এই আর্টিকেলটা তাদের জন্য যারা আর্টিকেল লিখে ইনকামের কথা ভাবেন কিন্তু সুযোগ পাচ্ছেন না। কেউ কাজ দিতে বিলিভ করছে না। কারন আপনি বিগেনার লেভেল।
আজকাল আর্টিকেল লিখে ইনকাম করা যেনো প্রায় মানুষেরই ইনকাম করার একটা মুখ্য মাধ্যম হয়ে গিয়েছে। Fiver,Freelencer,Upwork এর মতো জায়গাতে আর্টিকেল লেখার কাজ করে অনেক স্টুডেন্ট/বেকার মানুষ নিজের পকেটে টাকা বা ডলার ভরছেন।
বিশেষ জজ্ঞতা বা অভিঞ্জতা না থাকলে এই ফ্লাটফরমে্ কাজ পাওয়া কঠিন। এসব ফ্লাটফরমে যারা জবের এড দেন ইমপ্লয় নেয়ার জন্য, তারা আগে কাজ করা কিছু ডেমো দেখতে চায়।
যারা নতুন এই কাজে তাদের জন্য কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে কোনওরকম জবের জন্য এপ্লাই করতে হয় না। শুধুমাএ সাইন-আপ করেই আপনি আর্টিকেল লিখার কাজ শুরু করতে পারবেন। এ ধরনের ওয়েবসাইটগুলোতে আপনার কোনওরকম এক্সট্রা দক্ষতার প্রয়োজন পড়ে না।
আমি আজকে এমন ২১টি ওয়েবসাইটের সাথে পরিচয় করাবো যেগুলাতে বিগেনার রাইটাররা কাজ করতে পারবেন। এমন বিদেশী এবং দেশী অনেক সাইট রয়েছে। বিদেশী সাইটে কাজ করে আপনি ১০০ ডোলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। বাংলা ওয়েবসাইেও আপনি ভালো ইনকাম করতে পারবেন চাইলেই।
seniorbd.com আর্টিকেল লিখে, রেফার করে আয় করতে পারবেন।
বাংলা আর্টিকেল লিখার ওয়েবসাইটগুলো:
1.hotovaga.com (এই ওয়েবসাইটে গ্রাথোরের মতোই পোস্ট দেখে ইনকাম করতে পারবেন।
hotovaga.com একজন রেজিস্টার মেম্বার বিভিন্ন ভাবে ইনকাম করতে পারবেন।
১। আর্টিকেল লিখে আয় করতে পারবেন।প্রথমে হতভাগা ডট কম এ রেজিস্টার করে একজন মেম্বার হতে হবে। লগইন করে আর্টিকেল লিখতে হবে। এবং আর্টিকেলটি এডমিনের দ্বারা প্রকাশ করা হলে প্রকাশিত আপনার একাউন্টে নির্দিষ্ট পরিমানে পয়েন্ট জমা হবে। প্রতিটি লেখার জন্য 100 -1000 পয়েন্ট পর্যন্ত দেওয়া হয়। (যার মানে 10-100 টাকা)
২। আর্টিকেল পড়ে আয় করতে পারবেন ।
৩। আর্টিকেল শেয়ার করে আয় করতে পারবেন।
৪। রেফার করে আয় করতে পারবেন।
৫। ক্যাপচা এন্ট্রি করে আয় করতে পারবেন।
৬। গুগল সার্চ করে আয় করতে পারবেন ।
৭। টাস্ক পুরন করে আয় করতে পারবেন।
2.seniorbd.com (আর্টিকেল লিখে, রেফার করে আয় করতে পারবেন।)
3.Jit.com (আর্টিকেল লিখে, রেফার করে আয় করতে পারবেন।)
4.Grathor.com (আর্টিকেল লিখে, রেফারেল করে, পোস্ট পড়েও কমেন্ট করে)
5.Roar Bangla (আর্টিকেল পড়ে আয় করতে পারবেন ।)
6.Ordinary It (আর্টিকেল পড়ে আয় করতে পারবেন ।)
7.Income Tunes (আর্টিকেল পড়ে আয় করতে পারবেন ।)
কিছু বিখ্যাত ডোলার পেইড ওয়েবসাইটগুলো:
8.Iworkwell (এই ওয়েবসাইটটি একটি আর্টিকেল 100-150 ডোলার পর্যন্ত দিয়ে থাকে। )
9.Back to college (এই সাইটটি থেকেও খুব সহজেই ভালো টাকা ইনকাম করতে পারেন)
10.Loaded Landscapes(আগের ওয়েবসাইটের মতই এটিতেও সহজেই আর্টিকেল সাবমিশন করে তা থেকে ইনকাম করতে পারবেন।)
11.A Fine Parent
12.Income diary.com
13.The Peopole’s Friend
14.One Stroy
15.FireSideFiction
16.Introvertdear
17.HealthyMummy
18.Cracked.com
19.Wow Women on Writing
20.Hubpages.com
21.Paid for article
আশা করি আমার আজকের আর্টিকেল আপনার অনেক কাজে আসবে।
You must be logged in to post a comment.