অনলাইনে কোন কাজের চাহিদা বেশি? কোনটি আপনি করবেন?

বর্তমানে এখন যারা অনলাইনে ইনকাম করতে চাই এবং অনলাইন এ কাজ করতে আগ্রহী তাদের সবার মনের ভিতর একটি কমন প্রশ্ন হচ্ছে, এখন বর্তমান সময় অনলাইন থেকে ইনকাম করতে গেলে, অনলাইনে কোন কাজের চাহিদা বেশি?

আজ আমি এই আর্টিকেলের মাধ্যমে দেখাবো অনলাইনে কোন কাজের চাহিদা বেশি, অর্থাৎ আপনি এখন বর্তমান সময়ে অনলাইনে কোন কাজ শিখলে দ্রুত কাজ পাওয়ার পাশাপাশি অনলাইন থেকে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, আজ আমি এই পোস্টে অনলাইন ইনকাম বিষয়ে আলোচনা করব।

কেননা এখন বর্তমান সময়ে এসে অনলাইনে আয় করতে গেলে আপনার সঠিক কাজ নির্বাচন করতে হবে।

অনলাইনে কোন কাজের চাহিদা বেশি?

আমরা আলোচনা করব এবং আপনাদের সঠিক গাইডলাইন দেবো, বর্তমানে এখন অনলাইনে কোন কাজের চাহিদা, আমি আপনাদের জন্য কষ্ট করে তালিকাটি গুগলে অনুসন্ধান করে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি এবং ভিজিট করে ও আমার পরিচিত অনলাইনে কিছু এক্সফাক বড় ভাইদের সাথে পরামর্শ করে আপনাদের জন্য এই আর্টিকেল এ তৈরি করেছি।

আশা করি আপনি যদি এই আর্টিকেল থেকে অনলাইনে কাজের চাহিদা সম্পর্কিত অনলাইন ইনকাম এর পরিপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং আপনাদের ভাললাগা অনুযায়ী আপনার অনলাইন ইনকাম করার সঠিক গাইডলাইন এবং আপনার ইনকাম করার কাজ নির্বাচন করতে পারবেন।

তাই এই আর্টিকেলটি আপনাকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল কারণ আপনি যদি এই আর্টিকেল সম্পন্ন ভালোভাবে পড়েন তাহলে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন এবং আপনার কাজের ধারণা পেয়ে যাবেন।

১. ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

এখন বর্তমান সময়ে একজন ভাল মানের Web Designer বা developer দের অনলাইন অনেক ভ্যালু রয়েছে। আপনি যদি দক্ষ এবংএকজন ভাল মানের Web Designer বা developer হতে পারেন, তাহলে কিন্তু টাকার আপনার পিছনে ছুটবে, আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না।

Web Designer বা developer কি?

Web Designer হচ্ছে, একটা ওয়েবসাইটের বাহ্যিক রূপ দেওয়া মানে আপনার সাইট দেখতে কেমন হবে, সাইটটি দেখতে মানুষকে যাতে আকর্ষিত করে সেটা ডিজাইন করা। অর্থাৎ একটা ভালো মানের ওয়েবসাইটের লে আউট দেখতে কেমন হবে, ওয়েবসাইটের সাইডবার কোন পাশে থাকতে হবে এবং কোন পাশে থাকবে,

আপনার ওয়েবসাইটে সাইডবার কালার কি হবে, আপনার ওয়েবসাইটে হেডারের কোথায় মেনু থাকবে, আপনার ওয়েবসাইটের ছবিগুলো কিভাবে উপস্থাপন হবে এরকম কিছু কাজ করে দেওয়াকে Web Designer বলে।

Web Designer দের ফ্রন্ট ইন্ড ডেভলপার বলা হয়।

ওয়েব ডেভলপমেন্ট হচ্ছে, একটা ভালো মানের ওয়েবসাইট এর ভিতরে একজন ওয়েবসাইটের মালিক কি কি কাজ করাবেন এবং ওয়েব সাইটের এডমিন তার ওয়েবসাইটে কিভাবে ঢুকবেন, একটি ভাল মানের ওয়েব সাইটের এডমিন কিভাবে একটা ওয়েবসাইটের সেটিংস পরিবর্তন করবেন,

অর্থাৎ একটা স্থির ওয়েবসাইটকে ডায়নামিক এ রুপান্তর করা কাজ করে দেবে একজন ওয়েব developer।

অনলাইন মার্কেটপ্লেসে Web Designer বা develope এর অনেক চাহিদা রয়েছে। এখন আপনাদের মধ্যে আছে অনেকেই হয়তোবা শুনে বিশ্বাস করতে পারবে না যে, বাংলাদেশের অনেকেই Web Designer বা develope শিখে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে মাসে ৫ থেকে ৬ লক্ষ টাকার বেশি ইনকাম করতেছে শুধুমাত্র ঘরে বসে।

২. গ্রাফিক ডিজাইনার

Graphic design টি আপওয়ার্কের সর্বাধিক কাজের চাহিদা অনুযায়ী বর্তমান বিশ্বে তালিকায় ২ নম্বরে রয়েছে Graphic design।

Graphic design হল এমনি একটি সদৃশ মাধ্যম, যার দ্বারা কোন পৃষ্ঠের উপরে (যেমন, মুভি, ভিডিও গান থেকে শুরু করে একটি ক্যানভাসের উপর, একটি পর্দার উপর, একটি কাগজের উপর, কিংবা একটি ওয়ালের উপর) ছবি বা নকশা আঁকাকে বুঝায়। Graphic design যা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে চিত্রের মাধ্যমে বা স্বচিত্রক ভাব প্রকাশ করে তুলে ।

অনলাইন মার্কেটপ্লেসে Graphic design এ ক্যাটাগরিতে প্রতি ঘণ্টায় অনলাইনে হাজার হাজার জব পোস্ট হয়। অনলাইনে Graphic design এর ব্যবহার অনেক বেশি হয় হওয়ায় অনলাইনে Graphic design এই কাজের পরিমানও অনেক। তাই Graphic design এটি অনলাইন ইনকামের জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে।

আপনি যদি Graphic designer ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে শীর্ষ গ্রাফিক ডিজাইনারদের দেখেন, তাহলে আপনি তখন ভালোভাবে বুঝতে ও দেখতে পাবেন, তারা প্রতি ঘন্টায় $100 ডলারে কাজ করে থাকে।

৩. সফটওয়্যার ডেভলপমেন্ট

অন্য Software পরিচালনা করা বাস্তব জীবনের নানান সমস্যার সমাধান করার Software তৈরি করাবে Software তাকে ডেভেলপমেন্টে বলে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান Software তৈরি করে, তাকে Software ডেভলপার বলা হয়ে থাকে।

একটা ভালো মানের Software থেকে অনেক দীর্ঘ সময় ইনকাম করা সম্ভব। Software ডেভলপার আরা মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি তারা Software তৈরি করে তারা বিভিন্ন ওয়েবসাইটে Software বিক্রি করতে পারে।

ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য গুগলে লোভনীয় চাকরি ছেড়ে আসা একজন প্রোগ্রামার Meet James night এখন Freelancing software developer কাজ করে করে ঘন্টায় $1500 ডলার ইনকাম করে।

৪. কনটেন্ট রাইটিং

Content writing মূলত হচ্ছে ওয়েবসাইটের একটি ভাল মানের ওয়েবসাইটে পোস্ট লেখা। এখন বর্তমান সময়ে অনলাইন মার্কেটপ্লেসে Content writing এর প্রচুর কাজ পাওয়া যায়। Content writing যারা পারেন তারা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন লেখালেখির মাধ্যমে ইনকাম করতে পারেন।

একজন ভাল মানের Content writing অনলাইন মার্কেটপ্লেসে Content writing করে অনেক টাকা ইনকাম করতে পারে প্রতি ঘন্টায়। উদাহরণস্বরূপ বলি লিন্ডা ফর্মিকেলি, একজন অভিজ্ঞ ফ্রিল্যান্স Content writing, তিনি প্রতি ঘন্টায় $২৫০ অনলাইন থেকে উপার্জন করেন।

আপনি যদি লেখালেখি করে ইনকাম করতে চান তাহলে খানে ক্লিক করে বিস্তারিত জানতে পারবে?

৫. এসইও এক্সপার্ট

একজন ভালো মানে SEO Expert যে অনলাইন থেকে কত ভাবে ইনকাম করতে পারে তা আপনাদের বলে শেষ করা যাবেনা। যেহেতু একজন ভালো মানের SEO Expert হতে অনেক ধৈর্য্য ধরে দীর্ঘ সময় আপনাকে কাজ করতে হয়,

তাই একজন ভালো মানে SEO Expert এর দাম অনলাইনে অনেক বেশি অন্যান্য কাজে তুলনায়। আর SEO Expert এর দাম হবেই না বা কেন কারন এটা অন্যান্য অনলাইন কাজের চাইতে অনেক চ্যালেঞ্জিং কাজ হল SEO Expert।

আপনি যদি গুগলে ঘাটাঘাটি করে থাকেন তাহলে, আপওয়ার্কে টপ এসইও এক্সপার্ট এর প্রোফাইল দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন SEO Expert তাদের ঘন্টায় কাজ করা রেট হচ্ছে $200 ডলারের উপরে।

আপনি যদি একজন SEO Expert হতে পারেন, তাহলে আপনি মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি নিজে ওয়েবসাইট তৈরি করে অনলাইন থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

৬. ভিডিও এডিটর

এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় জোক আমরা যে কোন জায়গায় গিয়ে পিক তুলে এডিট করে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে থাকি। কিন্তু আপনি যদি একজন ভাল মানের ভিডিও এডিটর হয়ে থাকেন। তাহলে, অনলাইন মার্কেটপ্লেসে ভিডিও এডিটিং এর উপরে অনেক অনলাইন কাজ পাওয়া যায়। আর এর চাহিদা এখন বর্তমান সময়ে দিন দিন বেড়েই যাচ্ছে।

বর্তমান সময়ে একজন ভাল মানের ভিডিও এডিটিং এর কাজ করে অনলাইন মার্কেটপ্লেসে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। অনেকেই আছেন ভিডিও এডিটিং এর কাজ দ্বারা অনলাইন মার্কেটপ্লেস থেকে প্রত্যেক মাসে ৩-৪ লহ্ম টাকা তারও বেশি অনলাইন থেকে ইনকাম করতেছে।

এখন আমি যদি আপনাদের উদাহরণস্বরূপ বলি, মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্রিল্যান্স অভিজ্ঞ ভিডিও ইডিটররা প্রতি বছর প্রায় $122,000 ডলার আয় করেন।

৭. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট

Virtual Assistant হল কাউকে বা কোন টিমকে কোন কাজ করতে সহযোগিতা করা। অনলাইনে Virtual Assistant এর চাহিদা এখন বর্তমান সময়ে দিন দিন বেড়েই চলেছে। ইউ এস এর অনেক Virtual Assistant নভেম্বর মাসে প্রায় $২৪ হাজার ডলার ইনকাম করেছে।

অডেক্স এর রিপোর্ট অনুযায়ী, গত দুই বছরের মধ্যে Virtual Assistant এর সংখ্যা আগের তুলনায় কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।

৮. ট্রান্সলেটর/অনুবাদ

মার্কেটপ্লেসে Translator ক্যাটাগরিতে এখন বর্তমান সময়ে অনলাইনে হাজার হাজার জব পোস্ট হয়। Translator কাজটি হলো এক ভাষা থেকে অন্য ভাষায় কোন ডকুমেন্ট বা ভিডিও কে রূপান্তর করাকে বলা হয় Translator।

Translator বা অনুবাদটা কাজটি করতে হলে আপনাকে অন্যান্য আরো ভাষা সম্পর্কে জানতে হবে। যেমন, ক্লায়েন্ট আপনাকে দেবে একটি বাংলা ভাষার ডকুমেন্ট সেটিকে আপনাকে একটি নির্দিষ্ট সময়ের ভেতরে যে ভাষায় ক্লায়েন্ট আপনাকে Translator অনুবাদ করতে বলবে, সে ভাষায় অনুবাদ করে নির্দিষ্ট সময়ের ভেতরে তার কাছে জমা দিতে হবে।

Translator এই সহজ কাজটির মূল্য বুঝতে আপনি আপওয়ার্কে বেস্ট Translator ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখতে পারেন। তাহলে আপনি আরও অনেক ধারণা পেয়ে যাবেন,

আপওয়ার্কে নভেম্বর মাসে বেস্ট Translator ফ্রিল্যান্সারদের প্রতি ঘন্টায় কাজের রেট ছিল $৫০ ডলারের উপরে হয়ে থাকে। এটা থেকে কিছুটা অনুমান করা যায় একজন ভালমানের Translator বা অনুবাদক এর মূল্য কত।

শেষ কথা,

আপনাদের মাঝে আমরা অনলাইনে কোন কাজের চাহিদা বেশি এই আর্টিকেলের ভেতরে যে কাজ গুলোর কথা উল্লেখ করেছি, শুধু যে, সে সকল কাজগুলো করে ভালো পরিমাণ ঢাকা ইনকাম করা সম্ভব অনলাইন থেকে এই ধারণাটা আপনাদের করা ঠিক নয়।

তবে বর্তমান সময়ে এই আর্টিকেলে উল্লেখিত কাজগুলো চাহিদা অনলাইনে বেশি। অর্থাৎ এই কাজগুলো যদি আপনি ভালোভাবে শিখতে পারেন ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে অন্যান্য কাজের তুলনায় দ্রুত সফল হওয়া সম্ভব।

দিন যতই যাচ্ছে ততই অনলাইন এর উপর মানুষ আকর্ষিত হচ্ছে, অনলাইনে আরো অনেক কাজ রয়েছে যদি আপনি সেগুলোও ভালোভাবে কাজ করো শিখতে পারেন সেই কাজগুলো থেকেও ভালো পরিমান টাকা অনলাইন হতে ইনকাম করতে পারবেন।

আপনারা যেকোনো কাজে এভারেজ হওয়ার চিন্তা বাদ দিয়ে এক্সপার্ট হওয়ার চিন্তা ভাবনা করুন। তাহলে আপনার মূল্যটা অনেক উপরে বেশী থাকবে। অর্থাৎ আপনি অনলাইন থেকে বেশি বেশি ইনকাম করতে পারবেন।

আর আপনাদের যদি কোন অনলাইনে কোন কাজের মূল্য বেশি পোস্টের তালিকা সম্পর্কিত কোন সাজেশন বা অভিযোগ থাকে তাহলে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি অনলাইনে ইনকামের জন্য কোন মাধ্যমটি ব্যবহার করতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

আপনার যদি বাংলা আর্টিকেল লেখার ভালো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন তা এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles