বাউবি এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩, বাউবি এসএসসি রেজাল্ট ২০২৩: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বাউবি এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে।
রেজাল্ট বাউবি’র সকল স্টাডি সেন্টারে পাওয়া যাবে। এছাড়া অনলাইনে বাউবি এসএসসি ফলাফল ২০২৩ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে সিনিয়র বিডি থেকেও দেখা যাচ্ছে।
বাউবি এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ এখানে দেখুন
এসএমএস এর মাধ্যমে বাউবি এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
SMS এর মাধ্যমে চূড়ান্ত রেজাল্ট পাওয়ার জন্য আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন:
boustudent ID (11digits without any space, for example 78047052805)
লিখে বাংলালিংক অপারেটর থেকে ২৭০০ এবং
অন্যান্য অপারেটর থেকে ২৭৭৭ এ পাঠাতে হবে।
বাউবি এসএসসি রেজাল্ট ২০২৩ পরিসংখ্যান
বাউবি’র এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষে ৪৭,৮০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৩০,৪৮০ এবং ছাত্রী ১৭,৩২২ জন। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে ১৪,৬০৮ জন পরীক্ষার্থী পাস করেছে। এ পরীক্ষায় পাসের হার ৬৫.৫৯ শতাংশ।
You must be logged in to post a comment.