কাজ করতে হবে।
SSC Result 2023
- এসএসসি মার্কশীটসহ রেজাল্ট চেক করতে https://eboardresults.com/v2/home অফিসিয়াল ওয়েব ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এরপর আপনাকে, পরীক্ষার নাম “এসএসসি/দাখিল” সিলেক্ট করতে হবে।
- এরপর আপনাকে, পরীক্ষার বছর “২০২৩” সিলেক্ট করতে হবে।
- এরপর আপনাকে, পরীক্ষার বোর্ড যেমন- ঢাকা সিলেক্ট করতে হবে।
- এরপর আপনাকে, “Result Type” অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে, “Individual Result” এ ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে, “রোল নম্বর” টাইপ করতে হবে।
- এরপর আপনাকে “রেজিষ্ট্রেশন নম্বর” টাইপ করতে হবে।
- এরপর আপনাকে অবশ্যই সিকিউরিটি কী টাইপ করুন যেমন- “8823” এরকম দেওয়া থাকতে পারে।
- এরপর আপনার সঠিক তথ্য দেওয়া হলে “Get Result” বাটনে ক্লিক করুন।
- এরপর আপনি আপনার এসএসসি ফলাফল দেখতে পারবেন।
রোল নাম্বার দিয়ে এসএসসির রেজাল্ট
আপনি যদি অনলাইনে এসএসসি/দাখিল রেজাল্ট ২০২৩ চেক করতে চান? নিচে দেওয়া সিস্টেম অনুযায়ী অবশ্যই আপনাকে ভালোভাবে কাজগুলো কাজ করতে হবে। যদি আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী কাজগুলো স্টেপ বাই স্টেপ করেন তাহলে আপনি এসএসসি ফলাফল দেখতে পারবেন।
এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম
SSC Result
- অনলাইনে এসএসসি রেজাল্ট চেক করতে আপনাকে টাইপ করতে হবে http://educationboardresults.gov.bd/ বা আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এরপর আপনার, পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে- “এসএসসি/দাখিল”।
- এরপর আপনার, পরীক্ষার বছর “২০২৩”সিলেক্ট করতে হবে।
- এরপর আপনার, পরীক্ষার বোর্ড “ঢাকা হলে ঢাকা আর আপনি যে বোর্ডে হয়ে থাকেন সেটি ” সিলেক্ট করতে হবে।
- এরপর আপনার, “রোল নম্বর” টাইপ করতে হবে।
- এরপর আপনার, “রেজিষ্ট্রেশন নম্বর” টাইপ করতে হবে।
- এরপর আপনার, একটি যোগ ফল করতে হবে যেমন- “১২+২” = (১৪)
- এরপর আপনার সঠিক তথ্য দেওয়া হলে “সাবমিট” অপশনে ক্লিক করুন।
এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা এসএসসি ফলাফল তিন ভাবে জানতে পারবে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পরপরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে গুলোতে এক সেট করে রেজাল্ট সিট পাঠিয়ে দেওয়া হবে।
নিজ নিজ বিদ্যালয় থেকে শিক্ষার্থী এসএসসি ফলাফল সংগ্রহ করতে পারবে। এছাড়া এসএসসি রেজাল্ট ২০২৩ শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি রেজাল্ট চেক করতে পারবে ওয়েবসাইট হলো educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে সকল শিক্ষার্থীরা।
এসএসসি রেজাল্ট 2023 এসএমএস পাঠানোর প্রথম ৩ অক্ষর দেখুন
- ঢাকা বোর্ড – DHA
- কুমিল্লা বোর্ড – COM
- রাজশাহী বোর্ড – RAJ
- যশোর বোর্ড – JES
- চট্টগ্রাম বোর্ড – CHI
- বরিশাল বোর্ড – Bar
- সিলেট বোর্ড – SYL
- দিনাজপুর বোর্ড – DIN
- ময়মনসিংহ বোর্ড – MYM
- মাদ্রাসা বোর্ড – MAD
অনেক সময় দেখা যায় ইন্টারনেটের সমস্যার কারণে গ্রাম গঞ্জের শিক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারেন না তার জন্য শিক্ষার্থীরা এসএসসি ফলাফল মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২৩ চেক করতে পারবেন।
যেকোনো মোবাইলের সাহায্যে এসএসসি ফলাফল ২০২৩ মোবাইল এসএমএসের মাধ্যমেও জানা যাবে। সেক্ষেত্রে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে আপনার এসএসসি পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
তারপর আবারও স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে আপনাকে এসএসসি ফলাফল ২০২৩ জানিয়ে দেওয়া হবে।
আমি আবারো দেখিয়ে দিচ্ছি মোবাইলে এসএমএস পাঠানোর নিয়ম : SSC < Space > DHA < Space > Roll_No < Space > Exam Year, 16222 নম্বরে।
You must be logged in to post a comment.