ব্যার্থ কাজল | লাভ স্টোরি

যখন আমার বয়স ছিল ১২ বছর আমি তখন ক্লাস ৭ম শ্রেনীতে পড়তাম, সালটা ছিল ২০০৭। ক্লাস সেভেন থেকে আমার একটা মেয়েকে হটাৎ খুব ভালো লাগতে শুরু করে আস্তে আস্তে তার প্রতি আসক্ত হয়ে যায় তখন আমি খুব ছোট ছিলাম তাই এইসব ভালোবাসা,প্রেম বুঝতাম না।

এই ভাবে দিন কাটতে থাকে ও তার প্রতি আমার টান আস্তে আস্তে বাড়তে থাকে,তার সাথে কোনো দিন কথাও হয় নি তেমন। একই স্কুলে পড়তাম কিন্তু শাখা ছিল ভিন্ন তাই কথা বলাও সাহস পাই নি।

এই রকম করে কাটতে কাটতে একবছর কেটে গেলে।নতুন বছর নতুন ক্লাসে উঠলাম কিন্তু শাখা ভিন্নই রয়ে গেল ওই মেয়ে এক শাখায় আমি আরেক শাখাতে পড়তাম।

তখন আমি আমার এলাকায় একটা কোচিং এ পড়তে যেতাম হটাৎ দেখি ঐ মেয়েটা আমাদের কোচিং এ পড়তে এসেছে আমি তো অবাক!সেদিন খুব খুশি হলাম তার উপস্ত্তির কারণে।

এই তো দিন যায় আস্তে আস্তে তার সাথে পরিচিত হলাম মনে মনে তাকে খুব কেয়ার/ভালোবাসা💜 ফিল করতে থাকলাম করতাম । মেয়েটা খুব ফর্সা ছিল আমি একটু সেমলা ছিলাম, সে খুব ভদ্র - নম্র ছিল কম কথা বলত।

এই ভাবে ২টা বছর কেটে গেলো তখন আমরা jsc পাশ করে একই স্কুলে ভর্তি হলাম। এবার ভিন্ন নয় একই শাখায় পড়ার সুযোক হলো।

এক্ষণ আমরা ক্লাস nine এ উঠলাম তার সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে এতদিনে একই ক্লাস ও কোচিং এ পড়তাম এতে বন্ধুত্বটা মধুর মত হয়ে গেছিলো আমরা মজা করতাম দুঃখ কষ্টের কথা শেয়ার করতাম খুব একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে।কিন্তু এত দিনেও আমি তাকে সাহস করতে বলতে পারিনি যে আমি তাকে লাভ💜 করি😞।

কিন্তু তাকে সব সময় অনেক অনকে মিস করতাম তার হাসি,কথা কিন্তু আমি যে তাকে আমার ভালো লাগার কথা বলার সাহস পাই নি,খুব ইচ্ছা হতো তাকে মনের কথা টা বলার কিন্তু তা হয় নি।

(এর মধ্যে বিশ্ব জুড়ে এক মহামারী দূযোক শুরু হলো নোবেল করোনা ভাইরাস ১ বছর কেটে গেলো তার সাথে কথা ও দেখা হয় না তখন আমি ফোন ও ব্যাবহার করতাম না)।

অনেক দিন বাদে আমার স্কুল - কোচিং খুলতে শুরু করে, এই বার আমাদের স্কুল জীবন শেষের দিকে ssc পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছি স্কুলে যাওয়া-আসা (ভাইরাস) কম হচ্ছে ।

কিছু দিন পর পর স্কুলে দেখা - কথা হতো কিন্তু তার জন্য আমার ভালো লাগতো না, এত দিনেও কাউকে (বন্ধু - বান্ধব) বুঝতে দেই নি যে আমি আমার ক্লাস মেট কে ভালোবাসি,সবাই ঠাট্টা করবে বলে (আমি কি একটা বোকা)😿 ।

এর মধ্যে আমার আম্মু একটা ফোন কিনে,খুব কষ্ট তার fb id টা খুজে পাই অব শেষে তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট দেই এবং তাকে পরিচয় দেই। কিছু দিন বাদে আমাদের এক্সাম (ssc) তাই আম্মু ফোন দেই না এক্ষণ আর।আবার আমাদের ssc এক্সাম শেষ হয়ে গেলো ।

তার সাথে কথা হয়,একদিন আমার ভালো লাগার কথা গুলা তাকে বলতে থাকি এবং সে আমাকে অনেক queston করে আমি সবগুলার উত্তর দেই ,এই বার সে জানতে চাচ্ছিল আমি তাকে কতটা ভালোবাসি,আমি বললাম আমি তোকে অনেক ভালো বাসি !

এক পর্যায়ে আমি তাকে ম্যাসেঞ্জার প্রপোজ (I love you)করি কিন্তু😢 সে আমার প্রপোজ accept করে না আমি খুব কষ্ট পায় 🙁 তাকে অনেক বুঝায়,অনেক অনেক request করি যে আমি তোকে খুব ভালোবাসি ।

কিন্তু না সে কোনো ভাবেই আমার ভালোবাসা মূল্য দেই না।অনেক রিকোয়েস্ট/অনুরোধ করার পরেও আমাকে accept করে না অবশেষে সে আমাকে ব্লক ❎ করে দেই ।

এতে মনে হলো আমার অন্তর টা দুই অধ্যেক 💔 হয়ে গেলো।আমি খুব কষ্ট পাইছি জা কোনো দিনও ভাবিনি আমার সাথে এই রকম হবে।

(বি:দ্রঃ পরবর্তীতে আমাকে unblock করে কিন্তু কোনো ম্যাসেজ দেই না। আর সে নাকি আমাকে বন্ধু ভাবে তাই আমাকে ভালো বাসতে পারবে না) আজও তোকে খুব ভালোবাসি প্রিয়। তোকে পেলে আমি ধন্য,তর মাঝে আমার হাজারো স্বপ্ন বোনা।

 তাং:১০/১০/২০২২

সময়:১২ am

আমার জীবন ব্যর্থ কাহিনী টা পড়ার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ।

ভালো লাগল উৎসাহ দিবেন।

 ইতি...

ব্যার্থ কাজল

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles