বাংলালিংক সিমে ফ্রিতে আনলিমিটেড Toffee MB যেভাবে নিবেন?

প্রিয়,পাঠক আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলালিংক সিমে আনলিমিটেড ফ্রি তে টফি এমবি নিবেন এই পিএমবি দিয়ে আপনারা কিন্তু বাংলালিংক সিম থেকে লাইভ টিভি লাইভ নাটক অথবা গান দেখতে পারবেন।

টপি এমবি দিয়ে আপনারা প্রায় 30 থেকে 40 টা চ্যানেল দেখতে পারবেন বাংলাদেশের এছাড়া এতে রয়েছে ইন্টারন্যাশনাল কিছু চ্যানেল যেখানে আপনারা শুধুমাত্র টফি অ্যাপ এর মাধ্যমে এমবি দিয়ে দেখতে পারবেন আপনার অন্য কোনো এমবি প্রয়োজন হবে না।

মূলত এই ট্রফি এমবি দিয়ে শুধু আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন অন্য কোনো ব্রাউজিং করতে পারবেন না।যেমন ইউটিউব অথবা গুগলে সার্চ করে এই এমবি আপনি ব্যবহার করতে পারবে না শুধুমাত্র টফি অ্যাপ এর মাধ্যমে আপনারা এখান থেকে শুধু লাইভ টিভি চ্যানেল অথবা নাটক গান দেখতে পারবেন।

এটা যেন প্রথমে আপনার বাংলালিংক সিমে রেজিস্ট্রেশন করতে হবে টফি অ্যাপ ইন্সটল করার পর আপনাকে একটা রেফার কোড দেবে সেই রেফার কোড টা ব্যবহার করে আপনি যে কোন সিম টফি অ্যাপ ইন্সটল করে আপনার রেফার কোডটা এপ্লাই অথবা সাবমিট করলে আপনি আনলিমিটেড বারবার টফি mb নিতে পারবেন।টফি অ্যাপ টি ডাউনলোড করে নিন।

Download app

টফি অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে আপনার বাংলালিংক সিম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার পর আপনি দেখবেন ডান পাশে উপরে সাইটে তিনটা দাগ আছে সে দাগের ওপরে ক্লিক করলে।

নিচের দিকে গেলে দেখতে পারবেন রেফার কোড; রেফার কোডটা কালেক্ট করে কোথাও সেভ করে রেখে দিন তারপর যেখান থেকে রেফার কোডটা নিবেন তা নিচে দেখবেন লেখা reedoom your code ! লেখাতে ক্লিক করে আপনি আপনার রেফার কোডটা বসাবেন তারপর আপনি ফ্রিতে এমবি বারবার পেতে থাকবেন।

এটার মাধ্যমে আপনি শুধু বাংলালিংক সিম না প্রথমে কিন্তু আপনি আপনার বাংলালিংক সিম দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার রেফার কোডটা কালেক্ট করে রাখবেন এবং তারপর থেকে যেকোনো সিমে আপনি রেজিস্ট্রেশন করে।

শুধুমাত্র আপনার বাংলালিংক সিমের রেফার কোডটা দিয়ে সাবমিট করলেই বারবার আপনার বাংলালিংক সিম কার্ডে 1 জিবি করে ফ্রি এমবি চলে যেতে থাকবে।  টফি অ্যাপ ইন্সটল করবেন এবং আপনার রেফার কোড টা কিভাবে কালেক্ট করবেন বিস্তারিত নিচের ভিডিওতে দেয়া হলো ভিডিওতে দেখে নিন  Video....

 আর আপনার রেফার কোডটা কালেক্ট করে নিবেন ধন্যবাদ ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles