প্রযুক্তি ও বিজ্ঞান কতটুকু এগিয়ে গেছে?

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে সবাই  ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে  আলোচনা করতে যাচ্ছি  সেটা হচ্ছে  প্রযুক্তি ও বিজ্ঞান। আমরা হয়তো অনেকে  জানি না আজকের বাংলাদেশে কতটুকুই এগিয়ে গেল এই প্রযুক্তি ও বিজ্ঞান ।

প্রযুক্তি ও বিজ্ঞান কি কি অবদান রেখে যাচ্ছে আজকে বাংলাদেশের সেটা নিয়ে আজকের আলোচনার মুল বিষয়। আগের মানুষের  কতই না কষ্ট করছেন।  তারা,হেটে  যেতেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। তখন গাড়ি  ব্যবস্থা ছিল না, তাদের কে পায়ে  হেটে যেতে হতো কোন কোন দিন সারাদিন চলে যেত ওই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে। আগের মানুষ  লেখাপড়া জানতো না ।

তখন খাতা কলমে ছিলনা ।তারা মাটিতে  অথবা গোহাড় গায়ে লিখত।আগে চিঠি আদান প্রদান করতো পাখির মাধ্যমে। কিন্তু  এই চিঠি পৌঁছাতে তিন অথবা চার দিন লেগে যেত তাদের। অপেক্ষা করতে হতো। তাদের জীবন ছিল খুব কষ্ট সাথে। এত কিছু  পর ও তারা হার৷ মানেনি একের পর এক সভ্যতার জন্ম দিয়ে যাচ্ছিল তারা। 

পুরবের মানুষের জীবনী কিছু কথা।

আগের মানুষ কৃষি কাজ জানতো না ।বনে বনে ঘুরে ফলমূল সংগ্রহ করত।তাই ছিল তাদের খাদ্য। এরপর মানুষ পাথর ভেঙে ঘষে ঘষে ধারানো অস্ত্র তৈরি করতে শিখে।

সেই সময় পাথরই ছিল তাদের একমাত্র হাতিয়ার। তখন মানুষ পাথরের অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে পশু শিকার করতো। আবার  পাথরের যুগ শেষ হওয়ার সাথে সাথে কৃষিভিত্তিক সমাজ গড়ে তুলে তারা।কৃষির প্রয়োজনে তারা নদীর তীরে বসবাস শুরু করে। আস্তে আস্তে ঘর বাড়ি নির্মন করতে শিখে ।তাদের জীবন বাচাতে তিনটি জিনিসকে বেচে নেয়। যেমন,

১ঃ খাদ্য। 

২ঃ বস্তু ।

৩ঃ বাসস্থান ইত্যাদি ।

এর পরই মানুষ জীবন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে মনোযোগ দেয় শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা, সংস্কৃতি ইত্যাদি ।আগের মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরুর গাড়ি ও নৌকা। আবার  খাল বিলে চলাচলের জন্য ভেলা ব্যবহার করতো।আগের মানুষ  বিভিন্ন পূজারির ভুক্ত ছিল । তারা কতই না কষ্টে সাথে  তাদের জীবন নির্বহ করতো। 

আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের অবদান।

আধুনিক বাংলাদেশে প্রযুক্তি ও বিজ্ঞানের অবদান দিন দিন বেড়ে চলছে ।আজকের প্রযুক্তি ও বিজ্ঞানের জন্য  ,আজকর বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের পরিনত হয়েছে। এখন আমরা এই প্রযুক্তি ও বিজ্ঞাের কারণে  আরাম আয়েশে জীবন  পরিচালিত করতে পারছি। ঘরে বসে  আমরা সবকিছু  করতে পারছি। যেমন আমি  কয়েকটি উদাহরণ দিচ্ছি । 

১ঃ অনলাইনে বসে  আমরা পরিহ্মার রেজাল্ট পাচ্ছি এক ৩০ সেকেন্ড মধ্যে  ।আগের মানুষের রেজাল্ট পেতে  তিন অথবা চার দিন লেগে যেত ।পরম পুরনের জন্য  তাদের  হেটে  অনেক জায়গায় যেতে হতো ।কিন্তু আজকের বাংলাদেশে সেই হয়রানি আমাদের করতে হচ্ছে না।

২ঃ আমরা আজকে বাংলাদেশে কৃষি কাজটা ও উন্নতি লাভ করছে শুধু মাএ এই প্রযুক্তি ও বিজ্ঞানের কারণেই ।

৩ঃ সকলে ধরনের তথ্য আমরা অনলাইন  থেকে  পেয়ে  থাকি। বিভিন্ন ধরনের নিউজ। ৪ঃ মোবাইল আজকের বাংলাদেশে সবচেয়ে বেশি অবদান রাখছি। আর এই মোবাইল ফোন  আবিষ্কার করছেন প্রযুক্তি ও বিজ্ঞানের কারণে ।আমাদের এখন আর চিটির প্রযোজন হয়না। সেকেন্ড খবর দিতে পাড়ি আমরা।

এখন চিন্তা করলে আমরা বুঝতে পারব আজকের বাংলাদেশ কতটা এগিয়ে গেছে। শুধুমাএ প্রযুক্তি ও বিজ্ঞানের কারণে। আমরা এত সুযোগ সুবিধা পেয়ে চলছি। যখন যা প্রযোজন আমরা সেকেন্ড সেকেন্ড পেয়ে যাচ্ছি। বাংলাদেশ আগে  কতটা পিছনে ছিল আজকে কতটা এগিয়ে প্রযুক্তি অবদানের কারনেই।

আর সেই  অবদান গুলো আমরা বিভিন্নভাবে ভোগ করছি। তাহলে আমরা নিশ্চিত বুঝতে পারছি প্রযুক্তি ও বিজ্ঞান ছাড়া আমরা জতটা অসহায় । এইগুলো না থাকলে আমাদেরকে নানান সমস্যা সমমুখীন হতে হতো।আজ এই ২ টা অবশনের জন্য  আমরা শান্তিতে বসবাস করতে পারছি ।

আরাম আয়েশে আমাদের দিনকাল যাচ্ছে ।বিলাসবহুল জীবন আমরা করতে পারছি ।তাই পরিশেষে বলা যায় আজকের বাংলাদেশে প্রযুক্তি ও বিজ্ঞানের কথাটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রযুক্তি ও বিজ্ঞান যদি না থাকে তাহলে আমরা একেবারে অসহায় পাতায় চলে যাব ।সুতরাং আজকে বাংলাদেশে প্রযুক্তি ও বিজ্ঞান সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাড়িয়েছে।

উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে প্রযুক্তি ও বিজ্ঞানের দরকার রয়েছে আমাদের এবং সারাজীবন ও থাকবে। এখানে আমার কথা শেষ করছি। আমার  কথা গুলো যদি  সত্যি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন । আল্লাহ হাফেজ ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles