স্মার্টফোন আপডেট করার নিয়ম | Smartphone update

প্রিয় পাঠক, তোমরা সবাই কেমন আছো আশাকরি নিশ্চয়ই ভালো আছো, আজ তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি তোমাদের সবার জানা প্রয়োজন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, অ্যান্ড্রয়েড ফোন আপডেট করার নিয়ম।

তোমরা আছো অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না, তাই এই বিষয়টা জানা সবার প্রয়োজন। তোমরা কীভাবে তোমার হাতে থাকায স্মার্টফোন আপডেট করবে সে বিষয়ে বিস্তারিত বলবো এবং স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো, তাই তোমরা মনোযোগ সহকারে আর্টিকেলটি ভালোভাবে পড়ো।

একটা সময় ছিলো যখন Android ফোন আপডেট একটি দুষ্প্রাপ্য বিষয় ছিলো। তবে সময়ের সাথে দিন পরিবর্তন হয়েছে, Android update নিয়ে এই গড়িমসি। বর্তমানে প্রায় সকল ম্যানুফ্যাকচারার নিয়মিত সিকিউরিটি update এর পাশাপাশি বছরে কয়েকবার মেজর update প্রদান করে থাকে।

Smartphone এ আপডেট এতোটা জনপ্রিয় একট বিষয়ে পরিণত হয়েছে যে এটিও একটি স্মার্টফোন সেলিং ফিচার হয়ে গিয়েছে। প্রিয় পাঠক, চলুন জেনে নেওয়া যাক কিভাবে Smartphone আপডেট করবে সে সম্পর্কে বিস্তারিত।

Smartphone আপডেট কি?

Smartphone আপডেট হচ্ছে, এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের update। সাধারণ app Download বা ইন্সটল এর প্রক্রিয়া থেকে Android update কিছুটা আলাদা একটি প্রক্রিয়া। সাধারণ App update যেমন কোনো অ্যাপে নতুন ফিচার যুক্ত হয় ও সমস্যা থাকলে তা ঠিক হয়।

তেমনি Android আপডেটের মাধ্যমে ফোনের সিস্টেম ফাইল সমূহ update হয় ও কোনো সমস্যা থাকলে তা ঠিক হয়। এছাড়াও update এর মাধ্যমে ফোনে নতুন ফিচার যুক্ত হয়।

উল্লেখ্য যে নিয়মিত google প্লে সিস্টেম update চেক করা উচিত। এছাড়াও ফোনের update Download করার পর যখন ইন্সটল করবে, তখন ফোনে যথেষ্ট পরিমাণে চার্জ আছে কিনা তা নিশ্চিত কর।

কমপক্ষে 70% চার্জ থাকলে তবে Update ইন্সটল কর। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে Android phone update করতে হয়।

স্টক Android phone update করার নিয়ম

যেসব মোবাইল স্টক Android ব্যবহার করে, অর্থাৎ google পিক্সেল, মটোরোলা, নকিয়া, ইত্যাদি ফোন Update করার নিয়ম একই। পিক্সেল ফোনসমূহের জন্য প্রায় প্রতি মাসে সিকিউরিটি Update প্রদান করে google।

Update আসলে নোটিফিকেশনের মাধ্যমে তা জানতে পারবে। এছাড়া নিজ থেকে ম্যানুয়ালি Update চেক করার অপশন তো রয়েছেই।

স্টক Android চালিত ফোনসমূহ Update করতে,

  1. স্মার্টফোনের সেটিংস অ্যাপে প্রবেশ কর।
  2. System অপশনে ন্যাভিগেট কর।
  3. তারপর System update এ ট্যাপ কর।
  4. Check for আপডেট এ ট্যাপ কর।

তোমার ফোনের জন্য কোনো update থাকলে তা প্রদর্শিত হবে। ডাউনলোড বাটনে ট্যাপ করে update Download কর। পিক্সেল ফোন সমূহে update Download হওয়ার পর ফোন রিস্টার্ট করলে  স্বয়ংক্রিয়ভাবে update ইন্সটল হয়ে যাবে।

এছাড়াও Download শেষে Install Update এ ট্যাপ কর। পিক্সেল ডিভাইসে গুগল প্লে সিস্টেম আপডেট Download ও install করতে,

  1. স্মার্টফোনের সেটিংসে প্রবেশ কর।
  2. Security তে প্রবেশ কর।
  3. গুগল প্লে system update এ ট্যাপ কর।
  4. update এসে থাকলে Update বাটনে ট্যাপ করে update কর।

নোট: মনে রাখবে, update এর কারণে স্মার্ট ফোনের মেন্যুতে পরিবর্তন আসতে পারে। তাই এই পোস্টের প্রতিটি ধাপ তোমার স্মার্টফোনের সাথে নাও মিলতে পারে।

সেক্ষেত্রে তুমি ইস্মার্টফোনের সেটিংস অপশনে এবং অ্যাবাউট ফোন সেকশনে update করার অপশন খুঁজে দেখতে পার।

Samsung ফোন আপডেট করার নিয়ম

Samsung ডিভাইসে Software updates একটি সহজ প্রক্রিয়া। বলে রাখা ভালো যে, Samsung ফোনগুলোতে পিক্সেল ডিভাইসগুলোর মতো এতো দ্রুত updates পাওয়া যায় না। Samsung ফোনে Android update করতে,

  1. সেটিংসে প্রবেশ কর।
  2. সফটওয়্যার আপডেট এ ট্যাপ কর।
  3. Update আসলে Download এ ট্যাপ কর।
  4. ডাউনলোড শেষে Update Install কর।

উল্লেখ্য যে Update থাকলে Update এর চেঞ্জ-লগ ও Download সাইজ প্রদর্শিত হবে। Download শেষে Update Install করা যাবে।

আরোও দেখুন

  • ওয়েবসাইট কি? ওয়েবসাইট থাকার ১০ টি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
  • Super VPN ফ্রিতে ডাউনলোড করে নিন | Super VPN Free VPN Client
  • বাংলায় আর্টিকেল লিখে ১০,০০০ টাকা ইনকাম করুন ঘরে বসে

Update Install এর সময় ডিভাইস রিস্টার্ট হবে, যাতে কিছুটা সময় লাগবে। সাধারণত Update Install হতে ৫মিনিট থেকে ১০মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।

Samsung ফোনে Google Play সিস্টেম Update অধিকাংশ সময় Automatic install হয়ে যায়। তবুও Google Play আপডেট ইন্সটল হয়েছে কিনা তা ম্যানুয়ালি চেক করে নেওয়া শ্রেয়।Samsung মোবাইল ফোনে Google Play system update করতে,

  1. সেটিংসে প্রবেশ কর।
  2. Biometrics and security তে ট্যাপ কর।
  3. তারপর গুগল প্লে সিস্টেম আপডেট এ ট্যাপ করে update এসেছে কিনা চেক কর।

OnePlus ফোন আপডেট করার নিয়ম

অক্সিজেন OS চালিত OnePlus ডিভাইসে প্রায় সময় Android update আসে। বেশ সহজে OnePlus ইস্মার্টফোন update করা যাবে। OnePlus ফোন OnePlus করতে,

  1. স্মার্টফোনের সেটিংসে প্রবেশ কর।
  2. সিস্টেম মেন্যুতে প্রবেশ কর।
  3. সিস্টেম আপডেট এ ট্যাপ কর।

তারপর তোমার OnePlus ডিভাইসের জন্য update পেন্ডিং থাকলে তা দেখতে পাবে। update থাকলে তা Download করে Install করুন। গুগল প্লে System update করতে,

  1. সেটিংসে প্রবেশ কর।
  2. Security & Lock screen এ ট্যাপ কর।
  3. Google Play সিস্টেম আপডেট সিলেক্ট করে, update এসেছে কিনা চেক কর।

অপো মোবাইল আপডেট করার নিয়ম

oppo ব্র‍্যান্ডের ফোনগুলো কালার ওএস দ্বারা চালিত। একটা সময় Software updates প্রদানে উদাসীন থাকলেও বর্তমানে প্রতিযোগিতার সাথে মিল রেখে নিয়মিত updates প্রদানের চেষ্টা করে oppo। oppo ফোন updates করতে,

  1. ফোনের সেটিংসে প্রবেশ কর।
  2. About device সেকশনে প্রবেশ কর।
  3. উপরে থাকা কালারওএস ব্যানার দেখতে পাবে, যেখানে বিল্ড নাম্বারসহ ভার্সন উল্লেখ থাকে, এই ব্যানারে ট্যাপ করলে Software update চেক করা হবে।

যদি  update থাকে তবে তা Download করে Install করার অপশন পাবে। Android update সহজে খুঁজে পেলেও অপো ডিভাইসে google pley সিস্টেম update এর মেন্যু খুঁজে পাওয়া বেশ ঝামেলার, কারণ এটি সেটিংসের একদম শেষ কোণায় রাখা হয়েছে। অপো ডিভাইসের google প্লে সিস্টেম update করতে,

  1. সেটিংসে প্রবেশ কর।
  2. Password & Security তে ট্যাপ কর।
  3. System security সিলেক্ট কর।
  4. Google Play system update এ ট্যাপ কর।

তারপর update এসেছে কিনা তা চেক করা হবে। update আসলে তা Download করে Install কর। ডিভাইস রিস্টার্ট এর পর পরিবর্তন দেখতে পাবে।

শাওমি ফোন আপডেট করার নিয়ম

শাওমি, redme ও poco ব্র‍্যান্ডের ফোনগুলো চলে শাওমি’র কাস্টম Android অপারেটিং সিস্টেম, মিইউআই বা MIUI দ্বারা। এসব ব্র‍্যান্ডের ফোনে একইভাবে update চেক করা যাবে। update চেক করতে,

  1. ফোনের সেটিংসে প্রবেশ কর।
  2. About phone এ ট্যাপ কর।
  3. একটি ব্যানারে MIUI Version দেখতে পাবে, সেটিতে ট্যাপ কর।

উল্লেখিত ব্যানারে ট্যাপ করলে ডিভাইস System update এসেছে কিনা তা চেক করবে। এরপর ও নিশ্চিত হতে চাইলে Check for updates এ ট্যাপ করতে পারে।

update আসলে তা Download করুন ও Download শেষে Reboot Now এ ট্যাপ করে Update install কর।

শাওমি, redme ও poco ডিভাইসসমূহে গুগল প্লে System update চেক করতে,

  1. ফোনের সেটিংসে প্রবেশ কর।
  2. নিচের দিকে Passwords & Security তে ট্যাপ কর।
  3. Privacy মেন্যু সিলেক্ট কর।
  4. তারপর Google Play system update এ ট্যাপ করলে, উক্ত ডিভাইসে update এসেছে কিনা তা জানতে পারবে।

realme ফোন আপডেট করার নিয়ম

realme ফোন update করতে ফোনের সেটিংসে প্রবেশ কর। এরপর একটু নিচের দিকে গেলে Software updates নামে একটি মেন্যু পাবে, সেটি ওপেন কর। update উপলভ্য থাকলে Download ও Install করার অপশন পাবে।

Android ডিভাইস আপডেটেড রাখা ভালো, কেননা এতে বিভিন্ন নতুন ফিচার যুক্ত হয়, বাগ ফিক্স হয়, সিকিউরিটি প্যাচ যুক্ত হয়। আর এসব Software updates সম্পূর্ণ বিনামুল্যে আসে, তাই এসব নিশ্চিন্তে Install করতে পারেন।

তবে যেকোনো ফোনে Android update এর আগে যে ভার্সনের update এসেছে সেটি সম্পর্কে জেনে নিন। YouTube বা Facebook এ বিভিন্ন গ্রুপে ইতিমধ্যে উক্ত Software update সম্পর্কিত তথ্য update পেয়ে যাবে।

ভালো করে যাচাইবাচাই করে Android ফোন update কর। এছাড়াও আপডেটে যেহেতু সিস্টেম ফাইলে পরিবর্তন আসে, তাই সম্ভব হলে আপডেটের আগে ব্যাকাপ নিয়ে রাখা ভালো।

প্রিয় পাঠক, আপনাদের যদি এই আর্টিকেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর এ বিষয়ে কোন কিছু জানার থাকলে তা কমেন্ট করুন।

আপনাদের মত যদি কেউ আর্টিকেল লেখার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে হট ইনকাম সাইট এ আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন, কিভাবে আর্টিকেল লিখবেন তা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে নিন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles