বিকাশ থেকে টাকা ইনকাম | বিকাশ অ্যাপস থেকে টাকা ইনকামের উপায়

মানুষের জীবন ব্যবস্থাকে সহজ থেকে আরও সহজ করে দিতে এখন প্রতি ঘরে ঘরেই স্থান করে নিয়েছে বিকাশ। বিকাশের মাধ্যমে নানারকম ভোগান্তি থেকে আমরা সকলেই রেহাই পেয়েছি। কারন, আমাদের সকলেরই যেকোন সময় যেকোন প্রকার প্রয়োজনে টাকার লেনদেন করতে হয়।

আগে আমাদের এই লেনদেন করতে হলে হয়তো ব্যাংক ট্রান্সফার করতে হতো নয়তো যার টাকা এবং যার কাছে পাঠানো হবে তাদের দেখা করে টাকার লেনদেন করতে হতো। কিন্তু এই সিস্টেম টি ছিলো অনেক কষ্টকর। তাই জীবনকে সহজ করে দিতে চলে এলো বিকাশ,যা কিনা একটি মোবাইল ব্যাংকিং ব্যবস্থা।

বর্তমানে আমরা সকলেই বিকাশের সাথে পরিচিত।কজন্তু আমরা অনেকেই জানিনা যে কিভাবে বিকাশ থেকে টাকা ইনকাম করা যায়। এই পোস্ট টিতে আমরা কিভাবে বিকাশ থেকে টাকা ইনকাম করতে পারবো তা নিয়ে আলোচনা করা হলো-

বিকাশ থেকে মূলত দুই ভাবে টাকা ইনকাম করা যায়। আর এই দুইটা কাজের জন্যই আমাদের কাছে প্রথমে, বিকাশ এপ থাকতে হবে। বিকাশ এপ এর জন্য আমাদের কে প্রথমেই চলে যেতে হবে প্লে-স্টোরে। সেখানে গিয়ে বিকাশ লিখে সার্চ করলেই চলে আসবে বিকাশ এপ। তারপর সি এপটি ডাউনলোড করে নিতে হবে এবং ইন্সটল করে ওপেন করতে হবে।

প্রথমেই, আপনার কাছ থেকে সেখানে আপনার বিকাশ একাউন্ট এ লগিন করতে বলবে। আপনার যদি আগে বিকাশ একাউন্ট থাকে তাহলে সেখানে আপনার বিকাশ একাউন্ট নাম্বার এবং আপনার পিন নাম্বার দিয়ে লগিন করে নিবেন। আর যদি একাউন্ট না থাকে তাহলে ম্যানুয়ালি সেখানে একটি একাউন্ট খুলে নিবেন প্রয়োজনীয় তথ্য দিয়ে।

একাউন্ট খোলার পর বা লগিন করার পরই আপনার একাউন্ট এ ২৫ টাকা ব্যালেন্স যোগ হয়ে যাবে। বিকাশ অ্যাপস যদি আপনার একাউন্ট এ প্রথমবার ব্যবহার করে থাকেন তাহলেই আপনি এখান থেকে ইনকাম টা করত পারবেন। এখন আপনাকে এই ২৫ টাকা আপনার যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে হবে।

আপনি যখন আপনার এই ২৫ টাকা মোবাইল রিচার্জ করবেন তখনই আপনার একাউন্ট এ আরও ৫০ টাকা যুক্ত হয়ে যাবে। এটা হবে ক্যাশব্যাক অফার হিসেবে। এভাবে আপনি বিকাশ এপ ডাউনলোড করেই ৭৫ টাকা ইনকাম করতে পারছেন। তবে এই ইনকাম টা একবারই করা যাবে।

অন্যদিকে,বিকাশ এপ থেকে আরেকটা ইনকাম করার সুযোগ রয়েছে। তা হলো পয়েন্ট দিয়ে ইনকাম।আপনার বিকাশ একাউন্ট এ যখনই আপনি কোন প্রকার লেনদেন করবেন তখনই আপনার একাউন্ট এর পয়েন্ট বোর্ডে কিছু পয়েন্ট যোগ হবে।

এবং প্রত্যেকেবার লেন্দেন করলেই এই পয়েন্ট যোগ হবে।তারপর এই পয়েন্ট যখন একটি নির্দিষ্ট পরিমান হয়ে যাবে তখন আপনি চাইলে এই পয়েন্ট ধারা মোবাইল রিচার্জ করতে পারবেন। এভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন।

বিকাশে এগুলো ছাড়াও আরও নানাভাবে টাকা ইনকাম করা যায় বা টাকা বাচানো যায়।যেমন -আপনি এখান থেকে কোন বড় হোটেল বা প্লেনের টিকেট বুকিং করলে আপনাকে ৩০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক করা হবে।আবার আপনি বিকাশ ধারা পে-বিল করলেও কোন প্রকার চার্জ দিতে হয় না।

এমনকি বড় বড় শপিং মল গুলোতে বিল পে করলে আপনাকে প্রায় ৩০-৪০% টাকা ক্যাশব্যাক করা হবে।

তাই সকলেই এখানে বেশি বেশি লেনদেন করুন এবং টাকার সাশ্রয় করুন।

ধন্যবাদ সবাইকে। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles