icon
Article Details

SeniorBD.com (সিনিয়রবিডি ডটকম) এ কাজ করুন

ফেসবুকে কত ভিউ কত টাকা দেয় ২০২৪

img by mrt
30 Dec, 2023

ফেসবুকে কত ভিউ কত টাকা দেয় ২০২৪ : ফেসবুকে কত ভিউ কত টাকা পে করে এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই জানি না। ফেসবুক পেজ মনিটাইজেশন চালু হওয়ার পর অনেকেই এই বিষয়ে জানতে চান।

অনেকেই আবার প্রশ্ন করতে থাকেন যে, ফেসবুকের ভিডিও থেকে কি টাকা আয় করা যায়?

ফেসবুকে কত ভিউ কত টাকা দেয় ২০২৪

তাদের জন্য, আমি আপনাকে ফেসবুক পেজ থেকে টাকা ইনকামের দুটি উপায় বলব, যা আমি আগের পোস্টে উল্লেখ করেছি। আর আজকে আমি আপনাদের বলবো ফেসবুকে কত ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়।

আপনি হয়তো জানেন যে ইউটিউবের মতো ফেসবুক ভিডিও প্ল্যাটফর্মগুলি আজ বিশ্বজুড়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।

বিশেষ করে মানুষ সময় কাটানোর জন্য ফেসবুকে ভিডিও (নাটক, সিনেমা, ফানি ভিডিও, নাচ, গান) ইত্যাদি দেখে।

ইউটিউবের তুলনায় ফেসবুক ভিডিওগুলি সহজেই ভাইরাল হয়। কারণ ফেসবুকের ভিডিও মানুষ সহজেই শেয়ার করতে পারে।

আর যত বেশি ভিডিও শেয়ার করা হবে, তত বেশি ভিডিও ভিউ। এবং যত বেশি ভিউ, তত বেশি টাকা আয় করবেন।

তবে এর জন্য আপনাকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে এবং পেজ মনিটাইজেশন চালু করতে হবে।

মনে রাখবেন, আপনি যদি ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করেন তবে আপনি যত ভিউ পান না কেন কোন টাকা আয় হবে না।

ফেসবুকে কত ভিউ কত টাকা দেয়

আমরা যারা ফেসবুক ব্যবহারকারী তারা ফেসবুক ব্যবহার করার সময় পেজে অনেক ধরনের ভিডিও দেখি।

আসলে এই ভিডিওগুলো যারা আপলোড করে তাদের লাভ কি? কেন তারা এই ভিডিওগুলি পেজে আপলোড করে?

আসলে, এই ভিডিওগুলি পেজে আপলোড করা হয় এবং বিজ্ঞাপন বিরতির মাধ্যমে ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করে।

এখন আপনি হয়তো জানতে চাইতে পারেন ফেসবুক পেজের ভিডিও কত ভিউ কত টাকা আয় করে? আমি এই প্রশ্নের উত্তর ব্যাখ্যা করছি।

সঠিক উত্তর জানুন

অনেক ছোট-বড় কোম্পানি বা প্রতিষ্ঠান আছে যারা ফেসবুক কোম্পানিকে তাদের কোম্পানি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ফেসবুকে প্রদর্শনের জন্য অর্থ প্রদান করে।

এর মধ্যে কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুককে মোটা অংকের টাকা দেয়। কিছু কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য কম অর্থ প্রদান করে।

এখন ফেসবুক পেজে বিভিন্ন ভিডিওতে সব কোম্পানি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখায়। যে কোম্পানির বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুককে বেশি টাকা দিয়েছে সেই কোম্পানি ভিডিও থেকে বেশি রাজস্ব পায়।

এবং যেসব কোম্পানি তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য Facebook-কে কম টাকা দেয়, সেই কোম্পানির বিজ্ঞাপন ভিডিওতে দেখানো হলে কম আয় করে।

দেখা যায় মাঝে মাঝে 1 লাখ ভিউ 10 হাজার টাকা আয় করে। আর মাঝে মাঝে দেখা যায় 1 লক্ষ ভিউ এর জন্য 5000 টাকা আয় হয়।

অনেকে জানতে চায় 1 মিলিয়ন ভিউয়ের জন্য তারা কত টাকা দেয়। আশাকরি আপনি নিজেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। Tracking Code : 258162

এটি সম্পূর্ণরূপে ভিডিওতে রাখা বিজ্ঞাপনের উপর নির্ভর করে। আপনি যদি বেশি অর্থের বিজ্ঞাপন দেন তবে আপনি আরও বেশি আয় পাবেন। আর কম টাকায় বিজ্ঞাপন দিলে কম আয় হবে।

ফেসবুকে কত ভিউ কত টাকা দেয় এর শেষ কথা,

আজকে আমরা জানতে পারলাম যে ফেসবুকে কত ভিউ হয় কত টাকা। এ বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর ভালো লাগলে শেয়ার করবেন।

অনেকে প্রশ্ন করেন 1k এর সমান কত টাকা? আসলে Facebook, YouTube এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া মানে 1k সমান 1000।

Related News

View All

To Write Your Thoughts Please Log in First

Login
Home
Task
My Team
Latest News
User Guide