ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সহজ নিয়ম।

এই আর্টিকেলটিতে কিভাবে খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাকঃ

আমাদের অনেক সময় ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা রিমুভ করার প্রয়োজন হয়। যেমন, বিভিন্ন ব্লগিং,ও ইউটিউব চ্যানেলের ভিডিও থাম্বেল তৈরি করতে।

ভর্তি পরীক্ষায় আবেদন করার সময়, নিজের ছবি আকর্ষণীয় করতে ইত্যাদি বিভিন্ন কাজে ক্ষেত্রে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়।

যা আমরা সাধারণত কম্পিউটারের ফটোশপ ও ইলাস্ট্রেটর সফটওয়্যার এর সাহায্যে এবং মোবাইল ফোনের অ্যাপস এর মাধ্যমে করে থাকি।যা অনেক কষ্টকর ও সময় সাপেক্ষ ব্যাপার।

কিন্তু আমরা চাইলে এই কাজটি অল্প কিছু টিপস এর মাধ্যমে খুব সহজে মাত্র 5 সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কি কথা শুনে অবাক লাগছে। তো চলুন কাজটি হাতেনাতে করা যাক।

Chrome browser থেকে মাত্র 5 সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার নিয়ম:-

  1. প্রথমে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে "Chrome browser" অ্যাপসটিতে প্রবেশ করুন।
  2. তারপর সার্চ বারে "Background Remove" লিখে সার্চ করুন। 
  3. সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
  4. এরপর "Upload Image" অনশনে ক্লিক করুন 
  5. আপনি যে ছবিটির Background Removed করতে চাচ্ছেন সিটি সিলেক্ট করুন।
  6. তারপর Download অপশনে ট্যাপ করুন। তাহলে ছবিটি background remove অবস্থায় download হয়ে যাবে।

ছবিতে কীভাবে আকষনীয় ব্যাকগ্রাউন্ড লাগাবেন:-

  • ছবির background remove করার পর Edit অনশনে ক্লিক করুন ।
  • তারপর আপনার পছন্দ মত একটি ছবি সিলেক্ট করুন ।
  • উপরে  save বাটনে ক্লিক করুন ।
  • Download Images অনশনে ক্লিক করুন ।

এভাবে আপনি খুব সহজে ছবিটি ডাউনলোড করতে পারবেন ।

তো পাঠক বৃন্দ পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আর্টিকেল না পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন,সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ..

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Anishur - Jul 16, 2022, 4:21 AM - Add Reply

দারুণ

You must be logged in to post a comment.
Anishur - Jul 16, 2022, 4:22 AM - Add Reply

AD

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles