বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করার সাইট

আসলামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমার হট নিউজ, এ প্রথম পোস্টা, আশা করি আমার পোস্টটি পড়ে আপনাদের ভালো লাগবে। দয়া করে আপনারা আমার সাথে থাকুন।

বর্তমানে আর্টিকেল লিখে আয় করা একটি সহজ উপায়। আপনি যদি আর্টিকেল লিখে আয় করতে চান,অবশ্যই আপনার কাছে এই তিনটি জিনিস থাকতে হবে। 

  • আপনার কাছে নিজস্ব মোবাইল ফোন বা কম্পিউটার থাকতে হবে। 
  • ইন্টারনেট থাকতে হবে। 
  • আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট

  1. seniorbd.cm
  2. জে-আইটি
  3. গ্রাথোর
  4. Pratiborton
  5. টেকটিউনস 

১। seniobd.com

আপনি যদি বাংলা আর্টিকেল লিখে আয় করতে চান, তাহলে seniorbd.cm একটি বিশ্বাস যোগ্য সাইট। এই সাইটকে বাংলা আর্টিকেল লেখার উপযুক্ত সাইট বলা চলে। 

seniorbd - এ কোন টপিকে লিখতে পারবেন।

  1. প্রযুক্তি ও বিজ্ঞান 
  2. ব্যাবসা বাণিজ্য 
  3. অনলাইন ইনকাম
  4. মোবাইল 
  5. অনলাইন মার্কেটিং
  6. ওয়েবসাইট ও ব্লগিং 
  7. কম্পিউটার 
  8. সফটওয়্যার 
  9. গেমস
  10. বাইক
  11. লাইফ স্টাইল 
  12. বিনোদন 
  13. হট নিউস
  14. ইউটিউব 
  15. এডসেন্স
  16. ক্যারিয়ার

বাংলা আর্টিকেল লিখে seniorbd - এ কীভাবে আয় করবেন 

এই সাইটে দুই ভাবে টাকা আয় করা যায়

    ১. আর্টিকেল লিখে

    ২.রেফার করে 

আর্টিকেল লিখে: প্রথমে, seniorbd.com -এ রেজিষ্ট্রেশন করে মেম্বার হতে হবে।  তারপর, লগিন করে আর্টিকেল লিখতে হবে। এবং আপনার আর্টিকেলটি এডমিন কর্তৃক রিভিউ করে প্রকাশ করা হলে প্রকাশিত আর্টিকেল যত ভিউ হবে আপনার তত ইনকাম হবে।

senior -এর এডমিন কর্তৃক প্রকাশিত আর্টিকেল প্রকাশ হওয়ার শর্ত :

  1. আর্টিকেল 100% ইউনিক হতে হবে। কোন ধরনের কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না।
  2. আর্টিকেল কমপক্ষে 400 ওয়ার্ড এর হতে হবে।
  3. একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
  4. বাংলা ভাষায় লিখতে হবে।

আপনার আর্টিকেল ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে আপনার প্রকাশিত আর্টিকেল এর লিংক প্রকাশ করতে পারবেন।

রেফার করে: একজন মেম্বার যখন রেজিস্টার করবে তার ড্যাশবোর্ডে অটোমেটিক একটি রেফারেল লিংক তৈরী হয়ে যাবে। এবং সেই লিঙ্ক থেকে যত মেম্বার seniorbd -এ রেজিস্ট্রেশন করবে, রেজিষ্ট্রিকৃত মেম্বার এর ইনকামের 25% আপনার একাউন্টে জমা হয়ে যাবে।

আপনি যদি ভেবে থাকেন যে,  রেফারকৃত মেম্বার এর একাউন্ট থেকে কোন টাকা কর্তন করা হবে না। এটা সম্পূর্ণ ভুল।  এটি সরাসরি ওয়েবসাইট কর্তৃপক্ষ প্রোভাইড করে থাকে।

 seniorbd - থেকে কত টাকা আয় করতে পারবেন

seniorbd থেকে আপনি আনলিমিডেট আয় করতে পারেন।  এখানে আয়ের লিমিট নিয়ে কোন ধরাবাধা নিয়ম নেই । যে যত কাজ করবে ততই আয় করতে পারবে।

seniorbd থেকে আপনি ২ ভাবে আয় করতে পারবেন 

১। পেপার ভিউ

আপনার লেখা আর্টিকেল প্রতি ১০০০ ইউনিক ভিউয়ে ৮২০ টাকা পাবেন। আপনার  লেখা সকল আর্টিকেল মিলে যদি ২৪ ঘন্টায় ১০০০ ভিউ হয় তাহলে আপনি পাবেন ৮২০ টাকা।

বিশেষ দ্রস্টব্য : এখানে শুধামাত্র ইউনিক ভিউ কাউন্ট হবে। একই ইউজার যদি একই পোষ্ট ২৪ ঘন্টায় ৩ বার দেখে তাহলে ১ বার কাউন্ট হবে।

আপনি যত ইচ্ছা আপনার লেখা আর্টিকেল বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন : ফেসবুক, টুইটার ইত্যাদিতে শেয়ার করতে পারবেন। এবং যত বেশি ভিউ হবে আপনার তত বেশি আয় হবে।

২। রেফার করে 

আপনি রেজিস্ট্রেশন করার পর অটোমেটিকলি  আপনার প্রোফাইলে রেফারেল লিংক তৈরি হয়ে যাবে। আপনার রেফারেল লিংক থেকে যারা রেজিষ্ট্রেশন করেছে তারা যত আয় করবে আপনি তাদের আয়ের ২৫% পাবেন।

অর্থাৎ আপনার যদি ২০ জন রেফারেল মেম্বার থাকে এবং সেই ২০ জনে যদি ২০০০ টাকা আয় করে, তাহলে আপনার আয় হবে ২০০০ X ২৫% = ৫০০ টাকা।

বিশেষ দ্রস্টব্য: আপনি যত ইচ্ছা তত রেফার করতে পারবেন।

কীভাবে টাকা পাবেন 

আপনাকে আপনার প্রাপ্য টাকা বিকাশ,নগদ,রকেট,শিওর ক্যাশ থেকে টাকাটি নিতে পারেন। আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করে দেখুন।

২.জে-আইটি

জে-আইটি বাংলাদেশের একটি সাইট। আপনি এই সাইটে লিখে আয় করতে চান তাহলে আজই শুরু করে দিন এবং তার পূর্বে আপনি অবশ্যই এ ব্লগে লেখার নীতিমালা গুলো দেখে নেবেন।

জে-আইটি - এ কোন টপিকে লিখতে পারবেন

  1. টেকনোলজি
  2. মোবাইল রিভিও
  3. এনড্রয়েড
  4. এপস রিভিও
  5. অনলাইন আর্নিং
  6. সিম অফার
  7. ইন্টারনেট অফার
  8. কম্পিউটার
  9. ডিজিটাল মার্কেটিং
  10.  ব্লগার
  11. ইত্যাদি। 

জে-আইটি -এ কীভাবে আয় করবেন 

    ১। আর্টিকেল লিখে 

প্রথমে আপনাকে জে-আইটি সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে।  অতঃপর আপনাকে এই সাইটে লগিন করতে হবে।  অবশ্যই আপনি প্রথমে নীতিমালাগুলো ভালোভাবে দেখে নিবেন। 

জে-আইটি -এর এডমিন কর্তৃক প্রকাশিত আর্টিকেল প্রকাশ হওয়ার শর্ত :

  • আর্টিকেল ১০০% ইউনিক হতে হবে। কোন ধরনের কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না।
  • আর্টিকেল কমপক্ষে ৫০০ ওয়ার্ড এর হতে হবে।
  • একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
  • বাংলা ভাষায় লিখতে হবে।

বিশেষ দ্রস্টব্য : এই সাইটে আপনার আর্টিকেল লেখার উপর কিছু গিফ্ট দেওয়া হয়। যেমন-আপনি যদি ২০ টি আর্টিকেল লেখেন তাহলে আপনাকে জে আইটি আর্নিং প্রোগ্রামের পক্ষ থেকে একটি টি-শার্ট দেওয়া হবে। আর আপনি যদি ৬০টি আর্টিকেল লেখেন তাহলে আপনাকে একটি মোবাইল ফোন গিফ্ট করা হবে।

জে-আইটি থেকে কত টাকা আয় করতে পারবেন

আপনাকে পে পার ভিউ হিসেবে পে করা হবে। আপনার আর্টিকেল ২ মাস পর্যন্ত পে পার ভিউ হিসেবে পে করা হবে। আর ২০ টাকা হলেই মোবাইল রিচার্জ পাবেন। আর ১০০ টাকা হলেই টাকা তুলতে পারবেন। 

কীভাবে টাকা পাবেন

আপনি বিকাশ,নগদ ও রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

৩.গ্রাথোর

বর্তমানে বাংলায় লিখে আয় করার মতো সাইটগুলোর মধ্যে গ্রাথোর অনেক জনপ্রিয়। গ্রাথোর বর্তমানে বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইটদের মধ্যে অন্যতম৷ 

গ্রাথোর -এ কোন টপিকে লিখতে পারবেন

  1.  টিউটোরিয়াল 
  2. খবর
  3. গল্প কবিতা
  4. ব্লগ
  5. ফ্রিল্যান্সিং
  6. বিনোদন 
  7. খেলাধুলা 

গ্রাথোর-এ কীভাবে আয় করবেন 

আপনি যদি এই সাইটে আর্টিকেল লিখতে চান, তাহলে আপনার অবশ্যই এই সাইটে একটি একাউন্ট থাকতে হবে। আপনি এই সাইটে মোট ৭ উপায়ে টাকা আয় করতে পারবেন। 

১.আর্টিকেল লিখে

গ্রাথোর -এর এডমিন কর্তৃক প্রকাশিত আর্টিকেল প্রকাশ হওয়ার শর্ত :

  • পোস্ট যেকোনো বিভাগে লেখা যাবে, তবে অবশ্যই তাদের নীতিমালার ভিতরে থাকতে হবে।
  • পোস্ট সর্বনিম্ন ৩৫০ শব্দের হতে হবে।
  • অবশ্যই বাংলায় লিখতে হবে।
  • একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।

২.পোষ্ট শেয়ার করলে বোনাস নিতে পারবেন।

৩.পোস্ট পড়লে টাকা পাবেন।

৪.Task কমপ্লিট করে আয় করতে পারবেন।

৫.দৈনিক কমেন্ট বোনাস পাবেন।

৬.প্রতি মাসের সেরা লেখক একজন বোনাস পাবেন।.যে লেখক ৫০০ এর বেশি সংখ্যাক পোস্ট লিখবে তাকে গোল্ডেন বোনাস দেয়া হবে।

গ্রাথোর থেকে কত টাকা আয় করতে পারবেন

পোষ্টের মান অনুযায়ী ফ্রি মেম্বারদের ১০ থেকে ৫০ টাকা এবং প্রিমিয়াম মেম্বারদের ১৫ থেকে ১০০ টাকা পর্যন্ত দেয়া হবে।

এছাড়াও এই সাইটের Task কমপ্লিট করলে টাকা আয় করতে পারবেন। 

কীভাবে টাকা পাবেন

এই সাইটটি শুধু মাত্র বিকাশের মাধ্যমে টাকা দেয়। 

৪.Pratiborton

এই সাইটটি একটি বাংলাদেশি সাইট।  এই সাইটের বয়স খুব বেশি হয়নি, তবে এই অল্প সময়ের মাঝে বিশ্বস্ত হয়ে উঠেছে। 

Pratiborton -এ কোন টপিকে লিখতে পারবেন

  1. শিক্ষা 
  2. অনলাইন ইনকাম 
  3. ব্লগিং 
  4. ক্যারিয়ার
  5. ইউটিউব 
  6. পিসি হেল্প
  7. মোবাইল 
  8. টিপস এন্ড ট্রিকস
  9. রিভিউ 
  10. স্বাস্থ্য 

Pratiborton এ আর্টিকেল লেখার নিয়ম 

  1. পোস্ট ১০০% কপি মুক্ত হতে হবে 
  2. আর্টিকেলটি ৭০০+ শব্দের হতে হবে 

Pratiborton থেকে কত টাকা আয় করতে পারবেন

  • ৭০০ বা তার বেশি শব্দের প্রতিটি আর্টিকেলের জন্য পাবেন ৩০ টাকা৷ 
  •  ১০০০+ শব্দের আর্টিকেলের জন্য পাবেন ৫০ টাকা।
  • স্পেশাল লিস্টেড লেখকদের প্রতি ১০০০ শব্দের সম্মানী ৭৫ টাকা৷
  • শব্দ বাড়ার সাথে সাথে পেমেন্ট এর পরিমানও বাড়তে থাকবে৷
  • রয়েছে বেশি সম্মানীতে কন্ট্রাক্ট আর্টিকেল লেখার সুযোগ৷

কীভাবে টাকা পাবেন 

এই সাইটটি বিকাশের মাধ্যমে টাকা দেয়। পরবর্তীতে এডমিনগণ আরও মাধ্যম যোগ করবেন। 

৫.টেকটিউনস 

এই সাইটটি চলছে বাংলার বিভিন্ন প্রান্তের মেধাবী লেখকদের মাধ্যমে৷ বাংলায় আর্টিকেল লিখে আয় করার পথের দিশারি বলা চলে এই টেকটিউনসকে। 

টেকটিউনস -এ কোন টপিকে লিখতে পারবেন

আপনি ইচ্ছা করলে যে কোনো টপিক নিয়ে লিখতে পারেন।  এই সাইটে আর্টিকেলের পাশাপাশি ভিডিও টিউনস, অডিও টিউনস ইত্যাদী পাবলিশ করে থাকে। 

টেকটিউনস -এ কীভাবে আয় করবেন

এখানে সরাসরি আর্টিকেল লিখে টাকা আয় করা যায় না।  প্রথমে আপনাকে এই সাইটের মেম্বার হতে হবে। অতঃপর  আপনাকে ট্রাস্টেড লেখক হতে হবে।  তারপর, তাদের নিতিমালা অনুযায়ী আপনাকে পেমেন্ট দেওয়া হবে। 

কীভাবে ট্রাস্টেড লেখক হবেন? 

প্রথমে আওনাকে টেকটিউনসের গাইডলাইন ফলো করে ১০ টা আর্টিকেল পাবলিশ হতে হবে। এই ১০ টা আর্টিকেলের জন্য প্রাথমিকভাবে কোনো টাকা পাবেন না, তবে একাউন্টে জেমস জমা হবে।

১০ টাকা আর্টিকেল পাবলিশ করার পর আপনাকে ট্রাস্টেড ব্যাজ পাওয়ার জন্য আবেদন করতে হবে। আবেদন এপ্রুভ হলে আপনার পরবর্তী আর্টিকেল গুলোর জন্য একাউন্টে সরাসরি টাকা জমা হবে। 

আপনার পূর্বে জমাকৃত জেমস গুলো টাকা উঠানোর সময় ক্যাশ এ কনভার্ট করে নিতে পারবেন। 

কীভাবে টাকা পাবেন? 

টেকটিউনস তাদের লেখকদের বিকাশ ও ব্যাংকের মাধ্যমে তাদের সম্মানি দেয়।

বন্ধুরা আজ এই পর্যন্তই।  পরবর্তীতে আর্টিকেলে থাকছে মজার একটি বিষয়। সে পর্যন্ত তোমারা সুস্থ থাকো আমার আর্টিকেলটি পরে তোমাদের কেমন লাগল তা কিন্তু জানাতে ভুলবে না।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
MD Ali Hosen - May 9, 2022, 3:49 PM - Add Reply

Thanks To Admin

You must be logged in to post a comment.
Md shakil Mollik - Jul 14, 2022, 7:48 AM - Add Reply

Hi

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles