পেটিএম (paytm) কি ? কিভাবে paytm একাউন্ট খুলব ? কিভাবে পেটিএম ব্যবহার করবেন ?

বর্তমানে Paytm ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু এমন অনেক লোক আছে যারা এখনও paytm খোলেনি। আজকের পোস্টে মূলত আলোচনা করা হবে paytm কি? কিভাবে Paytm অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? পেটিএম বাংলাদেশ ইত্যাদি বিস্তারিত তথ্য।

Paytm কি | what is Paytm in Bengali

Paytm হল এক ধরনের অনলাইন ব্যাংক। ব্যাংকিং সিস্টেম ছাড়াও আপনি এখানে আরও অনেক সুবিধা পাবেন। আজকাল অনলাইনে লেনদেন বা অনলাইনে টাকা পাঠানোর জন্য Paytm দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

অনলাইন লেনদেন ছাড়াও অনলাইনে কেনাকাটা, মোবাইল রিচার্জ, বৈদ্যুতিক বিল, এবং অনলাইন পেমেন্ট বিভিন্ন জায়গায় করা যায়।

কিভাবে পেটিএম অ্যাকাউন্ট খুলবো

একটি Paytm অ্যাকাউন্ট খোলা একটি খুব সহজ প্রক্রিয়া। এর জন্য, আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন এবং আপনি যদি এটি ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে খুলতে চান, তবে আপনি যে কোনও ব্রাউজারে গিয়ে Paytm ওয়েবসাইটে গিয়ে এটি খুলতে পারেন।

তাই মোবাইল দিয়ে খুলতে চাইলে প্লে স্টোরে গিয়ে Paytm ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর Paytm অ্যাপ ওপেন করুন তাহলে আপনি দুটি অপশন দেখতে পাবেন। Paytm লগইন (Login) এবং একটি অ্যাকাউন্ট তৈরি করুন (create an account) তারপর আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করুন এ (create an account)  ক্লিক করুন।

তারপরে আপনি আপনার মোবাইল নম্বর (mobile number), একটি নতুন পাসওয়ার্ড (password) এবং ইমেল-আইডি দিয়ে খুব সহজেই Paytm অ্যাকাউন্ট খুলতে পারেন।

Paytm অ্যাকাউন্ট খোলার পর আপনাকে পাসবুক অপশনে ক্লিক করতে হবে, তারপর আপনাকে যেকোনো ডকুমেন্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মধ্যে যেকোনো একটি দিয়ে ভেরিফাই করতে হবে।

ভেরিফিকেশনের পরেই আপনি Paytm ওয়ালেট খুলতে পারবেন। কিন্তু আপনি Paytm ব্যাংক খুলতে পারবেন না। Paytm ওয়ালেটের মাধ্যমে, আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে যেকোনো রিচার্জ করতে পারেন। Paytm ওয়ালেট খোলা থাকলে, আপনারা অনলাইন ট্রানজেকশন কিন্তু করতে পারবেন না? 

Paytm ব্যাংক খোলার জন্য আপনাকে আপনার এলাকায় যেকোনো বিসি (BC Agent) এজেন্ট দের কাছ থেকে খুলতে হবে। প্রতিটি এলাকায় শুধুমাত্র একটি Paytm BC এজেন্ট আছে এবং আপনাকে যেকোন একটি ডকুমেন্ট দিয়ে Paytm একাউন্ট খুলতে হবে।

পেটিএম এ আমরা কি কি কাজ করতে পারি

অনেক কিছু যা আপনি বড় ব্যাংকে করতে পারেন, কিন্তু সেই কাজগুলো আপনি Paytm এর মাধ্যমে করতে পারেন যেমন,

  • মোবাইলে রিচার্জ করা
  • হোটেল বুকিং করা
  • অনলাইনে শপিং করা 
  • ট্রেন ও প্লেনের টিকিট বুক করা
  • যেকোনো ইলেকট্রিক বিল পেমেন্ট করা •  যেকোনো রান্নার গ্যাস বুকিং করা 
  • বিভিন্ন ধরনের অনলাইন ট্রানজাকশন বা অনলাইনে money transfer করা
  • ইত্যাদি আরো অনেক কাজ করতে পারেন।

বাংলাদেশ থেকে কি পেটিএম ব্যবহার করতে পারব (Paytm account Bangladesh)

অনেকেরই এই প্রশ্ন যে Paytm বাংলাদেশে আছে। এক কথায় এর জবাব হবে না। আপনি বাংলাদেশ থেকে Paytm ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র ভারতীয়রা Paytm ব্যবহার করতে পারে। আবার, অনেকেই প্রশ্ন করেন যে Paytm কোন দেশের কোম্পানি? সরাসরি উত্তর হবে ইন্ডিয়া।

আমরা সবাই কি পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারবো

আপনার বয়স যদি আঠারো বছর হয়, তাহলে আপনি Paytm ব্যাংক একাউন্ট খুলতে পারেন। আর যদি আপনার বয়স 18 বছর না হয় তাহলে আপনি শুধুমাত্র Paytm ওয়ালেট খুলতে পারবেন। Paytm ওয়ালেটের অসুবিধা হল আপনি অনলাইন লেনদেন করতে পারবেন না বা কাউকে টাকা পাঠাতে পারবেন না।

যদি আপনার Paytm ব্যবহারে কোনো অসুবিধা হয় বা টাকা আটকে থাকে, তাহলে আপনি সমস্যা সমাধানের জন্য Paytm হেল্পলাইন নম্বরে কল করতে পারেন।

আশা করি আপনি Paytm সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। এ বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ ?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles