ফ্রিল্যান্সার নিয়ে যত প্রশ্ন উত্তর। ফ্রিল্যান্সিং করতে চান? আপনাকে যা করতে হবে।

অনেকেই আছেন বলে যে, আমি Freelancing করতে চাই, ফ্রিল্যান্সিং করতে হলে আমাকে কী করতে হবে? Freelancing বিষয়ে এই প্রশ্ন করেন নাই এমন কেউ আছে বলে আমার মনে হয় না । ফ্রিল্যান্সিং করতে হলে তোমাকে সর্বপ্রথম কোন একটা কাজ শিখতে হবে।

এবং সেই কাজটা তোমাকে পরিপূর্ণ ভাবে শিখতে হবে। কেননা কাজ না শিখলে তুমি Freelancing ভালোভাবে করতে পারবেন না বা অনলাইনে ভালো পরিমাণে ইনকাম করতে পারবে না।

তোমাকে কোন একটা বিষয়ে স্কিল্ড হতে হবে। আর কাজ না শিখে Freelancing, তুমি যদি পরিপূর্ণ কাজ না সিকে ফিলান্সিং কাজে লেগে পড়েন তাহলে তুমি সফল হতে পারবে না।

তাহলে কিছু দিন পড়েই তুমি হতাশ হবে, যখন তুমি কাজ পাবেন না, বা কিছু দিন সময় দেওয়ার পর অনলাইন থেকে কোন পরিমাণ টাকা আয় করতে পারবে না। তাই আগে তোমাকে কাজ অবশ্যই শিখতে হবে। আশা করি এইটা নিয়ে আর কেউ প্রশ্ন করবে না ।

আমি কি কাজ শিখতে পারি?

অনেক কাজ আছে যা যা তুমি শিখতে পার যেমনঃ ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও, এপ্স ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।

ফ্রিল্যান্সিং এ কোন কাজটার চাহিদা বেশি এবং আমার জন্য ভাল হবে?

উপরে আমি যে কাজের নাম গুলা বলেছি সেগুলা প্রত্যেকটা কাজ এর অনেক বেশি চাহিদা রয়েছে। এখন এটা তুমি যে কোন একটা কাজ নির্বাচন কর, কোন কাজটা তুমি ভাল পারবে।

তোমার যদি এই বিষয়ে কোন ধারনাই না থাকে তাহলে আপাতত গুগলে সার্চ করে এই বিষয় গুলো নিয়ে একটু পড়াশোনা কর। দেখবে তুমি অনেক কিছু বঝতে পারছ।

তখন তোমার সিদ্ধান্ত নিতে সহজ হবে। বর্তমান যুগ হলো ইউটিউবের যুগ তাই ইউটিউব থেকেও পর্যাপ্ত ধারণা নিতে পারবে। আশা করি বুঝতে পারবে তোমার জন্য কোনটা ভাল হবে।

আপনি কোথায় কাজ শিখবেন?

যারা অনেক আগে Freelancing শুরু করেছিলেন উনারা প্রায় সবাই নিজের চেষ্টায় অনলাইন থেকেই শিখেছেন Freelancing কাজ। এক্ষেত্রে উনারা গুগল, ইউটিউব এর সাহায্য নিয়েছিলেন।

অনলাইনে অনেক রিসোর্স রয়েছে যেখানে থেকে তুমি খুব সহজেই Freelancing শিখতে পারবে। তবে তুমি যদি একদম সহজ করে এবং নিজে এতো রিসার্স করে শিখতে না চান তাহলে ঘুমা জন্য পরামর্শ হল কোন ধান্দা বাজ ট্রেনিং সেন্টার নয়, ভালো কোনো ট্রেনিং সেন্টার থেকে শেখা।

ঢাকা সহ সারা দেশে এখন Freelancing এর ট্রেনিং সেন্টার রয়েছে, কিন্তু সিংহ ভাগ হলো ধান্দায় আছে তোমার পকেট ফাঁকা করার জন্য তাই সাবধান। তাই দেখে শুনে বুঝে ট্রেনিং সেন্টার গুলাতে ভর্তি হতে পারেন ।

কয়েকটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর নাম মনে রাখুনঃ

  • আপওয়ার্ক (Upwork.com)
  • ফ্রিল্যান্সার (freelancer.com)
  • ফাইবারার (fiverr.com)
  • গুরু (guru.com)
  • পিপল পার আওয়ার (peopleperhour.com)
  • ৯৯ ডিজাইন (99designs.com) সহ

রয়েছে আরো অনেক মার্কেটপ্লেস। আমি এখানে খুব ভাল আর বড় মার্কেটপ্লেস গুলোর সর্ট লিস্ট দিয়েছি। চেষ্টা করবো আগামীতে প্রত্যেকটা ভাল মার্কেট প্লেস নিয়ে আলোচনা করার।

ফ্রিল্যান্সিং কি এবং আউটসোর্সিং কি?

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হল Freelancing এবং Outsourcing। আমরা যারা Freelancing করছি তারা খুব ভাল করেই জানি বিষয়টা কি। কিন্তু আমরা যারা এই বিষয় নতুন শুনছি তাদের মনে অনেক প্রশ্ন।

ফ্রিল্যান্সিং কি?

Freelancing হল এমন একটি পেশা বা কাজ যেখানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে স্থায়ী চুক্তিবদ্ধ না হয়ে তাদের বিভিন্ন কাজ ঘরে বসে কাজ করে আয় করা যায়।

ছোট করে বললে তুমি স্বাধীনভাবে যে কারো কাজ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোন সময় করে ইনকাম বা আয় করাকে Freelancing বলে।

আউটসোর্সিং

যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের কোন কাজ বেতনভুক্ত কর্মচারী বা অভ্যন্তরীণ উৎস বাদ দিয়ে বাহিরের কোন উৎস থেকে কাজটি করিয়ে নেয় তখন তাকে Outsourcing বলে। একটু ডীপ আলোচনা করি তাহলে,

মনে করেন, তুমি কোন একজন আমেরিকান ক্লাইন্টের কাছ থেকে একটি আর্টিকেল রাইটিং এর কাজ পেলেন । আপনাকে এই কাজটি ১০০০ শব্দে তাঁর দেয়া রিকোয়ারমেন্টস অনুযায়ী কমপ্লিট করে ২ দিনের মধ্যে জমা দিতে হবে।

বিনিময়ে উনি আমাকে মিনিমাম (৪০) ডলার দেবেন। তুমি উনার রিকোয়ারমেন্টস পূরণ করে নির্দিষ্ট সময়ে কাজটি জমা দিলেন এবং উনি তোমাকে পেমেন্ট দিয়েছেন

এখানে যে কাজটি আপনাকে দিয়ে করিয়ে নিল (আমেরিকান ক্লাইন্ট) তার জন্য সেটি Outsourcing। আর আপনি যে কাজটি করে আয় করলেন সেটা হলো Freelancing।

আর যিনি এই Freelancing এর সাথে যুক্ত তাকে বলা হয় ফ্রিল্যান্সার। আশা করি এইটা এখন পানি মত ঝকঝকা পরিষ্কার হইছেন।

ভাল লাগলে শেয়ার করবেন, তাহলে যারা জানেনা তারাও জানতে পারবে । আচ্ছা তাহলে ভাল থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles