আমাদের সবার প্রিয় অমর নায়ক সালমান শাহ্ এর কিছু জীবন কথা

১৯ দশকের শেষের দিকে জনপ্রিয় সেরা নায়ক ছিলেন সালমান শাহ্ । সালমান শাহ্র নিজ গ্রামের বাড়ি হচ্ছে সিলেট শহরের শেখঘাটে । তিনি ছিলেন পরিবারের বড় ছেলে । তাঁর আসল নাম ছিল শাহ্রিয়ার চৌধুরী ইমন ।

আর চলচিত্রে তাঁর নাম দেয়া হয়েছিল সালমান শাহ্ । তাঁর মা হলেন নীলা চৗধুরী । পেশায় তিনি বর্তমানে একজন রাজনীতিবিদ । আর বাবা হলেন কমরউদ্দিন । পেশায় তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন । এক গুলো হলো তাঁর মূলত পরিচয় পর্ব।

ক্যারিয়ারঃ

এখন বলবো তাঁর নায়ক হয়ে উঠা এবং জনপ্রিয়তার কথা । ১৯৮৫ সালের দিকে ইত্যাদির  একটা শো (কথার কথা) গানটিতে অভিনয় করেন তিনি । আর এই অভিনয়ের মাধ্যমে চলচিত্র অঙ্গনে তাঁর প্রথম পা রাখা । তখন থেকেই শুরু জীবনের পথ চলা ।

এর কয়েক বছর বিরতি থাকার পর তিনি চলচিত্রে ফোকাস করেন । তিনি কিছু নাটক এবং ম্যাগাজিন করে থাকেন কিন্তু তেমন একটা সফলতা পাননি । দীর্ঘ কিছু দিন পর বিখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান পরিচলিত কিয়ামত থেকে কিয়ামত ছবিতে তিনি অভিনয় করেন ।

সালমান শাহ্ কখনো স্বপ্নেও ভাবেনি যে, এই  ছবিটা তাঁর জীবনের ক্যারিয়ার হয়ে যাবে । আপনারাতো সবাই জানেন ছবিটা কতটা সুপার ডুপার হিট হয়েছিল । এর পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ।

এর পর তিনি একের পর এক সুপার ডুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়ে গেছেন । মাত্র তিন বছর ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তার শীর্ষ স্থান দখল করেছিলেন । হয়ে উঠে ছিলেন তরুণ-তরুণীদের স্বপ্নের নায়ক । শুধু তরুণ-তরুণীদের নয়  একাধারে মন কেরেছে নির্বিশেষে সব মানুষের ।

সত্যি কথা বলতে এক সময় মানুষের ঘুম ভাঙ্গতো সালমান শাহ্ এর কথা ভেবে ভেবে । এমন ভাবে মানুষের মন কেরে ছিল যে, তাঁর মৃত্যুতে কোটি কোটি মানুষ কাঁদতে বাধ্য হয়েছিল। এমনকি কয়েক জন মানুষ মারাও গিয়েছিল । এবং আমিও ভীষণ ভাবে কেঁদে ছিলাম ।

আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা সালমান শাহ্ মারা যাওয়ার পর ৪০ দিনের মিলাদও পরিয়েছে এমন অনেক মানুষ ছিল । সত্যি বলতে আমার ভাবীও মিলাদ পরিয়েছিল ।

মাত্র ২৭ টি ছবির মাধ্যমে তিনি মানুষের মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছেন । সালমান শাহ্র অগনিত বক্ত রয়েছে সারা বিশ্ব জুড়ে । সালমান শাহ্ এবং শাহ্রুখ  মিলে একটি ছবি করার কথা ছিল কিন্তু করা হয়নি কারণ তিনি ঐ বছরেই মারা যান।

অতপর ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর উত্তরার নিজ ইস্কাউটনে রহস্য জনক ভাবে মৃত্যু হয় তাঁর । তিনি সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে ।

তাঁর অসমাপ্ত অনেক গুলো ছবি রয়েছিল তাঁর মধ্যে রয়েছে বুকের ভেতর আগুন,স্বপ্নের নায়ক, কে অপরাধী  । তাঁর জীবন দশায় অনেক ছবিই হিট হয়েছিল । এবং তাঁর মারা যাওয়ার পর সত্যের মৃত্যেু নেই এই ছবিটি খুবই ব্যবসা সাফল্য হয়েছিল ।

এই ছবিটিতে সত্যের মৃত্যু নেই এই কথাটি বলা হয়েছে অথচ দেখেন ওনার মৃত্যুটা রহস্য জনক ভাবে অসত্যই রয়ে গেল ।

কোটি কোটি মানুষের একটাই প্রশ্ন ছিল ভালোবেসে সামিরাকে বিয়ে করাটাই কি তার জীবনের কাল হয়ে দাড়িয়ে ছিল নাকি অতি তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠাটা ? এই রহস্য কখনো উন্মোচন হলো না ।

তবে এই রহস্য কোন একদিন উন্মোচন হবে এই প্রত্যাশা সমস্ত বক্ত গণের । যাইহোক আমরা সবাই ওনার বিদেহি আত্নার শান্তি কামনা করছি ।এই লেখাটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ ।  আশা করি সবাই ভালো থাকবেন । আল্লাহ্ হাফেজ…

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles