ইমু সেটিং | imo ভিডিও কল এবং চ্যাট – Google Play তে apps

প্রিয় সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভাল আছেন। আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আলোচনার মূল বিষয় হচ্ছে imo apps এর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেটিং যেগুলো তোমাদের জানা খুবই জরুরী তুমি যদি জানতে আগ্রহী হয়ে থাকো তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ে নেবে।

তোমরা নিশ্চয়ই জানো যে, আমরা যেভাবে imo apps টি ব্যবহার করে থাকি তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের যে অ্যাপসটি রয়েছে এটি বিভিন্ন ভাবে করে আমাদেরকে প্রতারণা করে থাকে। বিশেষ করে এটা কেন হয় সে বিষয়টিও আমি তোমাদেরকে আর্টিকেলটি সম্পূর্ণ ভাবে বোঝানোর জন্য চেষ্টা করব তাই তোমরা ধৈর্য সহকারে বিস্তারিত দেখো।

imo খোলার নিয়ম ( imo অ্যাপস )

এখন আমি তোমাদের মাঝে শেয়ার করব একটি imo account খোলার সময় তোমার কি কি বিষয় গুলো লক্ষ্য করা উচিত এবং যে কারণে আমাদের imo account হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আমি যেই বিষয়গুলো তোমাদের মাঝে শেয়ার করতেছি এগুলো অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে ভালোভাবে খেয়াল করুন।

প্রথমত, তুমি যখন ইমো একাউন্ট খোলার জন্য  imo apps টি ডাউনলোড করবে সেটির দিকে অবশ্যই আগে খেয়াল করতে হবে তুমি কোন  imo অ্যাপসটি ডাউনলোড করছেন।

imo HD এখানে আরো একটি বিষয় তোমার জানা দরকার সেটি হচ্ছে imo HD যে অ্যাপসটি রয়েছে এটি যদি তোমরা ব্যবহার করে সেক্ষেত্রে তোমাকে বিজ্ঞাপনগুলোর মাধ্যমে সমস্যা হতে পারে তবে এটি imo অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তোমার imo account হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।

এছাড়া আরো একটি imo অ্যাপস আছে যেটি প্রিমিয়াম ভার্সনের এটির মাধ্যমে তুমি একদম নিশ্চিত ভাবে তোমার imo অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে কোন ধরনের বিজ্ঞাপন ছাড়াই তো সে ক্ষেত্রে তুমি যখন iom apps ডাউনলোড করবে এটির উপর লক্ষ রাখতে হবে।

এরপর তুমি অ্যাপসটি ওপেন করবে, ওপেন করার পর অবশ্যই তুমি তোমার যে মোবাইলে নাম্বারে রয়েছে সেটির মাধ্যমে imo accoun তৈরি কর।

তবে এখানে আরো একটি কথা মনে রাখা ভাল সেটি হচ্ছে, তোমার মোবাইল ছাড়া অন্য কোন মোবাইল দিয়ে তোমার ইমু অ্যাকাউন্ট লগইন করবে না তাহলে তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবার অনেক বড় ধরনের সম্ভাবনা থাকে।

ইমু ভাইরাস আইডি লিংক ( imo download )

বর্তমানে এখন সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বিভিন্নভাবে হ্যাকাররা বসে আছে নাম এবং অ্যাকাউন্ট কিংবা অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টগুলো হ্যাক করার জন্য তবে তোমাকেও সতর্ক থাকতে হবে।

এটি খুব ভয়ঙ্কর এবং মারাত্মকভাবে ক্ষতি করে থাকে। তোমার কাছে যে কোন ধরনের লিঙ্ক বা ইত্যাদি পাঠাবে এই লিংকগুলো বিশেষ করে তোমরা ইমুতে যখন কেউ এমন ধরনের লিংক পাঠাবে তখন এগুলো থেকে তোমরা বিরত থাকবে ভুলেও এই ধরনের লিংকগুলোতে তোমরা না জেনে ক্লিক করবে না।

যদি তুমি কোন ধরনের এখন লিংকগুলোতে ক্লিক করে দাও সেই ক্ষেত্রে তোমার ইমু অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। কারণ এরকম ভাইরাসযুক্ত লিংকগুলো তোমাকে দিয়ে থাকে এবং সেগুলোর মাধ্যমে তোমার একাউন্ট হ্যাক করে থাকে তাই সাবধান এই ধরনের কোনো লিংকে ভুলেও তোমরা না জেনে ক্লিক করবে না।

imo সেটিং Download ( Imo apps download )

এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুমি শুধুমাত্র google যে প্লে স্টোর রয়েছে তোমার imo সফটওয়্যার ডাউনলোড করার সময় অবশ্যই ওখান থেকে ডাউনলোড করার চেষ্টা করবে এই ছাড়া বাহিরে যে ওয়েব ব্রাউজার করে কিংবা ইন্টারনেট থেকে যদি তুমি imo apps ডাউনলোড করতে চাও।

সে ক্ষেত্রে বিভিন্ন ভাইরাসযুক্ত সফটওয়্যার থাকে সেগুলো যদি তুমি ডাউনলোড করে এবং এগুলোর মাধ্যমে তুমি imo একাউন্ট তৈরি করে তাহলে অবশ্যই তোমার imo অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে।

ইনস্টাগ্রাম স্টোরির জন্য ৬টি টিপস।

ইমু ভাইরাস স্টিকার ( imo )

তুমি হয়তো এটির নাম প্রথমবারের মতো শুনে থাকতে পারো যে ইস্টিকারের মাধ্যমে তোমাকে তোমার ভাইরাস দিয়ে ইমু একাউন্টে তোমার অ্যাকাউন্ট খুব সহজে হ্যাকার কন্ট্রোলে নিয়ে নিতে পারে তবে অবশ্যই এখানে যদি তোমাকে কেউ স্টিকার সেন্ড করে সেটি ভালভাবে দেখে শুনে তারপরে তুমি ক্লিক করবে।

imo প্রোফাইল পিকচার

বিশেষ করে এই অপশন সম্পর্কে অনেকেই জানেন তবে যারা নতুন সে ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। যেহেতু আমরা এই ইমো সেটিং নিয়েও কথা বলছি এই আর্টিকেলের জন্য বিশেষ করে তোমরা জানো যে ইমুতে নতুনভাবে কতগুলো ভিক্টর ফটো যোগ হয়েছে যেগুলো তোমার প্রোফাইল ফটো হিসেবেও ব্যবহার করতে পারবে,

এছাড়া তুমি কাস্টম ফটো ডিসপ্লে ক্লিক করে সেখান থেকে তোমরা তোমাদের ফটো গুলো সিলেক্ট করে প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারো।

ইমুতে নাম্বার হাইড করে কিভাবে – imo number hide

প্রিয় বন্ধুরা, চাইলে তোমার যে নাম্বারটি রয়েছে সেটি কেউ যেন না দেখে এমন করে রাখতে পারবে বিশেষ করে এটাকে হাইড বলা হয়ে থাকে তো তুমি যদি ইমু নাম্বার imo number hide করতে চান তাহলে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দেব আগামী পর্বে আমরা ইমু একাউন্টে যে নাম্বারটি রয়েছে সেটা কিভাবে imo number hide করতে হয়।

আজকে যদি এই imo number hide বিষয়টি তোমাদের মাঝে আলোচনা করি তাহলে পোষ্ট অনেক লম্বা হয়ে যাবে তাই এই বিষয়টি একটি আলাদা পর্ব করার জন্য চেষ্টা করব আমরা অবশ্যই আমাদের সাথে থাকবো তোমরা খুব সহজেই দেখতে পারবে।

প্রিয় বন্ধুরা, আজকের আর্টিকেলে যে বিষয়গুলো তোমাদেরকে বলেছি আশা করি তোমাদের ভালো লাগবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মাঝে শেয়ার করেছি অবশ্যই তোমরা,

এরকম imo apps কিংবা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্স থেকে তোমাদের মতামত জানাবে সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এতক্ষণ মনোযোগ সহকারে পোস্ট করার জন্য তোমাকে ধন্যবাদ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles