আলবেনিয়া ভিসা চেক করার উপায়। albania visa check online

আপনি যদি আলবেনিয়ার ভিসা পেয়ে থাকেন, তাহলে ভিসা চেক করা জরুরি। কারণ ভিসা যাচাই করেই জানা যায় সেটি আসল নাকি নকল। তাই যারা ইতিমধ্যেই আলবেনিয়া যাওয়ার ভিসা পেয়ে গেছেন তারা চাইলে ঘরে বসে আলবেনিয়ার ভিসা চেক করতে পারেন।

আজকের পোস্টে দেখাবে কিভাবে আলবেনিয়ার ভিসা চেক করবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক:

আলবেনিয়া ভিসা চেক করার উপায়

মোবাইলের মাধ্যমে আলবেনিয়ার ভিসা চেক করা যায়। মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকলে সহজেই ঘরে বসে আলবেনিয়ার ভিসা চেক করতে পারবেন।

আলবেনিয়ার ভিসা চেক করতে আপনাকে একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। কিভাবে খুব সহজে আলবেনিয়ার ভিসা চেক করতে হয় তার একটি ধাপে ধাপে নির্দেশিকা নিচে দেওয়া হল,

1. আলবেনিয়ার ভিসা চেক করতে https://www.evisa.gov.md/check-my-visa/ লিঙ্কটি ব্যবহার করে সরাসরি ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যাওয়ার পর নিচের মত একটি ছবি আসবে।

2. আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে দুটি রুম আছে, উপরের ঘরে আপনাকে আলবেনিয়ার ভিসার নম্বর দিতে হবে, অর্থাৎ, আপনাকে যে আবেদন নম্বরটি আলবেনিয়ার ভিসার আছে সেটি বসাতে হবে।

তারপর নিচের ঘরে ভেরিফিকেশন কোডের অপশন আছে, এখানে ভেরিফিকেশন কোড বসাতে হবে। অর্থাৎ এখানে ক্যাপচা পূরণ করতে হবে।

3. একবার ক্যাপচা পূরণ হয়ে গেলে, নিচে একটি অপশন আছে Check নামে, এখানে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আলবেনিয়ার ভিসার স্ট্যাটাস। অর্থাৎ ভিসার যাবতীয় তথ্য এখানে সামনে চলে আসবে।

4. এখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বুঝতে হবে ভিসাটি আসল এবং যদি কিছু ভুল থাকে তাহলে বুঝতে হবে ভিসা নিয়ে সমস্যা আছে। এভাবে খুব সহজেই আলবেনিয়ার ভিসা যাচাই করা যায়।

শেষ কথা,

আমি আশা করি যারা পোস্টটি মনোযোগ সহকারে পড়েছেন তারা আলবেনিয়ার ভিসা চেক করার নিয়ম সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন বা কিভাবে খুব সহজেই ঘরে বসে আলবেনিয়ার ভিসা চেক করবেন।

এরপরও যদি এ আলবেনিয়া ভিসা চেক করার উপায় বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে বা পোস্টটি পড়ার পর কোনো বিষয় বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার মূল্যবান প্রশ্নের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ ?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles