ব্লগিং করে কিভাবে আয় করা যায় | ব্লগিং করে কত টাকা আয় করা যায় ২০২২

ব্লগিং কি, ব্লগিং কিভাবে করে, কিভাবে ব্লগিং শুরু করবেন, ব্লগিং করে কত টাকা আয় করা যায়  ইত্যাদি সম্পর্ক জানতে চাইলে আজকের আর্টকেল টি সম্পুর্ন শেষ পর্যন্ত পড়ুন। 

ব্লগিং কি

বর্তমানে ব্লগিং করে  অনলাইনে আয় করা অন্যতম জনপ্রিয় উপায়। ব্লগিং হলো অনলাইন ব্যাক্তিগত ডায়েরি। অর্থাৎ আপনার নিজস্ব জ্ঞানকে অনলাইনে আর্টিকেল আকারে লিখা কে  ব্লগিং বলে৷

ব্লগ শব্দটি হলো ইংরেজী শব্দ। যা আগে নাম ছিলো Webblog৷ বর্তমানে অনেকে ব্লগিংকে নিজের পেশা হিসেবে নিয়েছে।আপনি ও ব্লগিং কে নিজের পেশা হিসেবে বেছে নিতে পারেন এবং অনলাইন থেকে আয় করতে পারবেন। ব্লগিং করে মাসে কয়েক লাখ টাকা আয় করা যায়। 

কিভাবে ব্লগিং শুরু করবেন

ব্লগিং করা খুবই সহজ। যেকেউ চাইলে ব্লগিং করে অনলাইন থেকে আয় করতে পারে। ব্লগিং করার জন্য আপনার প্রয়োজন ইচ্ছাশক্তি ও ধৈর্য।কারন ব্লগিং করে আপনি প্রথমেই সফল হতে পারবেন না। এছাড়া আপনার প্রয়োজন ডিভাইস ও ইন্টারনেট সংযোগ। 

আপনাকে নির্দিষ্ট একটি বিষয়ে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে হবে। যেকোনো একটি নিশ বাছাই করতে হবে। ব্লগিং করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট তৈরী করতে হবে। যেখানে আপনি ব্লগ লিখবেন।

ওয়েবসাইট তৈরী করার জন্য আপনি গুগলের Blogger সার্ভিস টি ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করার জন্য আপনাকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এটি গুগলের নিজের ফ্রি সাইট। 

এখানে ব্লগ করার জন্য আপনার কোনো ডোমেইন ও হোস্টিং কিনতে হবে না। গুগলের থেকেই সাব ডোমেইন দেওয়া থাকে। তবে আপনি যদি প্রফেশনাল ভাবে ব্লগিং করতে চান তাহলে আপনাকে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরী করতে হবে।

ওয়ার্ডপ্রেস সাইট তৈরীর জন্য আপনাকে কিছু টাকা ব্যয় করতে হবে। ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ডোমেইন ও হোস্টিং কিনতে হবে। যা আপনাকে ফ্রি ব্লগ সাইটে করতে হবে না। নতুন ব্লগার হিসেবে আপনি গুগলের ফ্রি সাইটি ব্যবহার করতে পারেন।  

ব্লগিং করে কত টাকা আয় করা যায়

ব্লগিং করে কত টাকা আয় করা যায়, এট সম্পুর্ন নির্ভর করে আপনার দক্ষতা ও কাজের ওপর৷ আপনি কতটুকু ভালো কন্টেন্ট পাবলিস করছেন তার ওপর। আপনার ভিজিটর সংখ্যার ওপর। কারন আপনার আয় হবে গুগল এডস্যান্সের মাধ্যমে।

গুগল এডস্যান্স হলো ব্লগিং করে আয় করার সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম। বেশিরভাগ ব্লগাররা গুগল এডস্যান্সের মাধ্যমেই আয় করছেন। এছাড়াও আরও অনেক উপায় রয়েছে আয় করার।  তার মধ্য অন্যতম হলো অ্যাফিলিট মার্কেটিং।

অ্যাফিলিটিং মার্কেটিং  হলো বিভিন্ন কোম্পানির বা ব্যাক্তির প্রোডাক্ট প্রমোট করা। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট পরিমান অর্থ আয় করতে পারবেন। বর্তমানে অনেক প্রফেশনাল ব্লগাররা ব্লগিং করে মাসে লক্ষ টাকা আয় করছে।

এছাড়া বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কন্টেন্ট রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো ব্লগিং ও কন্টেন্ট রাইটিং এর প্রচুর চাহিদা রয়েছে। 

তাহলে আজকে আমরা জানলাম ব্লগিং কি,  ব্লগিং করে কিভাবে আয় করা যায়, ব্লগিং করে কত টাকা আয় করা যায়।  

আপনি কি লেখালেখি করে আয় করতে চান তাহলে এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles