আমার একটা স্বপ্ন ছিলো আমি বড় হয়ে একটা মোবাইল ফোন কিনমো তা তো আজ পর্যন্ত পারলাম না বড় হয়ে বাবার কাছ থেকে টাকা চাইলাম বাবা বললো আমার কাছে এতো টাকা নাই বাব আমি তোকে এতো টাকা দিতে পারবো না।
তুই মনে কিছু করিস না বাবাকে আমি বললাম বাবা আমার ফোন লাগবে বাবা হয়তো আমিও একদিন ফোন কিনমো বাবা এই কথা বলে বাবা আমি চলে গেলাম আজ আমার বন্ধুর জন্ম দিন তার সাথে কথা ছিলো তোকে আমি তোর জন্মদিনে আমার ফোন দেখাবো।
ছরি বন্ধু আর হয়তো দেখাতে পারবো না আমার একটা আসা ছিলো বন্ধু জন্ম দিনে জাবো খোদা হাফেজ তোমরা সবাই ভালো থেকো আমার এই লেখা যদি ভালো লাগে তোমরা সবাই বেশি বেশি পড়ো?
You must be logged in to post a comment.