Samsung Galaxy S21 FE 5G স্পেসিফিকেশন

Samsung Galaxy S21 FE 5G launched: ২০২২ সালের প্রথম ফ্ল্যাগশি ফোন বাংলাদেশ লঞ্চ করল স্যামসাং। Samsung Galaxy S21 FE 5G এর বিশেষ আকর্ষণ ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট আর Android 12-র মোটও ফিচার্স।

Samsung Galaxy S21 FE এর সম্পূর্ণ স্পেসিফিকেশন:

লঞ্চ ডেট: 

Samsung Galaxy S21 FE বাংলাদেশে লঞ্চ করা হবে ১৬ জানুয়ারি ২০২২ থেকে।

Samsung Galaxy S21 FE এর ডিসপ্লে:

Samsung Galaxy S21 FE ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ ডা য়নামিক AMOLED পাঞ্চ-হোল ডিসপ্ল। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ আর প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস।

Samsung Galaxy S21 FE বডি অ্যান্ড সেনসর:

Samsung Galaxy S21 FE এই ফোনে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৮ জিবি এলপিডিডিআর ৫ র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলবে। ফোনটি আইপি৬৮ সার্টিফায়েড।

Samsung Galaxy S21 FE এর নেটওয়ার্ক:

কানেক্টিভিটির জন্য ফোন রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই

এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য উপস্থিত ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Samsung Galaxy S21 FE পারফরম্যান্স:

Samsung Galaxy S21 FE ১২০ হার্টজ রিফ্রেশ রেট আর Android 12-র মোটও ফিচার্স।

Samsung Galaxy S21 FE রেম এবং রুম:

Samsung Galaxy S21 FE ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রুম।

Samsung Galaxy S21 FE এর ক্যামেরা:

Samsung Galaxy S21 FE ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তাতে থাকছে এফ/ ১.৮ অ্যাপারচার, ডুয়াল-পিক্সেল অটোফোকাস আর OIS-সহ ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/ ২.২ অ্যাপারচার-সহ ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/ ২.৪ অ্যাপারচার, OIS আর 3X অপটিক্যাল জুম-সহ ৮ মেগাপিক্সেলের টেলিফটো শুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে দেওয়া হয়েছে এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Samsung Galaxy S21 FE এর ব্যাটারি:

Samsung Galaxy S21 FE ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy S21 FE বাংলাদেশি টাকা:

Samsung Galaxy S21 FE ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles