bkash Account এর সাথে MasterCard ব্যবহার করার উপায়

প্রিয় পাঠক, আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের সবার জানা দরকার। চলুন আর দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক। আজকের আলোচনার মূল বিষয় হলো bkash Account এর সাথে মাস্টারকার্ড ব্যবহারের উপায়।

আপনারা যদি bkash Account এর সাথে MasterCard ব্যবহারের উপায় জানতে চান তাহলে এই আর্টিকেলের পুরো লেখাগুলি আপনাকে পড়তে হবে তাহলে আপনি সঠিক ধারণা পাবেন। চলুন দেরী না করে বিস্তারিত জেনে নিন।

ব্রাক ব্যাংক প্রতিষ্ঠিত (bkash) বাংলাদেশে bkash Account এর সাথে MasterCard ব্যবহারের সুযোগ চালু করা হয় ২০১৯ সালে। এরপর থেকে MasterCard ব্রান্ডেড ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড দ্বারা bkash ওয়ালেটে এড মানি করা যায়।

MasterCard পেমেন্ট গেটওয়ে সার্ভিসেস (MPGS) এর মাধ্যমে এই MasterCard থেকে bkash এ টাকা আনার সুবিধা পাওয়া যাবে।

শুধুমাত্র নিজের Account এ নয়, বরং অন্যের bkash একাউন্টেও এড মানি করা যাবে, এই সেবা ব্যবহার করে। এই সেবার বদৌলতে MasterCard কার্ডহোল্ডারগণ তাদের MasterCard ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড থেকে bkash Account এ টাকা আনতে পারবে।

MasterCard থেকে বিকাশে টাকা আনার নিয়ম

প্রিয় পাঠক, চলুন এবার জেনে নেওয়া যাক MasterCard ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড থেকে আপনারা কিভাবে bkash Account এ এড মানি করবেন। এবং MasterCard থেকে bkash Account এ টাকা আনতে যে কাজগুলো করতে হবে যেমন:

  1. bKash পিন প্রদান করে bKash অ্যাপের হোমস্ক্রিনে প্রবেশ করবে।
  2. এরপর bKash অ্যাপের হোমস্ক্রিন থেকে “Add Money” অপশনে ট্যাপ কর।
  3. “কার্ড টু বিকাশ / Card to bKash” সিলেক্ট কর।
  4. এরপর নিজের একাউন্টে টাকা আনতে চাইলে “My account” সিলেক্ট কর।
  5. আবার অন্য কারো একাউন্টে এড মানি করতে চাইলে “Other account” সিলেক্ট কর।
  6. এরপর MasterCard ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ডের নাম্বার, কার্ড হোল্ডারে নাম, মেয়াদ শেষ হওয়ার তারিখ ও সিভিভি প্রদান কর।
  7. এরপর মেসেজের মাধ্যমে একটি ওটিপি পাবে
  8. ওটিপি প্রদাব করে “Proceed” অপশনে ট্যাপ কর।

উল্লেখিত প্রক্রিয়া আপনারা যদি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে MasterCard কার্ড থেকে bkash Account এ আপনার অর্থ যোগ হয়ে যাবে। MasterCard থেকে বিকাশে টাকা আনার লিমিট সাধারণ ক্যাশ ইন লিমিট এর সাথে একসাথে হিসাব করা হয়।

অর্থাৎ MasterCard থেকে ক্যাশ ইন করার ক্ষেত্রে সাধারণ bkash ক্যাশ ইন লিমিট প্রযোজ্য হবে।

প্রিয় পাঠক, আপনারা যদি আরো এ ধরনের টিপস এন্ড ট্রিকস সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই seniorbd.com এর সাথে কানেক্ট থাকুন। তাহলে আপনারা আরো নতুন নতুন বিষয় জানতে পারবেন।

আর যদি পোস্ট ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর আপনারা seniorbd.com থেকে লেখালেখি করে ইনকাম করতে পারবেন কিভাবে লিখবেন তা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে নিন?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
ABDUL HAKIM MIAH - May 4, 2022, 12:40 AM - Add Reply

done

You must be logged in to post a comment.
ABDUL HAKIM MIAH - May 5, 2022, 9:28 AM - Add Reply

done

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles