মোল ও মোলার আয়তন।

মোলঃ রাসায়নিক পদার্থের পারমানবিক ভর অথবা আণবিক ভর গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমান পাওয়া যায় তাই সংশ্লিষ্ট পদার্থের 1 মোল। 

কোন রাসায়নিক পদার্থের যে পরিমাণে অ্যাভোগেড্রোর সংখ্যক (6.023×10^23)অনবায়ন থাকে তাকে পদার্থের মোল বলে। 

মোল সংখ্যা = প্রদত্ত ভর (g)÷মোলার ভর (g/mol)।

এক মোল সমান 6.023×10^23 টি অণু।

এক মোল সমান  6.023×10^23 টি পরমাণু। 

এক মোল সমান 6.023×10^23  টি আয়ন।

আণবিক ভর আণবিক ভর হলো কোন পদার্থের একটি অনুর ভর।প্রত্যেক পদার্থের আণবিক ভর একটি ভৌত ধর্ম। 

 cuso4.5H2O এর আণবিক ভর = 1× 63.5 + 1 × 32+ 32+ 9×16+10×1 = 249.5

1 মোল  cuso4H2O= 249.5  গ্রাম Cuso4H2O.

গ্যাসের মোলার আয়তন : এক মোল পদার্থ  যে আয়তন দখল  করে তাকে ঐ মোলের গ্যাসের মোলার আয়তন বলে।

আদর্শ  বা প্রমান অবস্থা : শূণ্য সেন্টিগ্রেড  তাপমাত্রা এবং এক বায়ুমন্ডল  চাপকে একত্রে  প্রমাণ  তাপমাত্রা  ও চাপ বা আদর্শ  তাপমাত্রা ও চাপ বা আদর্শ বা প্রমান অবস্থা বলা হয়। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles