প্রোগ্রামিং কিভাবে শুরু করতে হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে?

বন্ধুরা তোমাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটি অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ এই পোস্টের আলোচনার মূল বিষয়টি হচ্ছে প্রোগ্রামিং কিভাবে শুরু করতে হয়। আপনি যদি ওয়েব সাইট এর প্রোগ্রামিং শুরু করেন এবং এগুলো শিখতে আগ্রহী হয়ে থাকেন।

তাহলে অবশ্যই এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই পোস্টে দেখাবো আপনি ওয়েবসাইটের কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন এবং কিভাবে শিখবেন এই বিস্তারিত তথ্য গুলো এই পোস্টে দেখানো হবে। যাইহোক অবশ্য আমরা বিস্তারিত আলোচনা করতেছি এই বিষয়ে জানতে আপনার একদম শেষ পর্যন্ত লক্ষ করুন।

প্রোগ্রামিং কিভাবে করে

প্রোগ্রামিং কিভাবে করতে হয় আপনি কিভাবে প্রোগ্রামিং শিখবেন এই টিউটোরিয়াল মূলত আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি এ কিভাবে ফ্রিতে প্রোগ্রামিং শিখতে পারবেন। তার জন্য আপনাকে একদম শেষ পর্যন্ত এই পোস্ট পড়তে হবে।

প্রোগ্রামিং কিভাবে শুরু করতে হয় প্রোগ্রামিং কিভাবে শুরু করতে হয়

প্রোগ্রামিং শিখে কি হবে

বন্ধুরা আপনাদের যাদের মনে এ প্রশ্নটি অবশ্যই, তাদেরকে এ বিষয়গুলো জানা দরকার। কারণ আপনারা প্রোগ্রামিং শিখে কি করবেন এ বিষয়টিতে অবশ্যই আপনাকে জানতে হবে।

আপনারা প্রোগ্রামিং শিখতে পারবেন প্রফেশনালভাবে তখন আপনি বিভিন্ন ধরনের মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিজে প্রোগ্রামিং করে তৈরি করতে পারবেন।

প্রোগ্রামিং ভাষা শেখার উপায়

তোমরা যারা প্রোগ্রামিং ভাষা গুলো শিখতে আগ্রহী অবশ্যই তোমাদেরকে তাকিয়ে দেওয়া হবে কিভাবে তোমরা এই প্রোগ্রামিং ভাষা গুলো শিখতে হয়। একদম ফ্রিতে, কারন আপনি যদি এই ধরনের ওয়েবসাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো সম্পর্কে বাংলাদেশ কোর্স করে থাকেন।

প্রোগ্রামিং শেখার ওয়েবসাইট

বন্ধুরা আপনারা যদি অনলাইনে একটু ভালোভাবে রিচার্জ করেন দেখা যাবে, সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। যেখানে আপনারা একটি এইচটিএমএল, পিএসপি, সিএসএস এছাড়া আরো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো থেকে শিক্ষা নিতে পারবেন।

বন্ধুরা,যাইহোক অবশ্যই আমরা এই প্রোগ্রামিং এর ওয়েবসাইট গুলো নিচে শেয়ার করবো যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন।

Websites to learn coding | কোডিং শিখুন

  • freecodecamp
  • coursera
  • treehouse
  • edx
  • khan academy
  • github
  • udacity
  • pluralsity
  • codehs
  • codewars

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি বা কাকে বলা হয়ে থাকে। এ বিষয়টিও আপনাদেরকে শুরু করার আগে জানানো দরকার কারণ এগুলো যদি আপনি না জানো তাহলে কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করবেন।

বন্ধুরা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চান তাদের জন্য নিচের লিস্ট করে দেওয়া হয়েছে এবং নিচের লিস্টে যে নামগুলো দেখতে পাবে এগুলো হচ্ছে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । আপনাদের সুবিধার জন্য নিচে শেয়ার করা হলো।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 16 টির অধিক রয়েছে তবে বন্ধুরা আপনাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

  • lua
  • haskell
  • erlang
  • angular
  • django
  • c++
  • swift
  • typescript
  • golang
  • scala
  • css
  • HIML
  • ruby
  • SQL
  • Scala
  • golang
  • perl
  • rust

লো লেভেল ল্যাংগুয়েজ কাকে বলে

বন্ধুরা এখন আপনাদের কে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে তা বিস্তারিত বলবো। লো ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোথায় ব্যবহার হয়ে থাকে।

বন্ধুরা, এটি অবশ্যই আপনাকে জানাতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে নিচের সুন্দর ভাবে বাক্য উপস্থাপন করা হয়েছে দেখুন।

High level এবং Low Level language এর পার্থক্য কি?

