নগদ একাউন্ট খোলার নিয়ম | ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা

প্রিয় সম্মানিত পাঠক, আজ আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনারা নগদ একাউন্ট খুলবেন বা তৈরি করবেন। আপনারা যদি নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানার আগ্রহ হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেল সম্পূর্ণ ভালভাবে পড়ুন এবং লক্ষ্য করুন?

নগদ হচ্ছে, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা, নগদ হচ্ছে বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি ডিজিটাল লেনদেন সেবা, যার মাধ্যমে আপনারা খুব সহজেই টাকা লেনদেন করতে পারবেন। নগদ প্রথম শুরু করে ২০১৮ সালের নভেম্বর মাসে।

এটি অনেকটা সবার কাছে জনপ্রিয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এটি বিকাশের এর মতই। চলুন তাহলে জেনে নিই, কীভাবে আপনারা ঘরে বসেই নগদ একাউন্ট খুলতে পারবেন।

নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্ট খোলার জন্য নগদের উদ্যোক্তা বা এজেন্টের কাছে গিয়ে নগদ একাউন্ট খোলার পাশাপাশি আপনি যদি চান তাহলে ঘরে বসে নিজে নিজের একাউন্ট নিজেই সুন্দর ভাবে খুলতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে নিচে আমরা step-by-step আপনাদের বুঝিয়ে দিয়েছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন।

নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি

নগদ একাউন্ট খোলা এখন বর্তমানে অনেক সহজ। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ঘরে বসেই নগদ একাউন্ট খুলতে পারবেন বা তৈরি করতে পারবেন। নগদ একাউন্ট খুলতে প্রথমে, আপনাকে যেতে হবে..

  1. গুগোল প্লে স্টোর থেকে “Nagad App” ডাউনলোড করুন
  2. নগদ অ্যাপ ডাউনলোডের পর ওপেন করে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
  3. আপনার জাতীয় পরিচয়পত্রের উভয় (সামনে-পিছনে) পিঠের ছবি আপলোড করুন।
  4. আপনার একটি সেল্ফি তুলে একাউন্টে যুক্ত করুন।
  5. টার্মস এবং কন্ডিশনস পড়ুন
  6. আপনার নিজের সিগনেচার প্রদান করুন
  7. উপরোক্ত: আপনার সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হয়ে গেলে তখন আপনি নগদ এর সেবা সবগুলো উপভোগ করতে পারবেন।

এয়ারটেল, টেলিটক, বাংলালিংক, গ্রামীণফোন, রবি, সকল সিম থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম

এয়ারটেল, টেলিটক, বাংলালিংক, গ্রামীণফোন, রবি, অর্থাৎ এসব সকল সিম ব্যবহারকারীগণ যেকোনো মোবাইলের সিম ব্যবহার করে *167# ডায়াল করে নিজের একাউন্টের পিন কোড বসিয়ে সেট করলেই একটিভ হয়ে যাবে আপনার নগদ একাউন্ট। তারপর আপনি উপভোগ করতে পারবেন নগদের সকল সুবিধা সমূহ।

প্রিয় পাঠক, আপনার যদি স্মার্টফোন নাও থেকে থাকে, আপনার কাছে যদি ছোট বাটন ফোন থাকে তাহলে আপনি বাটন ফোন থেকেই সহজেই বাটন টিপে নগদ একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও আপনি আপনার স্মার্টফোন থেকেও উপরোক্ত নম্বর ডায়াল করে নগদ একাউন্ট সঠিকভাবে খুলতে পারবেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম

প্রিয় পাঠক, আপনারা যেকোনো সময় আপনার হাতে থাকা মোবাইল থেকে *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়মঃ

  • আপনার যেকোনো ফোন থেকে *১৬৭# ডায়াল করুন।
  • 7 লিখে Send করে My Nagad অপশনে প্রবেশ করুন।
  • 1 লিখে send করে Balance Inquiry অপশনে প্রবেশ করুন।
  • এরপর আপনার নগদ একাউন্টের পিন কোড দিয়ে send করুন।
  • সঠিক পিন প্রদান করলে আপনার ফোনের স্ক্রিনে আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স তখন আপনি দেখতে পাবেন।

এছাড়াও নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেখা ও অন্যান্য কাজ করার সুযোগ তো থাকছেই। নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে আপনাকে যে কাজটি করতে হবে?

  • প্রথমে, আপনি নগদ অ্যাপটি ইন্সটল করুন ও অ্যাপটিতে প্রবেশ করুন।
  • একাউন্ট নাম্বার, ওটিপি ও সঠিক পিন দিয়ে অ্যাপে লগিন করুন।
  • এরপর ভাষা বাংলা হলে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” ও ভাষা ইংরেজি হলে “Tap for Balance”  বাটন চাপুন।
  • এরপর আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স আপনি দেখতে পাবেন।

প্রিয় পাঠক, আপনারা যদি seniorbd.com থেকে এ ধরনের টিপস এন্ড ট্রিকস আপনারা পেতে চান। তাহলে এই ওয়েবসাইটটি আপনারা ফলো করুন। এখানে নতুন নতুন টিপস এন্ড ট্রিকস শেয়ার করা হয় আপনাদের বোঝার সুবিধার্থে এবং সঠিক গাইডলাইন দেওয়ার জন্য।

আপনাদের যদি এরকম বা এর চেয়ে ভাল অভিজ্ঞতা লেখার থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটে লিখতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইটে কিভাবে আর্টিকেল লিখবেন তার সম্পূর্ণ বিষয় সুন্দরভাবে আলোচনা করা আছে আপনারা এই ওয়েবসাইটটি ভালোভাবে ভিজিট করে দেখুন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles