প্রিয় পাঠক, তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো। আজ তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। চলো তাহলে আজকে আলোচনার মূল বিষয়ে যাওয়া যাক।
আজকের আলোচনার মূল বিষয় হলো: Android App update করার নিয়ম। Android ফোনের app update করা বেশ অতি সহজ একটি কাজ। খুব অল্প সময়ের মধ্যে Android App update করা যায়। Play Store এর সাহায্য app অটো বা ম্যানুয়ালি update করা যাবে। উভয় নিয়মে app সফলভাবে update করা যায়।
Android App অটোমেটিক update করলে অ্যাপের লেটেস্ট ফিচার ও ইম্প্রুভমেন্ট মুক্তির পরপরই পেয়ে যাবে। এছাড়া অটোমেটিক App update ফোনের ডাটা কিংবা ওয়াই-ফাই দ্বারা দেওয়া যায়, যার মানে হলো যেকোনো ধরণের ইন্টারনেট ব্যবহার করে Android App update করা যাবে।
তবে তুমি যে ধরণের update মেথড অনুসরণ করুন না কেনো, কিছু গুরুত্বপূর্ণ app মোবাইলের কোর ফিচারের সাথে সংযুক্ত থাকার কারণে এসব app অটোমেটিক update হয়ে যায়, যার ফলে মোবাইলে কোনো সমস্যা থাকলে তা দূর হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ফিচার যুক্ত হয়।
আজকের এই আর্টিকেলে Android App update করার তিনটি উপায় জানতে পারবে। এছাড়াও Android App কেনো update করা উচিত সে সম্পর্কেও জানতে পারবে।
Android App update কেনো করবে
তুমি হয়ত জিজ্ঞেস করতে পার, “আমার app সমূহ তো ঠিকঠাক ভাবেই কাজ করছে, তবে আবার apps গুলো update করতে যাবো কেনো’' এর কারণ হলো শুধুমাত্র app ঠিকভাবে চলার ব্যাপারটিই যথেষ্ট নয়।
কোনো App update এর সাথে যুক্ত থাকে, বিভিন্ন সুবিধা যা ডিভাইসের স্ট্যাবিলিটি ও পারফরম্যান্স বাড়ানোর সাথে সাথে নতুন ফিচার, উন্নত সিকিউরিটি, ইত্যাদি প্রদান করে।
নিয়মিত App update কেনো update করা উচিত সে সম্পর্কে জেনে নেওয়া যাক। Android App update করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো নিরাপত্তা জনিত। বর্তমানে এখন হ্যাকাররা যেমন: ডাটা ও ব্যক্তিগত তথ্য চুরির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একইভাবে app Developer গণ হ্যাকিং থেকে ব্যবহারকারীদের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর। কোনো অ্যাপের আউটডেটেড ভার্সন ব্যবহারের ফলে হ্যাকাররা তোমার মোবাইলে তথ্যের অ্যাকসেস পেয়ে যেতে পারে, অর্থাৎ Android App update এর মত সহজ একটি কাজ করেও হ্যাকারদের কাছ থেকে মুক্তি পাওয়া যায়।
App update আসার আরেকটি কারণ হলো বাগ ফিক্সেস। আমরা যেসব app ব্যবহার করি, তার মধ্যে অধিকাংশ অ্যাপে কোনো না কোনো বাগ থাকবেই।
আর এই সমস্যা সমূহ দূর করতে Android app সমূহের জন্য update তৈরি করে Developer গণ। এছাড়া App update এর সাথে নতুন ফিচার যে যুক্ত হয়, এই বিষয়ে তো আমাদের সকলের জানা আছে।
Android App অটোমেটিক update
Android App update করার সবচেয়ে সহজ ও দ্রুত উপায় হলো অটোমেটিক আপডেট ফিচারটি চালু করে দেওয়া। Automatic app update চালু করলে বারবার প্লে স্টোরে প্রবেশ করে কোনো App update করতে হবেনা। Android App এর Automatic update ফিচারটি চালু করতে তোমাকে যে কাজটি করতে হবে।
তা নিচে আমি সুন্দরভাবে তোমাদের বোঝার সুবিধার্থে step-by-step বুঝিয়ে দিয়েছি তোমরা ভালোভাবে লক্ষ্য কর।
- প্রথমে Google Play Store এ প্রবেশ কর।
- তারপর ডানদিকের টপ কর্নারে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ কর।
- তারপর Settings > General > Network Preferences অপশনে ক্লিক কর।
- Auto-update apps অপশনে ট্যাপ করুন
- তারপর app ওয়াই-ফাই ও ডাটা তে update হওয়ার এবং Automatic update বন্ধ করার অপশনসমূহ দেখতে পাবে।
- সবচেয়ে ভাল হয় যদি শুধুমাত্র ওয়াইফাই এর জন্য Automatic update চালু কর, কারণ তাহলে তোমার মোবাইল ডাটা সাশ্রয় হবে।
- তারপর সেটিংস সেভ করতে DONE এ ট্যাপ কর।
উল্লেখ্য যে Play Store এ কোনো সমস্যা থাকলে বা অন্য কোনো কারণে প্লে স্টোরের কার্যক্রম বাধাগ্রস্ত হলে সেক্ষেত্রে app Automatic update না ও হতে পারে।
Android app ম্যানুয়াল আপডেট
Automatic update তোমার কাছে ঝামেলার মনে হলে ম্যানুয়ালিও app update করতে পারবে। ম্যানুয়ালি app update এর ক্ষেত্রে একবারে একটিমাত্র app update করা যাবে।
আবার সকল app update এর প্রয়োজন না হলে সেক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করা যাবে। Android App ম্যানুয়ালি update করতে তোমাকে যে কাজটি করতে হবে।
- google প্লে স্টোরে প্রবেশ কর।
- ডানদিকের টপ কর্নারে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ কর।
- Manage apps & device সিলেক্ট কর।
- তারপর যেসব অ্যাপের update পেন্ডিং রয়েছে, সেসব অ্যাপের পাশে থাকা Updates available সেকশনে ট্যাপ করে উক্ত app update করতে পারবে।
Android App আলাদা আপডেট
প্রতিটি app আলাদা করে update করার উপায় আমরা ইতিমধ্যে জেনেছি। এছাড়া আরো একটি উপায়ে Android App update করা যেতে পারে প্লে স্টোরের সাহায্যে। এই উপায়ে কোনো নির্দিষ্ট app অটো-update করতে বা Auto-update থেকে বাদ দিতে পারবে। app আলাদাভাবে update করতে,
- প্লে স্টোরে প্রবেশ কর।
- ডানদিকের টপ কর্নারে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ কর।
- Manage apps & device অপশনে ট্যাপ কর।
- তারপর যেকোনো app update করতে উক্ত app সিলেক্ট কর।
- অ্যাপের পেজে প্রবেশের পর ডানদিকের টপ কর্নারে থাকা থ্রি-ডট বাটনে ট্যাপ কর।
- তারপর “Enable auto-update” সিলেক্ট করে উক্ত app Auto-update এর ফিচার চালু করতে পারবে।
- এছাড়া Auto-update চালু থাকা অ্যাপের Update ও একই উপায়ে বন্ধ করতে পারবে।
এছাড়া কোনো অ্যাপের update আসলে প্লে স্টোর থেকে উক্ত অ্যাপের পেজে প্রবেশ করলে “Update” অপশন দেখতে পাবে, যার মাধ্যমেও Android ফোনের app update করা যাবে।
প্রিয় পাঠক, আপনাদের যদি এই আর্টিকেলটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধব দের মাঝে শেয়ার করুন। আর আপনারা এই বিষয়ে আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।
আপনাদের কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। আপনার যদি কোন আর্টিকেল লেখার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এই seniorbd.com থেকে আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন কিভাবে আর্টিকেল লিখবেন তা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে নিন?
done
You must be logged in to post a comment.