সৌরজগৎ,সৌরজগৎ নিয়ে প্রশ্ন,সৌরজগত নিয়ে আলোচনা,সৌরজগতের জানা-অজানা বিস্ময়কর আলোচনা,সৌরজগৎ কি,সৌরজগৎ ও আমাদের পৃথিবী,সৌরজগৎ এর বর্ণনা,সৌরজগতের রহস্য,
সৌরজগত,সৌরজগৎ ও পৃথিবী,পৃথিবী ও সৌরজগৎ,সৌরজগৎ সম্পর্কে তথ্য,সৌরজগতের,সৌরজগতের সীমানা,সৌরজগতের অজনা তথ্য,এই বছর নতুন আলোচনা,সৌরজগতের গ্রহ,সৌরজগত ভূমন্ডল mcq,সৌরজগতে কি রয়েচে,আল কুরআনের বৈজ্ঞানিক আলোচনা,সৌরজগতে মোট কতগুলি গ্রহ রয়েছে?,সৌরজগৎ mcq,সৌরজগতের রহস্য,সৌরজগতের
সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ গ্রহাণুপুঞ্জ ধুমকেতু উল্কা প্রভূতি নিয়ে যে পরিবার কাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্য। সৌরজগতের ৮টি গ্রহ, সর্বাধিক উপগ্রহ হাজার হাজার লক্ষ লক্ষ ধুমকেতু রয়েছে।
সূর্য
সৌরজগতের সকল গ্রহ উপগ্রহ নিয়ন্ত্রক হলো সূর্য । সূর্য হলো একটি উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ । সূর্য পৃথিবীর অপেক্ষা ১৩ লক্ষ গুণ বড় ।
পৃথিবী থেকে এটি প্রায় ১৩ কোটি কিলোমিটার দূরে অবস্থিত । এর ব্যাস প্রায় ১৩ লক্ষ্ ৮৪ হাজার কিলোমিটার। সূর্য উপরিভাগের উষ্ণতা ৫৭,০০০ ডিগ্রী সেলসিয়া ।
বিরাট দূরত্বের জন্য সূর্যের অতি সামান্য তাপ পৃথিবীতে এসে পৌঁছায় । এর সামান্য তাপ ও আলো দ্বারাই পৃথিবীর জীবজগতের সকল প্রয়োজন মেটে । অন্যান্য গ্রহ উপগ্রহগুলো তাপ ও আলোর উৎসও সূর্য । সূর্যের কোন কঠিন বা তরল পদার্থ নেই ।
শতকরা ৫৫ ভাগ হাইড্রোজেন ৪৪ ভাগ হিলিয়াম এবং ১ ভাগ অন্যান্য গ্যাস সূর্য গঠিত । সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌরকলঙ্ক( Sun Spot) বলে ।
সূর্যের অন্যান্য অংশের চেয়ে সৌরকলঙ্কের এর উত্তাপ কিছুটা কম থাকে । আণবিক শক্তি সৃষ্টি প্রক্রিয়া সূর্য প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে শক্তি তৈরি হচ্ছে । সূর্য প্রায় ২৫ দিন নিজ অক্ষের ওপর একবার আবর্তন করে । সূর্য আলো ও তাপ ছাড়া পৃথিবীর উদ্ভিদ এবং প্রাণী কিছুই জন্মাতো না প্রাণের স্পন্দন সম্ভব হতো না ।
Nics
You must be logged in to post a comment.