Google pixel 6a স্মার্টফোন ঘোষণা করল Google

Google I/O 2022 Conference এই বছরের বাজেট pixel Device, Google pixel 6a ঘোষণা করেছে Google। কোম্পানিটি তাদের মূল pixel লাইন-আপ এর পর “a” সিরিজ নিয়ে আসে, যা মূলত ফ্ল্যাগশিপ pixel ডিভাইসের কাটছাট সংস্করণ। 

Google pixel 6 সিরিজের প্রায় অধিকাংশ ফিচার উপস্থিত রয়েছে,Google pixel 6a ফোনটিতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, মার্কেটে প্রকাশ পাওয়া বাজেট pixe Device, Google pixel 6a সম্পর্কে বিস্তারিত আলোচনা।

Google pixel 6a ডিজাইন ও ডিসপ্লে

Google pixel 6a ফোনটিতে 6.1 ইঞ্চি Full HD Plus রেজ্যুলেশনের Display। ফোনটির ওলেড ডিসপ্লেতে পাঞ্চ-হোল কাটআউটে স্থান পেয়েছে, সেল্ফি ক্যামেরা।

তবে Google pixel 6a ফোনটিতে কোনো হাই রিফ্রেশ রেট থাকছেনা, যা দাম বিবেচনায় কিছুটা Google pixel 6a ব্যবহারকারি দের জন্য হতাশাজনক। তবে ফোনটিতে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার রয়েছে।

Google pixel 6a ফোনটির Design অনেকটা pixel 6 সিরিজের অন্য দুইটি ফোনের মত ৷ pixel 6 ও pixel 6 pro এর মত ফোনটির ব্যাকে camera বার রয়েছে।

তবে camera Lens কাটআউট pixel 6 এর চেয়ে ছোট হয়ে এসেছে। ফোনটিতে ম্যাটেরিয়াল হিসেবে কি ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, Google pixel 6a ফোনটিতে Plastic ব্যবহার করা হয়েছে, যার ফলে হাত থেকে পড়ে গেলে ফোনের ব্যাক অনেকটা অক্ষত থাকবে।

Google pixel 6a ক্যামেরা

Google pixel 6a ফোনটিতে দুইটি ব্যাক  camera রয়েছে। 12 Megapixel main ক্যামেরার পাশাপাশি 12 Megapixel এর আলট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে Google pixel 6a ফোনটিতে।

Google pixel 6a ফোনের Display পাঞ্চ-হোল কাটআউটে স্থান পেয়েছে 8 Megapixel এর সেল্ফি camera। ম্যাজিক ইরেজার এর মত pixel 6 এর কিছু অসাধারণ ফিচার পাওয়া যাবে।

Google pixel 6a ফোনটিতেও। এছাড়া মানুষের পোর্ট্রেইট তোলার সময় স্কিন টোন ঠিক রাখতে রিয়েল টোন প্রযুক্তি ব্যবহৃত হবে।

Google pixel 6a পারফরম্যান্স

pixel 6 সিরিজের ফোনে থাকা একই Google টেন্সর চিপ থাকছে, Google pixel 6a ফোনটিতেও। অর্থাৎ pixel 6 সিরিজের ফোনগুলোর মত একই camera ফিচারের পাশাপাশি একই ধরনের পারফরম্যান্স পাওয়া যাবে, Google pixel 6a থেকে। 6 GB Ram ও 128 GB Storage থাকছে, Google pixel 6aফোনটিতে।

আপাতত pixel 6a ফোনটিতে Android 12 এর দেখা মিলবে। তবে খুব শীঘ্রই Android 13 এর বেটা ভার্সন এর চলে আসতে পারে ফোনটির জন্য।

ডিভাইসটির জন্য ৫ বছরের Android System update প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে Google।

4,800 মিলিএম্প এর Battery রয়েছে Google pixel 6a ফোনটিতে যা বেশ স্ট্যান্ডার্ড বলা চলে। এছাড়া 30 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে Google pixel 6a ফোনটিতে৷ অর্থাৎ 1 ঘন্টার কিছু বেশি সময় চার্জ করে ফোনটি সারাদিন ব্যবহার করা যাবে।

Google pixel 6a দাম

Green ও Black – এই দুইটি কালারে পাওয়া যাবে Google pixel 6a ফোনটি। Google pixel 6a এর দাম রাখা হয়েছে আগের “a” সিরিজের ফোনগুলোর মত।

জুলাইয়ের শেষ দিক থেকে 449 মার্কিন ডলারে পাওয়া যাবে Google pixel 6a ফোনটি, যা ইউরোপের বাজার হিসেবে 360 ইউরো।

বাংলাদেশী টাকায় কনভার্ট করলে Google pixel 6a দাম পড়বে 40 হাজার টাকার মত। তবে দেশে  বিক্রিত pixel ডিভাইসগুলো আমদানি করতে হওয়ায় দাম একটু বেশি হয়ে থাকে।

তোমাদের কাছে কেমন লেগেছে, Google pixel 6a ? আমাদের জানান কমেন্ট বক্সে এ কমেন্ট করে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles