ইউটিউব থেকে আয় করার সেরা উপায় সম্পর্কে জেনে নিন।

ইউটিউব থেকে টাকা আয়: ভিডিও কনটেন্ট এর জনপ্রিয়তার সাথে পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে ইউটিউবের সংখ্যা ও জনপ্রিয়তা। ইউটিউব থেকে আয় করার ব্যাপারটি বর্তমানে সময়ে কারোরই  অজানা নয়। তবে ইউটিউব থেকে আয় করার রয়েছে একাধিক উপায়।

চলুন জেনে নেয়া যাক কিভাবে ইউটিউব থেকে আয় করার উপায় বা কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন তার বিস্তারিত সম্পর্কে জানবো। 

কিভাবে ইউটিউব থেকে আয় করবেন

অনেকে মনে করেন যে শুধুমাত্র এডসেন্স মনিটাইজেশন এর মাধ্যমেই ইউটিউব থেকে আয় সম্ভব। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল ও প্রমানিত।কারণ  ইউটিউব থেকে আয় এর একাধিক উপায় রয়েছে। যেমনঃ

  • ইউটিউব পার্টনার প্রোগ্রাম করে।
  • প্রোডাক্ট বিক্রি করে।
  • ভিডিও এডিটিং সার্ভিস করে।
  • প্রোডাক্ট রিভিউ ও অ্যাফিলিয়েট  মার্কেটিং করে।
  • অনলাইন কোর্স করে। 
  • স্পন্সরড কনটেন্ট করে। 
  • ডোনেশন করে। 

ইউটিউব ভিডিও এর এড রেভিনিউ পেতে হলে আপনাকে ভিডিও এডভার্টাইজার-ফ্রেন্ডলি হতে হবে যাতে বিজ্ঞাপনদাতারা আপনার ভিডিওতে এড শো করতে রাজি হয়ে যায়।

এছাড়াও এড রেভিনিউ পেতে গেলে অবশ্যই আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে অবশ্যই। কোনো ইউটিউব প্রিমিয়াম মেম্বার যদি আপনার ইউটিউব ভিডিও দেখে, সেক্ষেত্রে আপনি ওই ভিউয়ার এর সাবস্ক্রিপশন এর কিছু অংশ রেভিনিউ হিসেবে পাবেন।

চ্যানেল এর সাবস্ক্রাইবারদের কাছে মেম্বারশিপ সেল করতে হলে মিনিমাম ৩০হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে।

লাইভ স্ট্রিমের সময় চ্যাটে ভিউয়াররা যে অর্থ প্রদান করে সেটাকে সুপার চ্যাট বলে। তবে বাংলাদেশেত ইউটিউবে সুপার চ্যাট ফিচারটি নেই বললেই চলে। 

এডিটিং এর কাজ করে ইনকাম 

আপনি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে ভিডিও এডিটিংয়ে পারদর্শীতা থাকার কথা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

আপনি যদি মনে করেন আপনার ভিডিও এডিটিং অন্যদের চেয়ে ভালো ও আপনি এই কাজে পারদর্শী, সেক্ষেত্রে আপনি ভিডিও এডিটিং সার্ভিস প্রদান করতে পারেন ও বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। 

গুগল এডসেন্স।

আপনার এডসেন্স একাউন্টটি ইউটিউবে সেটআপ করতে হবে।  আপনি যে ই-মেইলে ইউটিউব চ্যানেল খুলেছেন সেই ই-মেইলে এডসেন্স একাউন্ট করতে পারেন।

আবার অন্য ই-মেইলে এডসেন্স খুলে চ্যানেলের সাথে যোগ করে দিতেও পারেন। এটা একান্ত আপনার ব্যাক্তিগত ব্যাপার।

আপনার যদি আগে এডসেন্স একাউন্ট থেকে থাকে তাহলে নতুন একাউন্ট কখনোই খুলবেন না। এটা গুগলের নিয়মের বাইরে বা অপরাধ হবে গন্য করা হবে । আর গুগল আপনার দুটো একাউন্টই ব্যান্ড করতে পারে।যা আপনার জন্য খারাপ রাশি। 

ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় জেনে নিন।  

একটি ইউটিউব চ্যানেল থেকে খুব সহজে অনলাইনে টাকা ইনকাম সম্ভব হবে কারন এটি কিন্তু অনলাইন ইনকাম। তার জন্য প্রথমে আপনাকে একটি সঠিক ভাবে  ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করতে হবে।

ভিডিওগুলো নিজের অন্য কারোর হলে হবে না নাহলে কপিরাইট ক্লাইম হবে। তারপর সেই ভিডিওতে মানুষের প্রয়োজনীয় হতে হবে অবশ্যই যেন, আপনার ইউটিউবে ভিউজ আসতে সক্ষম হয়।

এককথায় আপনার একটি চ্যানেল তৈরি করে মানুষের প্রয়োজনীয় ভিডিও আপলোড করতে হবে।যাতে আপনার সুবিধা হবে। 

ভিডিও আপলোড করতে করতে যখন আপনার ইউটিউব চ্যানেলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরন হবে এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে,বা পুরন তখন কিন্তু আপনারা চাইলেই ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু করতে পারবেন নিশ্চিতে।

দেখেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এপর্যন্ত কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। যদি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন।

তাহলে কিন্তু আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু করতে পারবেন খুব সহজেই ।

4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে, আপনারা মনিটাইজেশন এর জন্য এপ্লাই করবেন করবেন অবশ্যই। আপনার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেলেই টাকা ইনকাম শুরু হবে। প্রিয় বন্ধুরা আশাকরি আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম শুরু কিভাবে হয়। 

এ বিষয়ে বিস্তারিত না জানলেও সংক্ষিপ্ত আকারে বুঝতে পেরেছেন।  যদি আপনাদেরকে বিস্তারিত বললে আর্টিকেল অনেক লম্বা হয়ে যাবে, এ কারণেই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ইউটিউব থেকে ইনকাম সম্পর্কে ধারণা দেওয়ার একটু  চেষ্টা করলাম।

আমাদের দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ছোঁয়া পৌছায়নি এমন কোন কিছুই মনে হয় আর বাকি নাই আমাদের।

বিনোদন, কাজকর্ম, ব্যবসা, যোগাযোগ সবকিছুর জন্যই এখন আমরা প্রযুক্তির দ্বারস্থ হয়।প্রযুক্তির কল্পনাতীত প্রসারে এখন অনেক প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে।

আমরা যারা প্রযুক্তি তথা ইন্টারনেটের জগতে দিনরাত ডুবে থাকি এবং সারাজীবনই থাকতে চাই, তাদের জন্য এটি অত্যন্ত খুশির সংবাদ যে আমরা প্রযুক্তির সাগরে ডুবে থেকে আমাদের ক্যারিয়ার গড়তে পারবো খুব সহজেই। 

আর প্রযুক্তি নির্ভর ক্যারিয়ারগুলোর মাঝে সবচেয়ে সেরা বলা যায় ইউটিউবকে। আপনি যদি মনে করেন আপনি অন্যদের থেকে কোন বিষয়ে ভালো জানেন এবং উক্ত বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন,

তবে ইউটিউবকে বেছে নিতে পারেন আপনার ক্যারিয়ার হিসেবে।

বর্তমান সময়ে বেশিরভাগ নিউজ, বিনোদন এবং শিক্ষণীয় ব্যপারগুলো হয়ে উঠছে ভিডিও মাধ্যমে।  আর এর প্রধান প্লাটফর্মই হল একমাত্র  ইউটিউব।

এই ইউটিউবে আপনি আপনার তৈরি করা সহ যে কোনো ধরনের বিনোদনমূলক বা শিক্ষণীয় ভিডিও আপলোড করে অর্থ আয় করতে পারেন। খুব সহজেই 

ইউটিউবে যেকোনো একটা বিষয় নিয়ে কাজ করা ভালো এতে আপনার চ্যানেল তাড়াতাড়ি রেঙ্ক করতে পারবেন।

আপনি যদি ভিডিও বানাতে পছন্দ করেন আর কোন বিষয় নিয়ে ইউটিউব ভিডিও বানানো যায় চিন্তা করেন তবে নিচে থেকে পছন্দ করতে পারেন এখানে ইউটিউবে সব থেকে বেশি যেসকল বিষয় মানুষ খোঁজে সেগুলো দেওয়া হয়ছে।

TechnologyTechnology. Cooking. Animation Group. Comedy. Education Minister. Gaming. Fitness. Sport. Song. Acting. News. 

ধন্যবাদ আপনাদেকে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles