যারা ব্লগিং করতে ইচ্ছুক তাদের জন্য ব্লাগার ডট কম একটি সহজ এবং ফ্রী মাধ্যম। ব্লগার ডট কমে হোস্টিং এবং ডোমেইন নেইমের সেবা একদম ফ্রীতেই দেওয়া হয়। নতুন ব্লগারদের জন্য বেস্ট একটি প্লাটফর্ম ,তবে যারা নিজের ডোমেইন নেইম কিনতে আগ্রহী তারা ব্লগারে ডোমেইন এড করতে পারবেন।
আমার এই আর্টিক্যালটি মূলত নিউ ব্লগারদের জন্য যিনি বা যারা ব্লগার হতে প্রচন্ড ইচ্ছুক কিন্তু বুঝতে পারছেন না কিভাবে কি করবেন কিভাবে শুরু করতে হবে । আশা করি আজ আমি আপনার কিছুটা হলেও সাহায্য করতে পারবো ।
ব্লগিং শুরু করার জন্য আপনাকে সবার প্রথমে এটি জানতে হবে যে , আপনি কি বিষয় নিয়ে ব্লগিং করতে চান সে বিষয়টি। এরপর ২য় কাজ হলো ব্লগটির একটি সহজ ডিসেন্ট নাম রাখা । এমন কোনও নাম রাখবেননা যার সাথে আপনার বিষয়ের কোনো মিল নেই।
কিভাবে ব্লগার ডট কমে একাউন্ট খুলবেন
ব্লগার প্লাটফর্মে গিয়ে ক্রিয়েট একাউন্টে ক্লিক করলে একটি টাইটেল বার আসবে ।সেখানে নিজের ব্লগের জন্য টাইটেলটি লিখবেন আপনার যদি বাংলায় ব্লগ হয় বাংলায় লিখতে পারেন আবার ইংলিশেও লিখতে পারবেন । তারপর আপানার ব্লগের ফ্রী ডোমেইন ক্রিয়েট করার জন্য আপনার টাইটেলটি দিবেন । আপনার একাউন্টটি তৈরী হয়ে গেলো।
SEO friendly blogger এর বেসিক সেটিংস
ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গেলে আপনার প্রয়োজন কিছু বেসিক সেটিংস করা । সেটিংসে গেলে আপনি অনেক গুলো ওপশান দেখতে পাবেন । Visible to search engine ইনেবল করতে হবে । এটি ডিসেবল থাকলে আপনার ব্লগটি গুগলে শো করবেনা সার্চ কোনসলে এড করলেও।
সার্চ কোনসল সম্পর্কেও আমি বিস্তাড়িত জানাবো , ব্লগিং এর সবথেকে প্রয়োজনীয় পার্ট ।আরও নিচে স্ক্রোল করলে HTTPS Redirect পাবেন এটি ইনেবল করতে হবে। Enable Search description ওন রাখুন ।
Enable custom robots.txt ওন করে Custom robots.txt এ ক্লিক করে
User-agent:
Disallow: /search
Disallow: /category/
Disallow: /label/
Disallow: /tag/
Allow: /
Sitemap:https:/এখানে আপনার ব্লগের লিংক/atom.xml?redirect=false&start-index=1&max-results=500
এটি পেস্ট করে দিন বক্সটিতে। এবার Enable custom robots header tags ওন করুন এরপর ,Home page tags এ all এবং noodp ওন করে দিবেন। Archive and search page tags এ noindex এবং noodp ওন করুন। Post and page tags এ all এবং noodp ওন করে দিন ।
সেটিংস এর কাজ শেষ । Google Search Console কি এবং কিভাবে ব্লগকে এড করব Google Search Console?
Google Search Console যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি গুগলে show হয় এবং সার্চ কোনসল ব্লগের ট্রাফিক জেনারেট করে ,বিভিন্ন error solve করে ।
Google Search Console সাইটে গিয়ে আপনার ব্লগ লিংক বা আপনার নিস্ব ডোমেইন থাকলে ডোমেইন নেইম কপি রে পেস্ট করে দিলেই আপনার ব্লগ ভেরিফাই করে নিবে Google Search Console।
Google Search Console এ লিংক ভেরিফাই হওয়ার সাথেসাথে সবসময় URL Index হয় না কিছু দিন অপেক্ষা করতে হবে। Sitemap index করার জন্য বাম সাইটে sitemap এ ক্লিক করে লিংক সাবমিটের জায়গায় /sitemap.xml পেস্ট করে submit করে দিন। যদি সাথেসাথেই আপনার সাইটটি গুগলে না দেখায় চিন্তা করবেননা। একটু সময় লাগে URL Index হতে। ততোদিনে আপনি ব্লগ পোস্ট লিখতে থাকুন ।
কিভাবে বুঝবো আমার ব্লগ গুগল সার্চে Show করছে
Google.com এ গিয়ে site:আপনার ব্লগের লিংক লিখে সার্চ করুন। URL Index হলে আপি আপনার সাইটের নাম দেখতে পাবেন। বা আরো কটি পদ্বতি আছে Google Search Console বামে URL Inspection এ ক্লিক করুন Url Index লিখা থাকলে আপনার বল্গটি Google Search এ show হচ্ছে ।
You must be logged in to post a comment.