বিশ্বের সবচেয়ে বড় সেতু। প্রযুক্তির দিগ বিজয়।

বিশ্বের সবচেয়ে বড় সেতু: বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সেতু হলো দানইয়াং কুনশান গ্র্যান্ড ব্রীজ। পৃথিবীর বুকে এই ব্রীজটি বিশ্বের সবচেয়ে বড় ব্রীজের খেতাব অর্জন করেছে। আজকে আমরা জানবো,  বিশ্বের সবচেয়ে বড় সেতু  সম্পর্কে।

মানবসভ্যতার এই যুগে সভ্যতার বিকাশ অনেকটাই এগিয়ে গেছে। মানুষের জীবনধারাকে সহজ থেকে আরও সহজ করে তোলার জন্য প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নানা আবিষ্কার। কিন্তু সেই আবিষ্কার কোন দেশই তার নিজের কাছে কুক্ষিগত করে রাখে না। বরং তা সবার সাথে ভাগাভাগি করে নেয়।

 এই ভাগাভাগি করে নেওয়াটা সহজ করে তোলতেই তৈরি হয়েছে নানান যোগাযোগ ব্যবস্থা। আমরা সড়কপথে, জলপথে ও আকাশপথে এখন গমন করতে পারি। তবে জলপথে কয়েক ঘন্টার পথ সড়কপথে কয়েক মিনিটেই পার করা সম্ভব হয়। তাই বিভিন্ন নদী ও সমুদ্রের উপর দিয়ে নির্মান হচ্ছে অনেক ব্রীজ বা সেতু।

বিশ্বে এমন কিছু সেতু রয়েছে যা আমাদের ভাবনাকেও হার মানায়। অনেক দূর্গম পথের এপার ওপার কে জুড়ে পথকে করেছে সুগম। যুগে যুগে সেই সেতু নির্মানে বেড়েছে দৈর্ঘ্য ও উচ্চতা। প্রতিটি দেশেই এখন এই নির্মান কার্যকে নিয়ে চলছে প্রতিযোগিতা।

আপনাদের জানাতে চাই যে,  এই উদ্ভাবনের প্রতিযোগিতায় অগ্রগামী চীন। বিশ্বের বুকে অনেক গুলো বিশ্বরেকর্ড গড়ে রেখেছেন চীন।  চীন তাদের বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে প্রতিনিয়তই পৃথিবীকে অনন্য উদ্ভাবন উপহার দিচ্ছে। তারই একটি হলো দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ। এটি বিশ্বের সবচেয়ে বড় সেতু।

সেতু কী?

চলার পথে অনেক প্রতিবন্ধকতা থাকে। পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে আছে পানি। আর এই পানি বা জলপথের প্রতিবন্ধকতা দূর করতে কোন প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি করা সংযোগই হলো সেতু। প্রাচীনকাল থেকেই মানুষ জীবন দ্বারা সহজ করার জন্য সেতু তৈরি ও ব্যবহার করতো। সেতু শুধু জলপথে হয় তা নয়। তবে আমরা সেতু বলতে জলপথের সেতুকেই বুঝি।

সেতু আমাদের চলার পথকে সহজ করে দেয়। ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে একটি সেতু আমাদের সার্বিক উন্নয়নে সহায়তা করে। বর্তমানে মানুষের প্রয়োজনে বিশ্বের সবচেয়ে বড় সেতু গুলো নির্মান করা হচ্ছে। চলুন প্রথমে পরিচিত হই বিশ্বের সবচেয়ে বড় কিছু সেতুর সাথে।

বিশ্বের সবচেয়ে বড় সেতু : দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ চীনের বুকে সমুদ্রের ড্রাগন নামক উপাধি নিয়ে দাঁড়িয়ে আছে। এর বিস্তৃত শরীর সমুদ্রের বুকে মানুষের যাত্রাকে অনেক সহজ এবং বিনোদনমূলক করে তুলেছে। তবে এর নির্মানের পিছনে রয়েছে অনেক অজানা তথ্য।

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজের অবস্থান

চীনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এই ব্রীজ নির্মান করা হয়। চীনের অন্যতন গুরুত্বপূর্ণ স্থান হলো জিয়াংসু প্রদেশের সাংহাই ও রাজধানী নানজিং। সাংহাই চীনের অর্থনীতির হৃৎপিন্ড নামেও খ্যাত। তবে এই প্রদেশের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিলো না।

দেশটির অর্থনীতির উন্নয়নের জন্য এই বিশাল ব্রীজ নির্মান করা হয়। এটি সাংহাই ও নানজিং এর মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটি সাং-চিয়াং নদীর বদ্বীপ এলাকায় অবস্থিত। ডানয়াং, চাংজু, ওসিসুজু এর মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। এবং কুনশান এ গিয়ে শেষ হয়েছে। এজন্য একে দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ নামকরন করা হয়।

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ নকশা

বিশ্বের সবচেয়ে বড় সেতু এর নকশা করেছিলো চীনের কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান। চায়না রোড এন্ড ব্রীজ কর্পোরেশন এই ব্রীজ প্রস্তুতে কাজ করেছিলো। চীনের সরকারি এই প্রতিষ্ঠানে চীনের রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহায়তায় এই কাজ করা হয়।

সিআরবিসি বা চায়না রোড এন্ড ব্রীজ কর্পোরেশন হলো এমন একটি প্রতিষ্ঠান যা চীনের রেলপথ, বন্দর, টানেল, সেতু ইত্যাদি বড় বড় কনস্ট্রাকশন কাজ করে থাকে। বর্তমানে নির্মান প্রকৌশলীরা নদী ছাড়িয়ে সেতু নির্মান করছে সমুদ্রেও।

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ নির্মান

এই ব্রীজের নির্মান কাজ শুরু করা হয় ২০০৬ সাল থেকে।  সাংহাই এর সাথে জিংসু প্রদেশের নানজিং শহরের সংযোগ স্থাপনের জন্য দেশের রেলওয়ে বিভাগের সাথে পরিকল্পনা করে এটি নির্মানের পরিকল্পনা করা হয়। তবে সেতুটি ছিলো অনেক বড়। তাই এই সেতুটি নির্মানে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে।

সেতুটি কয়েকটি অংশের একটি সামষ্টিক সেতু। এর একটি অংশ কিং দাও হাইওয়ান রোড ব্রীজ। চীনের যেকোনো সেতু নির্মানের সবচেয়ে বড় বাধা হলো টাইফুন। তবে এই ব্রীজটি টাইফুন সহ্য ক্ষমতা নিয়েই তৈরি হরা হয়েছে।

এই সেতুটি নির্মান করতে মোট সময় লাগে মাত্র ৪ বছর। ২০০৬ সাল থেকে ২০১০ সাল। ২০১১ সালে এটি উন্মুক্ত করে দেওয়া হয়। এই সেতু নির্মানে প্রায় ১০,০০০ শ্রমিক কাজ করেছিলো। ভূমিকম্প সহনশীল করে তৈরি এই সেতু। বিজ্ঞানীদের মতে প্রায় ৩লক্ষ টনের কোনো জাহাজও যদি এই সেতুর সাথে ধাক্কা লাগে, তবুও কিছুই হবেনা এই সেতুর।

FAQ's

বিশ্বের সবচেয়ে বড় সেতু কোনটি? দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ বিশ্বের সবচেয়ে বড় সেতু।

সর্বশেষ: বিশ্বের নানা অবাক করা আবিষ্কার রয়েছে।কিন্তু বিজ্ঞান থেকে নেই। ক্রমাগত এগিয়ে যাচ্ছে আরও উন্নতির দিকে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles