টাকা ইনকাম করা আজকের দিনে যে কতো কঠিন হয়ে দাড়িয়েছে তা একজন বেকার ছাড়া আর কেউ বুঝবে না।মানুষের জীবনে টাকার প্রয়োজনীয়তা অপরিসীম হয়ে উঠেছে। কিন্তু এই টাকা ইনকাম করার উপায় খুবই সীমিত আজ।
আমাদের দেশের বেকাররা এখন বেশিরভাগই অনলাইন ইনকামের দিকে বেশি ঝুকে পড়েছে। অনলাইন ইনকামের জন্য অন্যতম সহজ মাধ্যম হলো এপ্স থেকে টাকা ইনকাম। এপ্স থেকে টাকা ইনকাম করার জন্য অনলাইনে আজ হাজারো এপ্স পাওয়া যায়।
কিন্তু কোনটা আসল আর কোনটা নকল তা বুঝে উঠা খুবই কঠিন।কারন মানুষের মাঝে সততার অভাব আজ নানা জায়গায় নানাভাবে প্রকাশ পাচ্ছে। যাই হোক আজকে আমরা একটি এপ্স থেকে ইনকাম করা নিয়ে আলোচনা করবো।
আমি যেই এপ্স থেকে ইনাকমের কথা বলছি তার নাম হলো- টাকা ইনকাম প্রো।এই এপ্সটি একটি বাংলাদেশি এপ্স।এই এপ্স বহুদিন যাবত পেমেন্ট করে যাচ্ছে। এই এপ্স থেকে খুব সহজেই ছোট ছোট কাজ করে ভালো পরিমান টাকা ইনকাম করা যায়।
এবং এখান থেকে ইনকাম টাও আমাদের হাতের কাছের বিকাশ,নগদ,মোবাইল রিচার্জ ইত্যাদিতে নেওয়া যায়।আসুন এখন জেনে নেই যে,এই এপ্স থেকে কি কি কাজ করে আমরা ইনকাম করতে পারি
এখানে আমাদের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন নলেডজ সম্পর্কে নানারকম তথ্য পড়া।আমরা যখন সেই তথ্য গুলো পরবো তখন সেখানে আমাদের একটা নেক্সট অপশন আসবে। আমরা যখন সে নেক্সট অপশনে ক্লিক করবো তখন আমাদের কাছে আরেকটা তথ্য আসবে।
এভাবে আমাদের কে মোট ১২-১৫ টা তথ্য এভাবে পার করতে হবে। তারপর আমাদের কাছে একটা গেট বোনাস অপশন আসবে।আমরা যখন সেই অপশনে ক্লিক করবো তখন আমাদের কে একটা এড এ নিয়ে যাওয়া হবে।
তারপর আমাদের কে সেখানে ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবং তখন আমাদের কাছে ক্লাইম লেখা উঠে আসবে।এই ক্লাইমে ক্লিক করলে আমাদের ৫০ পয়েন্ট দেওয়া হবে।
এভাবে কাজ করতে থাকলে মাত্র ২ মিনিটেই আমাদের ১০০ পয়েন্ট হয়ে যাবে।
এরপর এখানে থেকে ইনকাম করার আরেকটি উপায় হলো স্পিন করে ইনকাম করা।এই কাজে আপনাকে লাকি ড্র এর মতো স্পিন করতে হবে।
এখান থেকে ইনকাম করতে হলে প্রথমে আপনাকে এই স্পিন অপশনে ক্লিক করতে হবে।তারপর সেখানে প্রবেশ করে দেখতে পারবেন আপনাকে বেশ কয়েকটি স্পিন করতে দেওয়া হবে।আপনি এখানে স্পিন এ ক্লিক করলে আপনার স্পিন টি ঘুরতে থাকবে এবং যেখানে গিয়ে থামবে সেখানে যত পয়েন্ট থাকবে আপনি ততো পয়েন্ট পাবেন।
এরপর এখানে লেখা আসবে ক্লাইম রিওয়ার্ড।আপনি এতে ক্লিক করলে আপনাকে একটি এড এ নিয়ে যাওয়া হবে। সেখানে ৩০ সেকেন্ড দেখলেই আপনার ব্যালেন্স এ পয়েন্ট যোগ হয়ে যাবে।এভাবে আপনি অনেক অনেক পয়েন্ট ইনকাম করতে পারবেন।
এখন আসি উইথড্র তে- উইথড্র করতে হলে উইথড্র অপশনে ক্লিক করে আপনার উইথড্র মেথড বসিয়ে আপনার ইনকাম করা পয়েন্ট গুলোকে টাকায় উইথড্র করে নিতে পারবেন।
এই পোস্ট এর সকল পাঠকের উচিত এই এপ্স টি থেকে ইনকাম করা ।আর খুব তাড়াতাড়ি এখান থেকে ইনকাম করা।
ধন্যবাদ সবাইকে।
ক্লিক করে আরও পড়ুন..
You must be logged in to post a comment.