বিকাশ প্রতারণা এক নতুন কৌশল | bkash

আমার অভিজ্ঞতা সেয়ার করব: সাম্প্রতিক আমার সাথে যা হয়ে, গত ৪/৩/২০২২তারিখ আনুমানিক রাত ১০.৩০ এ একটি নাম্বার থেকে কল আসে, রিসিভ করার পড় প্রথমত সালাম বিনিময় তারপর আমার ফোনে একটি OTP কোডের মেসেজ আসলো।

প্রতারক বললো স্যার আপনার করোনার থার্ড বুস্টার ডোজ এর সময় হয়েছে, সে ক্ষেএে আপনার তথ্য ভেরিফাই করতে হবে। 

সাস্থ্য অধিদপ্তর থেকে এখন একটি OTP কোড পাঠানো হয়েছে, দয়া করে কোডটি বলেন বুস্টার ডোজ ভেরিফাই এর জন্য।

একটু চিন্তায় পড়লাম একটা বিষয় ভাবলাম আগেও তো ভ্যাকসিন দিলাম এরকম তো হয়নি প্রতারক ফোনে বলতেই আছে স্যার ৪ মিনিট সময়ের মধ্যে ভেরিফাই এর জন্য দয়া করে কোড টি বলুন। 

ফাইনালি প্রতারক কে বলতেছিলাম এরকম কোন সিস্টেম বিটিআরসির কোন তথ্য আমার জানা ছিলো না, আমি আপনাকে কোন প্রকার কোড দিচ্ছি না, প্রতারক কলটি কেটে দিল। 

 সকল ভাাই বোনের  দৃষ্টি আকর্ষন এরকম প্রতারক ফোন কল বা করোনা টিকার কথা বলে বা বিকাশ হেডঅফিস বা এজেন্ট পরিচয়ে কল বা OTP মেসেজ কখনও শেয়ার করবেন না।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles