Realme GT Master Edition জেনে নিন সকল স্পেসিফিকেশন্স ।

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আমরা যারা মিড রেঞ্জ বাজেটে ফোন কিনতে চাই, আমাদের প্রায় ইচ্ছা থাকে এমন একটা ফোন কিনব সেটা দেখতে ইউনিক অথবা এবং স্টাইলিশ হবে?

এরকম ফোন কিন্তু বাজারে দেখা যায় না, কিন্তু সব ফোন নি দেখতে কিন্তু প্রিমিয়ার, এবার বাজারে নিয়ে এলো রিয়েলমির সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের স্মার্টফোন নিয়ে এসেছে বাজারে, রিয়েলমি নিয়ে এলো Realme GT  Master Edition ফোন টি,

Realme GT Master Edition স্মার্টফোন দেখতে অনেক টা স্যুটকেসের মতন দেখতে অনেক ভালো লাগে, দূর থেকে দেখলে অনেক ভালো লাগে,

Realme GT Master Edition স্মার্ট ফোনে কি কি থাকছে প্রসেসর এবং ডিসপ্লে এবং নেটওয়ার্ক ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, চলুন আর দেরি নয় এখনি দেখে নিন Realme GT Master Edition ফোনের সকল ডিটেলস,

Realme GT Master Edition বক্স কন্টেনে থাকছে?

Realme GT Master Edition স্মার্টফোনের বক্সে থাকছে, ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, স্টাইলিশ সফট কভার, 65w সুপার ফাস্ট চার্জার, type-c ইউএসবি ক্যাবল, এবংRealme GT Master Edition মোবাইলটি?

Realme GT Master Edition এর ফিচার

Realme GT Master Edition স্মার্টফোন এটি ডুয়াল সিমে কাজ করে। Realme GT Master Edition এটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক Realme UI 2.0 এর সাথে এসেছে। এছাড়াও, এতে 6.43-ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার পিক্সেল রেজোলিউশন 1080x2400। এর আসপেক্ট রেশিও 20: 9। এছাড়াও রিফ্রেশ রেট 120Hz।

Realme GT Master Edition এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর এবং ৮ জিবি পর্যন্ত RAM এর সাথে আসে। এতে ব্যবহারকারীরা 5 জিবি পর্যন্ত ডায়নামিক RAM বাড়িয়ে দিতে পারবেন।

Realme GT Master Edition  ফোনে 256 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এর সাথে ট্রিপল রিয়ার ক্যামেরাও দেওয়া হয়েছে। Realme GT Master Edition এর প্রাইমারি তিনটি ক্যামেরা রয়েছে যা প্রথম ম্যান সেন্সর 64 মেগাপিক্সেল। দ্বিতীয় সেন্সরটি হল 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার। আরেকটি সেন্সর রয়েছে 2-মেগাপিক্সেল ম্যাক্রো শুটা।

Realme GT Master Edition স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরার রয়েছে 32-মেগাপিক্সেল এতে f/2.45 অ্যাপারচার এবং Sony IMX615 সেন্সর?

Realme GT Master Edition ব্যাটারিতে দেওয়া হয়েছে, 4300mAh ব্যাটারি, যা 65W সুপার ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।Realme GT Master Edition নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য, ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6E, Bluetooth, GPS / A-GPS, NFC এবং USB Type-C পোর্ট রয়েছে। Realme GT Master Edition এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

 Realme GT Master Edition দাম

Realme GT Master Edition ৮ / ১২৮ বাংলাদেশ প্রাইস ৩৩,৯৯০ টাকা?

৮ / ১২৮ ইন্ডিয়ান প্রাইস ২৭,৯৯০?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles