আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভাল আছো আজ আমি তোমাদের মাঝে এই পোস্টে Nagad ইসলামিক একাউন্ট কি, Nagad ইসলামিক একাউন্টের সুবিধা ও ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব।
Nagad ইসলামিক একাউন্ট কি
ইসলামিক শরিয়াহ ভিত্তিক Nagad একাউন্ট হলো বাংলাদেশ Nagad ইসলামিক একাউন্ট। শরিয়াহ সুপারভাইজারি কমিটির নির্দেশনা অনুযায়ী এই Nagad ইসলামিক একাউন্টের কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত হয়।
বাংলাদেশের নগদ একাউন্ট এবং সাধারণ একাউন্ট ও ইসলামিক একাউন্টের মধ্যে পার্থক্য হলো সাধারণ একাউন্টে মুনাফা বা সুদ নেওয়া যায়, যা বর্তমান Nagad ইসলামিক একাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নহে।
উদাহরণ: Nagad ইসলামিক অ্যাপ কোনো নতুন অ্যাপ নয়। আবার Nagad ইসলামিক একাউন্ট কিন্তু Nagad একাউন্টের একটি ধরন মাত্র। অর্থাৎ Nagad একাউন্ট বা অ্যাপ এর মাধ্যমে আপনারা সবাই কিন্তু Nagad ইসলামিক একাউন্ট ব্যবহার করতে পারবেন।
মূলত Nagad একাউন্টের ইসলামিক শরিয়াহ ভিত্তিক সংস্করণ হচ্ছে Nagad ইসলামিক অ্যাপ। এতে শরিয়াহ সম্মত সেবা ও সুবিধা উপভোগ করতে পারবেন Nagad একাউন্ট ব্যবহারকারীগণ।
Nagad ইসলামিক একাউন্টে কোনো ধরণের মুনাফা পাবেন না ব্যবহারকারীগণ। তবে অন্য সকল অফার, যেমনঃ ক্যাশব্যাক, মূল্যছাড়, ইত্যাদি সুবিধা পাওয়া যাবে নগদ একাউন্ট থেকে। এছাড়া শরিয়াহ সম্মত সকল নগদ অফার ও ব্যবহার করা যাবে।
Nagad ইসলামিক একাউন্টের সুবিধা
সুদবিহীন
Nagad ইসলামিক একাউন্টে সুদ প্রযোজ্য নয়, যার ফলে সুদবিহীন মোবাইল ব্যাংকিং করা যায়। বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য Nagad ইসলামিক একাউন্ট বেশ কাজে আসতে পারে।
জমানো টাকার উপর যেহেতু কোনো ধরণের সুদ দেওয়া হয় না। এই Nagad ইসলামিক একাউন্টে, তাই ব্যবহারকারীগণ চাইলে সুদ না নিয়ে Nagad এর সকল সেবা গ্রহণ করতে পারবে।
হজ্ব ট্যুরস ও ট্রাভেলস পেমেন্ট
হজ্ব এর ট্যুর ও ট্রাভেল পেমেন্ট করা যাবে এই Nagad ইসলামিক একাউন্টের মাধ্যমে। প্রতিবছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ তাদের পছন্দের ট্রাভেল এজেন্সির সহায়তার হজ্ব যাত্রার উদ্দেশ্যে বিদেশ গমন করে থাকে।
আর এসব মানুষের কথা মাথায় রেখে Nagad প্রতিষ্ঠান নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির সাথে পার্টনারশিপে যুক্ত হয়েছে Nagad।
আর Nagad ইসলামিক একাউন্টের মাধ্যমে বাংলাদেশের ইসলাম ধর্মের মানুষগণ হজ্ব ও ওমরাহ পালনের জন্য পেমেন্ট করতে পারবেন Nagad ইসলামিক একাউন্টের মাধ্যমে।
যেসব, ট্রাভেল এজেন্সির ট্যুর ও ট্রাভেল এর খরচ Nagad ইসলামিক একাউন্টের মাধ্যমে প্রদান করা যাবে, সেসব প্রতিষ্ঠানসমূহের তালিকা আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলোঃ
- জামা টেকনোলজিস লিমিটেড।
- জামা টেকনোলজিস লিমিটেড।-অনলাইন
- ওশেনিয়া ট্যুরিজম এন্ড ট্রাভেল
- ডিলাইট হলিডে
- অরবিট ট্রাভেল এইড
- উইংস এয়ার
- সানজার এভিয়েশন লি.
- প্লাসিড ইন্টারন্যাশনাল
- আজমেরি ট্রাভেল এজেন্সি
- এওট্রেক ট্যুরিজম লিমিটেড
- বাই এয়ার টিকেট লি.
- ট্র্যাভেল আইল্যান্ড লি.
- ট্রিপ ট্রিকস
- ট্রাস্ট হলিডেজ
- প্ল্যানার্স হলিডে
- জেয়ারতে বাইতুল্লাহ ট্রাভেলস
- ট্র্যাভেল গেটওয়ে
- ট্রিপ বিয়ন্ড
- মেক মাই প্ল্যান লিমিটেড
- টিবিডি হলিডেজ
- ট্র্যাভেল ফেয়ার বিডি
- সুরেন ট্রাভেলস
- রাশেল ট্যুরস এন্ড ট্রাভেলস
- ম্যাপ বাংলাদেশের
- জেড ইন্টারন্যাশনাল
- আই টি এস হলিডে লিমিটেড
- জাস্ট হলিডেস লি:
- ট্রাভেল জু বাংলাদেশ লিমিটেড
- হারামাইন হজ ওমরাহ লিমিটেড
- কসমস হলিডে
- এনি ট্যুরিজ্ম
- ইকো ট্রিপারস
- চলঘুরি লিমিটেড
- অরিজিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-ট্যুর হাব
- এলিগেন্ট হলিডেজ
- দুরন্ত ট্যুরিজ্ম
- আরএফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস
- সায়রা এয়ার ইন্টারন্যাশনাল
- এসবি এভিয়েশন
ডোনেশন
দান করা ইসলামি আদর্শের একটি অন্যতম অংশ। আর Nagad ইসলামিক একাউন্টের মাধ্যমে বেশ সহজে ‘ডোনেশন’ প্রদান করা যাবে।
ইসলামি আদর্শে পরিচালিত মানব কল্যানে নিয়মিত কাজ করে যাচ্ছে এমন প্রতিষ্ঠানগুলোতে দান কিংবা যাকাতের টাকা দেওয়া যাবে Nagad ইসলামিক একাউন্টের মাধ্যমে। যেসব প্রতিষ্ঠানে Nagad ইসলামিক একাউন্টের মাধ্যমে ”ডোনেশন” দেওয়া যাবে, সেসব প্রতিষ্ঠান হলোঃ
- আস সুন্নাহ ফাউন্ডেশন
- আল মারকাজুল ইসলামী
- মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস
- আঞ্জুমান মুফিদুল ইসলাম
- সেন্টার ফর জাকাত ম্যানেজম্যান্ট
- সাদাকাহ ফাউণ্ডেশন
ইসলামিক ইস্যুরেন্স পলিসি প্রিমিয়াম
বাংলাদেশ Nagad ইসলামিক একাউন্টের মাধ্যমে নির্দিষ্ট ইসলামিক ইস্যুরেন্স পলিসি এর প্রিমিয়াম দেওয়া যাবে। যেসব ইসলামিক ইন্স্যুরেন্স এর প্রতিষ্ঠানসমূহে পলিসি প্রিমিয়াম দেওয়া যাবে, সেসব প্রতিষ্ঠানের নাম নিচে দেওয়া হল:
- ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ
- আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড
- বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
- জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
- প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ
- এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
- মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
Nagad ইসলামিক একাউন্ট চালু করার নিয়ম
Nagad একাউন্টের ধরন বা টাইপ পরিবর্তন করে Nagad ইসলামিক একাউন্ট ব্যবহার করা যাবে। প্রতি মাসে সর্বোচ্চ ১বার Nagad একাউন্টের ধরন পরিবর্তন করা যায়। Nagad ইসলামিক একাউন্ট ব্যবহার করতে প্রথমে সাধারণ Nagad একাউন্টের প্রয়োজন হবে।
আপনাদের ইতিমধ্যে Nagad একাউন্ট না থাকলে প্রথমে একটি Nagad একাউন্ট খুলে নিন।
- এরপর আপনাকে Nagad একাউন্টকে Nagad ইসলামিক একাউন্টে পরিণত করতেঃ
- Nagad পিন প্রদান করে Nagad অ্যাপে প্রবেশ করুন
- অ্যাপ থেকে “My Nagad / আমার নগদ” সিলেক্ট করুন
- এরপর “Account Type / একাউন্টের ধরন” অপশন সিলেক্ট করুন
- সেখানে ইসলামি একাউন্টের অপসন আসবে
- এরপর সেটিংস এর পপ-আপ আসলে “Yes / হ্যা” অপশনে ট্যাপ করুন
- এরপর আপনার Nagad ইসলামিক একাউন্ট একটিভেট হয়ে যাবে?
তোমাকে Nagad ইসলামিক একাউন্ট একটিভ করার পর Nagad অ্যাপের ইউজার ইন্টারফেসে কিছুটা পরিবর্তন দেখতে পাবে।Nagad ইসলামিক একাউন্ট এভাবে উল্লেখিত নিয়ম অনুসরণ করে খুব সহজে ব্যবহার করা যাবে।
ইসলামিক একাউন্টের ক্ষেত্রে সাধারণ Nagad একাউন্টের মত মূল সুবিধা, যেমনঃ ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিল পে, ইত্যাদি উপভোগ করা যাবে।
প্রিয় বন্ধুরা আপনাদের যদি এই ধরনের টিপস এন্ড ট্রিকস আরো পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
আগামী পোস্টে আরো নতুন কিছু হট নিউজ নিয়ে আপনাদের কাছে হাজির হব তাই আমাদের ওয়েবসাইটে নতুন নতুন হট নিউজ পেতে আপনারা সাইটটি ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের পোস্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ?
You must be logged in to post a comment.