" আমি একজন ছাত্র "
আব্দুল হাকিম মিয়া
সকাল সন্ধ্যা আড্ডা মেরে -
চলি সারাক্ষন,
পড়া লেখায় মন বসে না-
কি করি এখন ?
ইংরেজীতে কাচা আমি -
অংক বুঝি কম।
বিজ্ঞান বই হাতে নিলেই-
আটকে আসে দম।
বাংলা হলো মায়ের ভাষা-
তাই একটু পারি,
কিন্তু পরীক্ষার খাতায় লেখতে গেলে-
৯৯% বানান ভুল করি।
পড়তে গেলে সমাজ- ভুগোল-
মাথার মধ্যে হয় গন্ডোগুল।
ধর্ম বই নিলে হাতে -
ঘুম এসে যায় সাথে সাথে।
হেডস্যার ডাকে যখন-
নামটি আমার ধরে,
সাথে সাথেই প্রাণ পাখিটি-
যাইতে চায় যে উড়ে।
গণিত স্যার আসে যখন -
কাচা কঞ্চি হাতে,
সাথে সাথেই জল এসে যায়-
দুই নয়নের প্রাতে।
পরীক্ষা যখন কাছে আসে-
অনেক নয়ন জলে বুকটি ভাসে।
সমাজ, বাংলায় নয় ছয়-
অংকে ডাবল জিরো,
ইংরেজীতে আট পেয়েছি-
তবুও আমি হিরু।
সব পরীক্ষায় ফেল করিলাম-
পাস পেলাম না মাত্র।
কলম একটি পকেটে থাকে-
তবুও আমি ছাত্র।
You must be logged in to post a comment.