ফেসবুক মেসেঞ্জারে নিঃশব্দে মেসেজ পাঠানোর উপায়

প্রিয় পাঠক, আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভাল আছেন আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এ বিষয়টি আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে, মেসেঞ্জারে পার্সোনাল ও গ্রুপ চ্যাট এর নোটিফিকেশন বন্ধ। 

আপনারা অনেকেই জানেন না যে, মেসেঞ্জারে পার্সোনাল ও গ্রুপ চ্যাট এর নোটিফিকেশন বন্ধ করার ফিচার রয়েছে। বেশ আগে থেকেই এই নিয়মটি চালু হয়েছে।

বর্তমানে এখন মেসেঞ্জারে একটি নতুন ফিচার যুক্ত হয়েছে যার মাধ্যমে আপনারা সবাই সাইলেন্ট মেসেজ পাঠাতে পারবেন। অর্থাৎ এই মেসেজটি আপনি যাকে বা যে গ্রুপে পাঠানো হবে, উক্ত ব্যক্তি বা গ্রুপের মেম্বারগণ ঐ মেসেজের কোনো ধরনের নোটিফিকেশন পাবেন না।

অন্য আরো যেকোনো মেসেজিং app এর মত ফেসবুক মেসেঞ্জারেও ডিফল্টভাবে কোনো মেসেজ পাঠানোর পর উক্ত মেসেজের নোটিফিকেশন স্ক্রিনে প্রদর্শন করে। এতে ফোনে আশা মেসেজ নোটিফিকেশনের শব্দও হয়। মেসেঞ্জারের নোটিফিকেশনের সেই রিংটোন বাজার শব্দ নিশ্চয়ই আপনার অনেক ভালোভাবে পরিচিত।

প্রিয় পাঠক বন্ধুরা, তবে সাইলেন্ট মেসেজ এর অপশন ব্যবহার করে আপনার মেসেঞ্জারে কোনো নোটিফিকেশন ছাড়া এবং নিঃশব্দে মেসেজ পাঠানো যাবে।

এই নিঃশব্দে মেসেজের কোনো নোটিফিকেশন দেখানো হবেনা বা আপনার ফোনে কোন রিংটোন কোনো সাউন্ড হবেনা। আপনি আপনার ফোনের মেসেঞ্জারে বা উক্ত চ্যাটে প্রবেশ করে মেসেজ চেক করলে তবেই উক্ত মেসেজ দেখতে পাবেন বা তখন পরতে পারবেন।

আপনার ফোনে আসা সাইলেন্ট মেসেজ ফিচার যেকোনো পার্সোনাল চ্যাট কিংবা গ্রুপ চ্যাটেও ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, দেখুন এবার জেনে নেওয়া যাক কিভাবে ফেসবুক মেসেঞ্জারে নিঃশব্দে মেসেজ পাঠাতে পারবেন।

ফেসবুক মেসেঞ্জারে নিঃশব্দে মেসেজ পাঠানোর নিয়ম

প্রিয় পাঠক বন্ধুরা, ফেসবুক মেসেঞ্জারে নিঃশব্দে মেসেজ পাঠানোর নিয়ম জানার আগে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, আপনার মেসেঞ্জার অ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেটেড রয়েছে কিনা। Google Play Store কিংবা অ্যাপল app স্টোর থেকে অ্যাপ আপডেটেড আছে কিনা তা আপনারা ভালোভাবে চেক করতে পারবেন।

আপনার মেসেঞ্জার অ্যাপ আপডেট করা হয়ে গেলে এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি মেসেঞ্জারে নিঃশব্দে মেসেজ পাঠাবেন সে সম্পর্কে।

  1. প্রিয় পাঠক বন্ধুরা, প্রথমে আপনার ফোনের মেসেঞ্জার app ওপেন করুন, ইতিমধ্যে মেসেঞ্জারে লগিন করা না থাকলে ফেসবুক একাউন্টের মাধ্যমে লগিন করে নিন।
  2. এরপর যে চ্যাটে সাইলেন্ট মেসেজ পাঠাতে চান উক্ত পার্সোনাল চ্যাট বা গ্রুপ চ্যাটে প্রবেশ করুন।
  3. মেসেজ টাইপ করার বক্সে “@” লিখুন, এরপর “Silent” অপশন সিলেক্ট করুন।
  4. এরপর আপনার কাঙ্ক্ষিত মেসেজ লিখুন ও সেন্ড বাটনে ট্যাপ করুন।

উল্লেখিত নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করলে আপনার সাইলেন্ট মেসেজ চলে যাবে আপনার প্রিয় কাঙ্ক্ষিত ব্যক্তি বা ব্যক্তিদের কাছে। তবে এই মেসেজের কোনো ধরণের নোটিফিকেশন যাবেনা বা কোনো ধরণের শব্দ হবেনা।

প্রিয় বন্ধুরা, উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে খুব সহজে ফেসবুক মেসেঞ্জারে সাইলেন্ট মেসেজ বা নিঃশব্দে মেসেজ পাঠানো যাবে। কোনো একটিভ চ্যাটে বারবার নোটিফিকেশন দ্বারা ইউজারদের যদি বিরক্ত করতে না চাইলে আপনি এই ফিচার ব্যবহার করতে পারেন।

বোনাস টিপসঃ প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণে যে মেসেঞ্জারে নিঃশব্দে মেসেজ পাঠাতে আমরা “@silent” কমান্ডটি ব্যবহার করেছি। এছাড়া আপনারা আরও সাইলেন্টের বিপরীত কিছু চাইলে মেসেঞ্জারে @everyone কমান্ডটি ব্যবহার করতে পারেন।

এই কমান্ডটির ব্যবহার নিশ্চয়ই এর নাম দেখেই বুঝতে পারছেন। এই কমান্ডটি যুক্ত মেসেজ পাঠালে চ্যাটে থাকা সকলে নোটিফিকেশন পাবেন।

আগে থেকেই মূলত @ লিখার পর চ্যাটে থাকা কোনো ব্যাক্তিকে মেনশন করে, মেসেজ পাঠানো যেতো। সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যদিও চ্যাট নোটিফিকেশন অফ রাখতো, তবুও তিনি নোটিফিকেশন পেতেন। @everyone কমান্ড ব্যবহার করে চ্যাটে থাকা সকল ব্যক্তিকে একবারে মেনশন করা যাবে।

প্রিয় পাঠক বন্ধুরা, বিশেষ করে Group chat এই ফিচারটি অধিক কাজে আসবে। পূর্বে গ্রুপের সকল মেম্বারকে মেনশন করতে চাইলে আলাদা করে করে সবার নাম সিলেক্ট করতে হতো।

@everyone কমান্ড ব্যবহার করে মেসেজ পাঠানোর মাধ্যমে সবাইকে এক মেসেজের মাধ্যমে খুব সহজে মেনশন ও নোটিফাই করা যাবে।

প্রিয় পাঠক বন্ধুরা, আপনারা এ ধরনের আরও যদি টিপস এন্ড ট্রিক্স পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং আমাদের সাথেই থাকুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles