অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীর মধ্যে বিশাল এক জনগোষ্ঠী অজ্ঞতা থেকেই করে থাকেন এই ভূলটি।আর এই ভূলটি করে অনেক ব্যবহাকারীকেই হারাতে হচ্ছে তাদের শখের এ্যানড্রয়েড ফোনটি।
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অথচ রুট শব্দটার সাথে পরিচিত না এমন লোকের সংখ্যা অতি নগণ্য। কিন্তু রুট সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারনেই অনেকেই শখের বশে বা ভালো কিছু পাওয়ার লোভে তাদের স্মার্ট ফোনটি রুট করে নিচ্ছেন।
কিন্তু আজব হলেও সত্যি রুট করার পর ৯৫ শতাংশ ব্যবহারকারীই এর থেকে কোনো সুবিধাই পান না।
ছোট ছোট কিছু ভূলের কারনে আমরা নষ্ট করে ফেলি আমাদের ফোনটি। তাই রুট করার ব্যাপারে ব্যবহারকারীকে অবশ্যই স্বাবধান থাকতে হবে। জানতে হবে- রুট কি? রুট কখন করা যেতে পারে?
এবং রুট কাকে বলে এর বিস্তার সংজ্ঞা জানা আমাদের জন্য অতি জরুরি। 'রুট শব্দের বাংলা অর্থ হচ্ছে গাছের শিকড়। কিন্তু অ্যান্ড্রয়েড পরিভাষায় রুট বলতে বুঝায় পার্মিশন বা অনুমতি।
অর্থাৎ গ্রাহককে তার নিজের স্বাধীন মতো ডিভাইস পরিচালনা করার অনুমতি।' রুট কি এবং এর সংজ্ঞা বলতে আমরা এতটুকুই বুঝি। তবে এতটুকু সংজ্ঞা দ্বারা রুট কাকে বলে এটা বুঝার ক্ষমতা খুবই কম।
অনলাইনে আমার নিজের করা একটি জরিপ মতে উপরোক্ত সংজ্ঞার দ্বারা ৭৮ শতাংশ স্মার্ট ফোন ব্যবকারীরা রুট সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারে না।
যার ফলে অনেকেই না বুঝে নিজের ফোনটি রুট করে ফেলেন। ফলে নানাবিধ সমস্যায় জর্জরিত হয় নিজের ফোনটি। এমনকি স্থায়ী ভাবেও ক্ষতিগ্রস্ত হয় আমাদের ফোনটি। তাই রুট কাকে বলে এর বিস্তার সংজ্ঞা জানা ছাড়া আর কোনো বিকল্প নেই আমাদের হাতে।
তাহলে চলুন একটি উদাহরণের মাধ্যমে রুট কাকে বলে এর বিস্তার সংজ্ঞাটি পরিস্কার ভাবে আমরা বুঝে নেই-
মনে করুন ঢাকাতে আপনি একটি ফ্ল্যাট বাসা ক্রয় করলেন। যে স্থানে আপনার ক্রয়কৃত ফ্ল্যাটটি অবস্থিত সেটা খুব বিপদজনক এলাকা। উক্ত এলাকায় রয়েছে অনেক চোর ডাকাতের উৎপাত।
আপনার ফ্ল্যাট থেকে আপনার জিনিস চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এলাকার চোর ডাকাতরা আপনাকে মেরেও ফেলতে পারে।
এজন্য যার কাছে থেকে আপনি ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি আপনার ফ্ল্যাটের চারপাশে ১০ জন নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়ে দিলেন। এতে আপনি সম্পূর্ন নিরাপদ রইলেন।
কিন্তু দুদিন পর থেকে আপনি বুঝতে পারলেন আপনি কিছু টুকিটাকি সমস্যার সম্মুখীনও হচ্ছেন। আপনি বাহিরে যেতে চাইলে নিরাপত্তা কর্মীদের কাছে জবাবদিহি করে আপনাকে বাহিরে যেতে হচ্ছে।
বাহির থেকে আপনার বন্ধুবান্ধব আপনার কাছে আসতে চাইলে নিরাপত্তা কর্মীদের কাছে জবাবদিহি করে তাদেরকে আপনার ফ্ল্যাটে প্রবেশ করতে হচ্ছে।
শেষ মুহূর্তে আপনি খানিকটা বিরক্ত হয়ে নিরাপত্তা কর্মীদের বললেন- 'আমি জানি কিভাবে নিজেকে চোর ডাকাতদের হাত থেকে রক্ষা করতে হয়।
ডাকাতদের সাথে লড়াই করার জন্য আমার কাছে অস্ত্র আছে। দয়া করে আপনারা আমার ফ্ল্যাট থেকে চলে যান।' নিরাপত্তা কর্মীদের আপনি এই কথা বলার পর তারা আপনার ফ্ল্যাট ছেড়ে চলে গেল।
অর্থাৎ এটাকে বলা যেতে পারে আপনি আপনার ফ্ল্যাটটি রুট করে নিলেন। নিরাপত্তা কর্মীরা চলে যাওয়ার ফলে আপনি কিছু সুবিধা পাচ্ছেন, আপনি যখন ইচ্ছে যেখানে খুশি যেকোনো জায়গায় যেতে পারছেন। ফ্ল্যাটের ভিতর আপনি যাকে ইচ্ছে তাকে নিতে পারছেন।
তবে একবারও কি ভেবে দেখেছেন এমতাবস্থায় এখন আপনার জিনিসপত্র চুরি হওয়ার আশংকা রয়েছে, এমনকি আপনার প্রাণনাশের আশংকাও রয়েছে।
তবে সত্যিকার অর্থে ডাকাতদের সাথে যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনার কাছে যদি বড় রকমের কোনো শক্তি থাকে তবে আপনি এটা করতেই পারেন।
পাঠকের বুঝার সুবিধার্থে এখানে আপনার ফ্ল্যাট বাসাকে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে তুলনা করা হয়েছে। এবং চোর ডাকাতকে বিভিন্ন স্প্যাম সাইট,ভাইরাস,স্প্যাম লিংক ও স্প্যাম এ্যাপ ইত্যাদির সাথে তুলনা করা হয়েছে।
আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি যখন ইন্টারনেট সার্ভারের সাথে যুক্ত হয় তখন বলতে গেলে এটি পুরো বিশ্বের সাথে যুক্ত হয়ে যায়।
আর বিশাল এই ইন্টারনেট দুনিয়ায় রয়েছে নানান রকম ক্ষতিকর স্প্যাম লিংক,এ্যাপ ও ওয়েবসাইট ইত্যাদি। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন এসবের দ্বারা আমাদের ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে।
এমনি মারাত্মক কোনো স্প্যাম এ্যাপ আমাদের ফোনে প্রবেশের মাধ্যমে আমাদের ফোন স্থায়ী ভাবে ডেড হয়ে যেতে পারে। এছাড়াও চুরি হতে পারে আমাদের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিগত তথ্য।
আর এসব থেকে আমাদের ফোনটিকে নিরাপদ রাখে অ্যান্ড্রয়েড প্রাইভেসি স্যান্ডবক্স। এটিকে বলা যেতে পারে নিরাপত্তা কর্মী। কিন্তু এই স্যান্ডবক্সের জন্য অনেক সময় ব্যবহারকারীকে মাঝে সাঝে টুকিটাকি কিছু অসুবিধায়ও পড়তে হয়।
যেমন- ইচ্ছে করলেই সকল ওয়েবসাইটে প্রবেশ করা যায় না এবং সকল এ্যাপ ফোনে ইন্সটল করা যায় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ফোনে থাকা এই নিরাপত্তা কর্মী বা প্রাইভেসি স্যান্ডবক্সকে ফোন থেকে বের করে দেয়াকেই রুট বলে।
আমি আশা করছি রুট কাকে বলে এবং এর ভয়ানক দিকগুলো কি কি তা বুঝতে পাঠকের আর কোনো অসুবিধা নেই। এখন সিদ্ধান্ত আপনার। আপনি আপনার ফোনটিকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন নাকি দিবেন না। রুট করবেন নাকি করবেন না।
তবে আপনি আপনার ফোনটি রুট করতে পারেন যদি বিভিন্ন স্প্যাম সাইট,স্প্যাম এ্যাপ ও ভাইরাস ইত্যাদি থেকে নিজের ফোনটিকে রক্ষা করার মতো বড় শক্তি যদি আপনার কাছে থাকে। এখানে বড় শক্তি বলতে বুঝাতে চাচ্ছি জাভা ও সি++ প্রোগ্রামিংকে।
এই দুটি বিষয় সম্পর্কে যদি আপনার পরিপূর্ণ ধারণা থাকে তবে আপনার জন্য ফোন রুট আবশ্যক হতে পারে। এক্ষেত্রে আপনি আপনার ফোনটি রুট করে অনেক কিছু পাবেন।
এক কথায় বলতে গেলে আপনি আপনার ফোনটি রুট করলে এটি আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে আপনার হাতে থাকবে। কিন্তু জাভা ও সি++ প্রোগ্রামিং সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা না থাকলে আপনি কিছুই পাবেন না।
30উল্টো প্রদীপের ভিতর থাকা ওই জ্বীন টা আস্তে আস্তে আপনাকে ছিড়ে ছিড়ে মৃত্যুর দিকে ঠেলে দিবে।
Nics
You must be logged in to post a comment.