রাসেল ভাইপার। এক মহা আতংকের নাম!

এখন বর্তমান এ এক মহা আতংকের নাম হল রাসেল ভাইপার। চলুন তাহলে জেনে আসি সেই রাসেল ভাইপার সাপ সম্পর্কে কিছু তথ্য:

অনেকেই আবার মনে করছেন যে, রাসেল ভাইপার মানে জাহান্নাম থেকে আগমনকারী এক ভয়নকর সাপ!

রাসেল ভাইপার এই সাপের বিশেষত্ব হচ্ছে,এরা খুবই বিষধর। রাসেল ভাইপার কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা 10%।

আবার রাসেল ভাইপার এই সাপের এন্টি ভেনম নাই আমাদের দেশে। আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।

আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কেউ সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। আরো অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।

রাসেল ভাইপার সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয় ৫০ থেকে ৮০ টি পর্যন্ত, বাচ্চা দিতে পারে। যেখানে অন্যান্য সাপ ডিম দেয় তারপরে ডিম থেকে বাচ্চা হয়, কিন্তু রাসেল ভাইপার সরাসরি তারা বাচ্চা দেয়?

সম্প্রতি, পাবনা,মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী,নাটোর, চাঁদপুরের মেঘনা নদী সহ আড়াইহাজার, ,মাওয়া,পদ্মার তীরবর্তী এলাকায় রাসেল ভাইপার সাপের উপদ্রব খুবই বেড়েছে।

তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয়, তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তাই আমাদের সকলকে এই রাসেল ভাইপার সম্পর্কে সতর্ক হতে হবে?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles