গ্রাফিক্স ডিজাইন শব্দ টির সাথে অপরিচিত লোক আজকের দিনে খব কমই পাওয়া যায়। আমরা সকলেই এখানে সেখানে গ্রাফিক্স ডিজাইন শব্দ টি শুনে থাকি।কারন যোগটাই তো আধুনিক।
আর আধুনিক যোগের সাথে গ্রাফিক্স ডিজাইন ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে গেছে।আমরা যেখানেই যাই যেই প্রতিষ্ঠানেই যাই না কেনো,তাদের প্রত্যেকেরই একটা আলাদা লোগো থাকে।এটি তাদের ব্যবসায় প্রতিষ্ঠান এর একটি আলাদা প্রতিক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
এখন সকল ছোট ছোট দোকানের ও আলাদা আলাদা লোগো থাকে। কারন,মানুষ এখন নিজের অস্তিত্ব নিজের অবস্থান নিয়ে সকলকে জানান দিতে চায়।
অন্যদিকে,যখন কোন ব্যবসায় প্রতিষ্ঠান এর কোন আলাদা লোগো থাকে তখন সেই প্রতিষ্ঠানকে মানুষ ভালোভাবে চিনে এবং সেই প্রতিষ্ঠান এর প্রতি তাদের একটা আলাদা ভালো ভাবনা কাজ করে।আর তাই সকল ব্যবসায়ীরাই এখন তাদের প্রতিষ্ঠান এর একটি আলাদা প্রতিক হিসেবে লোগো তৈরি করে থাকে।
এই লোগো তৈরি করতে তাদের যে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনারের কাছে যেতে হয় বা তাদের কাছ থেকে এই লোগো তৈরি করিয়ে নিতে হয়।
গ্রাফিক্স ডিজাইন শুধু লোগো তৈরি করা নয়।বরং এখনকার দিনে ইউটিউবার র' তাদের চ্যানেল এর জন্য একজন গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ দিয়ে থাকে। কারন তাদের নানা রকমের ভিডিও বানানোর জন্য নানা রকমের থাম্বনেইল বানাতে হয়।
আর এটি বানাতে তাদের প্রয়োজন একজন গ্রাফিক্স ডিজাইনার।বলা যায় সকল ক্ষেত্রেই গ্রাফিক্স ডিজাইন এর প্রয়োজনীয়তা লক্ষ করা যায়।তাহলে আসুন এখন জেনে নেই কিভাবে একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে ইনকাম করা যায়।
গ্রাফিক্স ডিজাইন কাজটি ব্যক্তিগত ভাবেও হতে পারে আবার প্রাতিষ্ঠানিক ভাবেও হতে পারে।তবে অল্প পুজিতে ইনকাম করতে হলে আমাদের কে ব্যক্তিগত ভাবেই গ্রাফিক্স ডিজাইন ব্যবসায় শুরু করতে হবে।এই কাজের জন্য প্রথমেই আমাদের কে গ্রাফিক্স ডিজাইনিং করা শিখতে হবে।মনে রাখবেন এই কাজে আপনি যত বেশি পারদর্শী হবেন এখান থেকে আপনার ইনকাম ও ততই বেশি হবে।
তাই আমাদের কে প্রথমেই বিভিন্ন আইটি সেন্টার থেকে গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে হবে।এই বিষয়ে নানারকম কোর্স এর ব্যানার আমরা এখানে সেখানে দেখতে পাই।এর কোন একটি তে আপনি চাইলে এই কাজ শিখে ফেলতে পারেন।
তারপর আপনার প্রয়োজন হবে একটি ভালো পিসি।আমরা জানি গ্রাফিক্স ডিজাইন এর কাজের জন্য পিসি বা কম্পিউটার থাকা আবশ্যক।
তারপর আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই কাজের প্রতি আমাদের হা না মানা অধ্যবসায়। কারন,এই কাজে এক দিনে সফলতা আসবে না এখানে অনেক দিন অপেক্ষর প্রহর গুনতে হবে আপনাকে।তারপর আপনি শুরু করতে পারেন আপনার গ্রাফিক্স ডিজাইনিং ক্যারিয়ার।
গ্রাফিক্স ডিজাইন এর কাজটি থেকে আমরা দুই ভাবে ইনকাম করতে পারি।তাহলো,প্রথমে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে বা অফিসিয়াল কাজ করে।আর দ্বিতীয়ত অনলাইন মার্কেটপ্লেস থেকে।
এখানে আমাদের মুল লক্ষ থাকবে অনলাইন থেকে ইনকাম করা। কারন সেখানে ইনকাম হবে অনেক বেশি।তবে প্রথমে আমাদের কে কোন প্রাতিষ্ঠানিক কাজ দিয়ে আমাদের গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার শুরু করা উচিত। এতে আমাদের অভিজ্ঞতা ও বাড়বে এবং খুব সহজেই আমরা কাজ পাবো।
আশা করি সকলেই এখান থেকে ভালো পরিমান ইনকাম করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
You must be logged in to post a comment.