আপেল মাহমুদ। বয়স কতইবা হবে, তেইশ ছুঁই ছুঁই। তাঁর জন্ম ও পৈতৃক বাড়ি লালমনিরহাট জেলার বড়বাড়ি দর্জিপাড়া গ্রামে। এখানে জন্ম হলেও তার শৈশব কেটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অন্তর্গত কাশিপুর গ্রামে।
শৈশব থেকেই তিনি ছিলেন চঞল। প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় কাশিপুর অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তিনি কৈশোরের মাঝামাঝি সময়ে এসে লেখালেখি শুরু করলেও এর মাঝে বছর দুয়েক লেখালেখি বন্ধ রাখেন।
তারপর নতুন ভাবে বেশ কয়েকটি নাটক ও উপন্যাস রচনা করেন। কয়েকটি জাতীয় পত্রিকায় ধারাবাহিকভাবে তাঁর লেখা প্রকাশিত হয়। এবার আর পান্ডুলিপিটি কিংবা পত্রিকায় নয়, ছেয়ে যাবে রূপালী পর্দায়।
প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই তরুণের নাটকে অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দায়। ছোট পর্দায় অনন্য রূপে ধরা দেবেন তিনি। তার স্বরচিত নাটক 'নয়নাভিরাম' নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন।
নাটকটি পরিচালনা করবেন সাঈদা আহমেদ। প্রধান চরিত্রে থাকবেন নাট্য জগতের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
তিনি এর আগে বেশ কয়েকবার অভিনয়ে আসতে চাইলেও সুযোগ হয়ে উঠেনি তার। এবারে পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নাটকের ধারাবাহিকতা ধরে রাখতে চান।
নিজ ভূমিকাতেই অভিনয় করবেন আপেল মাহমুদ। মূলত এই নাটকে প্রিয়দর্শন বা আনন্দ মূহুর্তের সচেতন মূলক বার্তা দেয়া হবে। চলতি বছরের ডিসেম্বরে শুটিং শুরু হবে। নতুন বছরে জানুয়ারির শেষ সপ্তাহে নাটকটি বাংলাভিশনে সম্প্রাচারিত হবে বলে জানা যায়।
You must be logged in to post a comment.