আপনারা যারা নিত্য নতুন গেমস খুঁজছেন তারা এই আর্টিকেল অবশ্যই পড়বেন। যারা হাই গ্রাফিক্স গেম খুঁজছেন মোবাইলের জন্য তাদের জন্য এই গেম গুলো হবে best।
1. Real cricket 20
এই গেমে আপনারা বন্ধুদের সাথে খেলতে পারবেন অর্থাৎ মাল্টিপ্লেয়ার ম্যাচ খেলতে পারবেন। বিভিন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওডিআই ওয়ার্ল্ড কাপ টেস্ট ম্যাচ খেলতে পারবেন।
এছাড়াও প্রিমিয়ার লিগের মধ্যে রয়েছে আই পি এল, বি পি এল সহ অন্যান্য লীগ। এছাড়াও আপনারা এখানে পাবেন বিভিন্ন ধরনের স্টেডিয়াম, জার্সি এক কথায় অসাধারণ একটি গেম হবে মোবাইলের জন্য।
2. WCC 3
এই গেমের সবচেয়ে ইন্টারেস্টিং মোড় হচ্ছে ক্যারিয়ার মোড। এছাড়াও এখানে আপনারা বিভিন্ন ধরনের স্টেডিয়াম দেখতে পারবেন ধারাভাষ্যক দেখতে পারবেন বাংলা ধারাভাষ্যক, হিন্দি, ইংলিশ সহ বিভিন্ন ধরনের ধারাভাষ্যক আপনার গেমে আরো মজাদার করে তুলবে।
এছাড়াও রিয়েল ক্রিকেট টোয়েনটির মত এখানে পাবেন টেস্ট ম্যাচ ,মাল্টিপ্লেয়ার মোড, ওয়ার্ল্ড কাপ, বিভিন্ন কাপ। এক কথায় অসাধারণ
3. Real cricket 22
এই গেমটি সবচেয়ে দারুন একটি গেম। যারা ক্রিকেটপ্রেমী লাভার আছেন তাদের জন্য এক কথায় একটি অসাধারণ হাই গ্রাফিক্স গেম হবে এতে। কিন্তু দুঃখের সাথে যারা হচ্ছে যে এই গেমটি আপনারা শুধু 6 জিবি কিংবা আট জিবি মোবাইলেই খেলতে পারবেন।
কম জিবি ডিভাইসে ডিভাইসে এই গেমটি খেলতে পারবেন না। কিন্তু এই গেমে সব অস্থির অস্থির ফিচার রয়েছে। যাদের মোবাইলে র্যাম বেশি তারা অবশ্যই এই গেমটি খেলে। এই গেমেও রিয়েল ক্রিকেট টোয়েন্টি মতো সব পিচার রয়েছে।
4. WCC2
এই গেমটি রিয়েল ক্রিকেটের ২২ পরে সবচেয়ে জনপ্রিতে লাভ করেছে। যাদের মোবাইলে কম রয়েছে তারা রিয়েল ক্রিকেট খেলতে না পারলেও এই গেমটি অবশ্যই খেলবেন এই গেমটির মধ্যে অস্থির সব বিচার আপনার মাথা নষ্ট করে দেবে।
বিভিন্ন ওয়ার্ল্ড কাপ, টেস্ট ম্যাচ, ট্রেনিং মোড সহ নানা মোড।
আমার কাছে এই গেমগুলো মোবাইলের জন্য সবচেয়ে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই দিনগুলো ট্রাই করবেন। মজা পাবেন। ধন্যবাদ।
You must be logged in to post a comment.