1. Low Level Language

  • বন্ধুরা, লো লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার যে ভাষা সরাসরি বুঝতে পারে তাকে মেশিন ল্যাংগুয়েজ বলা হয়।
  • এটি মেশিনের ভাষা বিধায় কম্পিউটারকে বুঝানাের জন্য অনুবাদের প্রয়ােজন হয় না।
  • মেশিন ভাষায় প্রােগ্রাম লেখা তুলনামূলকভাবে কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ ব্যাপার।
  • মেশিনের ভাষায় লিখিত প্রােগ্রামকে বস্তু বা Object প্রােগ্রাম বলা হয়।
  • মেশিনের ভাষা হচ্ছে বাইনারি যা 0 এবং 1 দ্বারা গঠিত।

2. High Level Language | হাই লেভেল ল্যাংগুয়েজ

  1. বন্ধুরা আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন হতে পারে যে,হাই লেভেল ল্যাংগুয়েজ এটি কি এবং কোথায় ব্যবহার হয়। এটি ব্যবহার করার প্রয়োজন কি বিস্তারিত বিষয়গুলো আপনার বোঝার সুবিধার্থে নিচে উপস্থাপন করা হয়েছে মনোযোগ সহকারে দেখুন।
  2. কম্পিউটারকে সর্বজন ব্যবহার উপযােগী করে তুলতে যে ভাষা তৈরি হয় তাকে হাই লেভেল ল্যাংগুয়েজ বলে।
  3. উচ্চস্তরের ভাষা মেশিন নির্ভর নয় তাই এ ভাষায় লিখিত প্রােগ্রাম কম্পিউটারকে বুঝানাের জন্য মেশিনের ভাষায় অনুবাদ করে দিতে হয়।
  4. মেশিনের ভাষার তুলনায় উচ্চস্তরের ভাষার প্রােগ্রাম রচনা করা সহজ।
  5. উচ্চস্তরের ভাষায় লিখিত প্রােগ্রামকে উৎস বা Source প্রােগ্রাম বলে।
  6. কয়েকটি উচ্চস্তরের ভাষা হচ্ছে C++ Basic, Pascal, Fortসেখা

প্রোগ্রামিং শেখার ওয়েবসাইট

বন্ধুরা, আমি এখন আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, আপনি যে ওয়েবসাইটগুলোতে গিয়ে প্রোগ্রামিং শিখবেন বা শেখার জন্য প্র্যাকটিস করতে পারবেন এবং এখানে যেকোন ধরণের টাকা পয়সা ছাড়াই ফ্রিতে এখানে যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে, আপনি যেটি শিখতে আগ্রহী বা শিখতে চান সেটি নিয়ে প্র্যাক্টিস করতে পারেন।

এবং আপনি প্রোগ্রামিং শেখার জন্য এখানে একটি সুযোগ-সুবিধা পাবেন। বিশেষ করে এখানে কোথায় কোডিং করা হচ্ছে এবং কোথায় গিয়ে আপনি কি কাজ করলে একটি প্রোগ্রামিং সাজাতে পারবেন তা বিস্তারিত বিষয় গুলো সুন্দর ভাবে সেটআপ করা হয়েছে। বন্ধুরা, অবশ্যই আপনারা নিজেদের প্রোগ্রামিং প্যাকটিস করতে পারেন।

ওয়েবসাইট প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বাংলা টিউটোরিয়াল

প্রোগ্রামিং কিভাবে শুরু করব বন্ধুরা আমি আপনাদেরকে কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন আমি আপনাদের মাঝে দেখানোর জন্য চেষ্টা করেছি। কিভাবে আপনি ওয়েবসাইটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়ে থাকে।

বন্ধুরা তোমরা যদি, সেগুলো শিখতে পারো এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার এবং কি কি বিষয় গুলো অবশ্যই আপনারা উপরে দেখতে পেয়েছে। বন্ধুরা আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।

বন্ধুরা আপনাদের কমেন্ট আমাদের জন্য মূল্যবান, আপনাদের কমেন্ট এর উত্তর দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles