হ্যালো, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন, আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি স্মার্টফোনটি হল Samsung Galaxy A52s 5G। এই স্মার্টফোনটি দেখতে অনেক সুন্দর এবং অনেক ইউনিক যা সবারই মন কেড়ে নেবে। স্মার্টফোনটি দেখতে যেমন সুন্দর তেমনি স্মার্ট ফোনের প্রাইজ টাও অনেক বেশি?
আর দেরি নয় চলুন Samsung Galaxy A52s 5G স্মার্টফোনের ভিতরে থাকা প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, বক্স কন্টেন টে কি কি থাকছে ইত্যাদি ডিটেইলস?
Samsung Galaxy A52s 5G এর স্পেসিফিকেশন
গিকবেঞ্চ থেকে জানা গেছে, Samsung Galaxy A52s 5G স্মার্টফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। অর্থাৎ এস ভ্যারিয়েন্ট আরও শক্তিশালী প্রসেসর সহ আসছে।
এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে দেখা যাবে অ্যান্ড্রয়েড ১১, যার ওপর ওয়ানইউআই লেয়ায় থাকবে। আবার Samsung Galaxy A52s 5G ফোনটি ৬ জিবি/৮ জিবি র্যাম সহ পাওয়া যাবে।
Samsung Galaxy A52s 5G
Samsung Galaxy A52s 5G বডি 159.9x75.1x8.4 মিমি, 189 গ্রাম; গ্লাস ফ্রন্ট (গরিলা গ্লাস 5), প্লাস্টিকের পিছনে কাবার। । ডিসপ্লে 6.50 সুপার AMOLED, 120Hz, 800 nits (HBM), 1080x2400px রেজোলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 405ppi।
চিপসেট: কোয়ালকম SM7325 স্ন্যাপড্রাগন 778G 5G (6 nm) অক্টা-কোর (4x2.4 GHz Kryo 670 & 4x1.9 GHz Kryo 670) অ্যাড্রেনো 642L মেমরি।
128GB 6GB RAM, 128GB 8GB RAM, 256GB 6GB RAM, 256GB 8GB RAM, microSDXC শেয়ার করা সিম স্লট ব্যবহার করে। ওএস/সফটওয়্যার: অ্যান্ড্রয়েড 11, ওয়ান ইউআই 3.1 পিছনের ক্যামেরা 64 MP, f/1.8, 26mm, 1/1.7 ", 0.8µm, PDAF, OIS; আল্ট্রা ওয়াইড এঙ্গেল: 12 MP, f/2.2, 123-degree, 1.12µm ম্যাক্রো 5 এমপি, f/2.4 5 MP, f/2.4 ।
সামনের ক্যামেরা 32 MP, f/2.2, 26mm, 1/2.8 ", 0.8µm ভিডিও ক্যাপচার রিয়ার ক্যামেরা: 4K@30fps, 1080p@30/60fps, ইআইএস, সামনের ক্যামেরা 4K@30fps, 1080p@30fps।
ব্যাটারি 4500mAh দ্রুত চার্জিং 25W। Samsung Galaxy A52s 5G ডিসপ্লের নিচে, অপটিক্যাল Samsung Galaxy A52s 5G 3.5 হেডফোন জ্যাক রয়েছে।
Samsung Galaxy A52s 5G স্মার্টফোনের বাংলাদেশ প্রাইস ৪৪,৯৯০ টাকা। বন্ধুরা যখন আপনারা এই স্মার্টফোনটি কিনতে দোকানে যাবেন বা কোন শোরুমে যাবেন অবশ্যই আপনারা এর প্রাইস দেখে যাবেন। কারণ স্মার্টফোনের প্রাইস ওঠানামা করে,যখন কিনবেন অবশ্যই অনলাইনে বর্তমান প্রাইস কত আছে তা জেনে দোকানে বা শোরুমে কিনতে যাবে?
You must be logged in to post a comment.