নিয়ে নিন পাবজির মতো একটি ব্যাটল রয়েল গেম | survival squad

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই । আশা করি সবাই ভালো আছেন । আজকে আমি আপনাদের দারুন একটি ব্যাটল রয়েল গেম সম্পর্কে বলবো।

গেমটি খেলে একদম পাবজির মতো মজা পাবেন। গেমটির নাম survival squad। এই গেমটি প্লে স্টোরে পেয়ে যাবেন । গেমটির গ্রাফিক্স একদম পাবজির মতো।

প্রথমে গেমটি ডাউনলোড করে ওপেন করুন। গেমটিতে পাবজির মতো কিছু ড্রেস রয়েছে। এগুলো আপনি কয়েনের মাধ্যমে কিনতে পারেন। তো আপনারা গেমে প্রবেশ করলে উপরে স্টাট অপশন দেখতে পাবেন।

সেখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে পাবজির মতো লবিতে নিয়ে যাবে। ১০ সেকেন্ড অপেক্ষা করুন। তারপর পাবজির মতো বিমান থেকে লাফ দিন , লুট করে এনিমি মারূন।

তবে লবিতেই আপনাকে একটা গান দিয়ে দিবে । প্রতি ম্যাচ সম্পূর্ণ হলে কিছু পয়েন্ট পাবেন। তা দ্বারা বিভিন্ন ড্রেস কিনতে পারবেন।

ড্রেস কেনার জন্য শোপ অপশনে ক্লিক করুন। সেখান থেকে পছন্দের ড্রেস কিনতে পারবেন। তো আরকি ডাউনলোড করুন ও আনলিমিটেড মজা নিন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Dipzol - Jul 20, 2022, 2:01 PM - Add Reply

Nice

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles