অরিজিনাল ফোন চেনার উপায়। মোবাইলে IMEI কোড দেখুন

আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা বা স্মার্টফোন কিনতে যাবেন, বা পুরাতন কোন স্মার্টফোন কিনবেন। ফোনটা অরজিনাল বা ডুবলিকেট স্মার্টফোন কিনা, কীভাবে জানবেন বা কিভাবে চেক করবেন তা বিস্তারিত জানতে পারবেন।

তাই মনোযোগ সহকারে পোস্ট টি ভালোভাবে পড়বেন এই পোস্ট টি পড়ে আপনি জানতে পারবেন যে কিভাবে অরিজিনাল ফোন চেনার যায় ও ডুবলিকেট ফোন থেকে বিরত থাকা যাবে, তাই পোস্ট মনোযোগ সহকারে পড়ে নিন।

এখন আমি আপনাদের মাঝে সরাসরিভাবে আলোচনা করব যে, কিভাবে আপনারা স্মার্টফোন চেক করে নিবেন যে স্মার্টফোনটি অরজিনাল না ফেক ।

একটা ফোন অরিজিনাল কিনা ফেক চেক করার জন্য প্রথমে, আমাদের লাগবে ফোনটা IMEI নাম্বার । ফোনটা যদি আপনার হাতে থাকে কিংবা আপনার নিজের ফোন বা কোন পুরনো ফোন কিনতে চাচ্ছেন তাহলে সে ক্ষেত্রে ফোনটির ডায়ালার অপশনে চলে যাবেন।

ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন *#06# ডায়াল করবেন পরে দেখতে পারবেন IMEI এর নাম্বারটা দেখাচ্ছে । এখন যেহেতু ম্যাক্সিমাম ফোনে ডুয়েল সিমের হয় সেজন্য দুইটা অপশন থাকে আপনাকে প্রথম আই এম ই আই নাম্বারটা নিবেন বা মোবাইলে বা কোন একটা কাগজে লিখে রাখবে ।

আর যদি সিচুয়েশন টা এরকম হয় আপনি একটা নতুন মোবাইল নিবেন । সে ক্ষেত্রে দেখবেন মোবাইলের নতুন বক্স এর নিচে IMEI  নাম্বার টা দেওয়া থাকে ।

যখন নতুন স্মার্টফোন কিনবেন তখন নতুন স্মার্টফোনের IMEI এর নাম্বারটা দেওয়া থাকে । সেখান থেকে আপনি মোবাইল ফোনটা চেক করতে পারবেন ।

IMEI নাম্বারটা চেক করার জন্য আমরা এখান থেকে চলে যাব যেকোনো একটা ব্রাউজারে যেমন গুগোল, বা ক্রোম ব্রাউজার ইত্যাদি ।

তখন আপনি আপনার যে কোন একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজার এ গিয়ে টাইপ করবেন বা সার্চ করবেন মোবাইলে Info সার্চ করার পরে নিচে দেখতে পারবেন www//imei.info এটার উপরে টাইপ করবেন বা ক্লিক করবেন ।

সাইটটাতে এরকম একটা ইন্টারফেস দেখাবে,

সেখানে IMEI নাম্বার টা ইন্টার করতে হবে inter imei e.g আই এম ই আই নাম্বার টা 15 সংখ্যা হয় ।

সেখানে আপনার ফোনের IMEI এর 15 সংখ্যার অক্ষরটি লিখবেন ।

IMEI নাম্বার টা দেয়ার পড়ে দেখবেন নিচে দেখাবে,

i'm not a robot ওই ঘরটাতে মাঝখানে টেপ করবেন বা ক্লিক করবে ।

পরে ওই ঘরটাতে টিক চিহ্ন আসবে,

পরে উপরে যে চেক অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে ।

সেখানে দেখবেন আপনার ফোনের ইনফরমেশন গুলো চলে আসছে ।

এখন যদি আমরা আরেকটু নিচের দিকে যায় সেখানে গেলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন আপনার ফোনের কি কি আছে ফোনের কালার সহ ইত্যাদি ।

এখানে নিচের দিকে আরো ফ্রিতে অনেক কিছু চেক করতে পারবেন । যেমন আপনার ফোনটি কবে অ্যাক্টিভ হইছিলো ইত্যাদি বিষয় দেওয়া থাকবে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সব চেক করতে পারবে।

নিচে যেখানে লেখা থাকবে FREE CHECKS তার নিচে গিয়ে,

Warranty & Country & Mi Account এখানে ক্লিক করবেন । পরে একটু নিচে দেখাবে,

আপনি যে ব্যান্ডের ফোন কিনেছেন সে ব্যান্ডের নাম আসবে ফোনের মডেল সহ সেখানে আপনি ক্লিক করে জানতে পারবেন বিস্তারিত ।

অনেক কিছু দেখাবে আপনার ফোনে কবে অ্যাক্টিভ হয়েছিল ফোনের মডেল বা ইত্যাদি নানা বিষয় ।

এই অ্যাক্টিভেশন ডেট এবং আরো যে ইনফরমেশনগুলো আছে এগুলো সব ফোনের ক্ষেত্রে নাও দেখাতে পারে ।

বাট একটা জিনিস কিন্তু আপনি সব সময় পাবেন, সেটা হচ্ছে IMEI নাম্বার দিয়ে যখন যেকোন ফোন সার্চ করবেন তখন কিন্তু আপনার ফোনের নাম এবং ফোনের কালার এবং ফোনের ছবি চলে আসবে ।

আর যদি IMEI নাম্বার দেওয়ার পরে না আসে তাহলে বুঝতে পারবেন আপনার ফোনটা ফেক ।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles