কবিতা " টাকার অহংকার "

   " টাকার অহংকার "

      আব্দুল হাকিম মিয়া

হে টাকা-

তোমায় নিয়ে কতো মানুষ,

          তৈরি করে বাড়ী ঘর।

তোমার জন্যই কেউ আবার,

          কাটে অন্যের ধড়।

তোমার জন্যই কতো মানুষ,

           রাস্তায় থাকে পরে।

কেউবা আবার তোমার জন্যই,

           না খেয়ে মরে।

হে টাকা-

তোমার জন্যই কেউ খায়,

        চিকন চালের ভাত।

কেউবা আবার না খেয়ে,

           কাটায় সারা রাত।

তোমার লোভে পড়ে আজ,

       আমরা সবাই অন্ধ।

লোকে লোকে তাইতো আজ,

        চারি পাশে ধন্ধ।

হায়রে টাকা-

কেউ, হাতের কাছে পেয়ে তোমায়,

           নিজের ভাইকে করে পর।

চারিদিকে ছড়িয়ে দেয়,

          অশান্তির ঝড়।

কাউকে,আদর,স্নেহ আর শ্রদ্ধাজ্ঞাপন,

         নাহি করে আর।

তোমার জন্যই বেড়ে যায়,

          আত্ব অহংকার।

হায়রে টাকা-

তোমার অভাবে কেউবা পড়ে,

          ছেড়া জামা কাপড়।

কেউবা আবার তোমার অহংকারে,

          অন্যের,গালে মারে থাপড়।

কারু পকেটে গিয়ে তুমি যখন,

          দাও একটা ঝংকার।

নিজেকে,ধনি ভেবে বেড়ে যায়,

            তখন তাহার অহংকার।

হায়রে টাকা-

তোমার জনই কেহ তার,

          আপন জনকে করে পর।

শত কষ্টের মাঝেও তাদের,

           নাহি নেয় খবর।

জ্ঞানের ধনি, ধনি নয়,

        টাকার ধনি বলে।

তাইতো,টাকার ধনির বাকা কথায়,

        প্রকৃত জ্ঞানি, ভাসে নয়ন জলে।

ছি: টাকা,ছি:

তোমার কি এতই ক্ষমতা? 

            মানুষের পকেটে গিয়ে তুমি,

           ভেংগে দাও সততা।

অন্যায় করেও,শালিসদারের কাছে গিয়ে,

          পকেটে কিছু টাকা দিলে।

ন্যায় বিচার করতে তারা,

          যায় তখন ভুলে।

তাই আজ বলতে হচ্ছে-

টাকা তুমি হলে এ জগতে,

      বড়ই ধুকাবাজ।

তোমার জন্যই খারার আজ,

       সুন্দর এই সমাজ।

কবিতার ভুলত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,আমি কবি নই তবু কবিতা লেখার চেষ্টা করছি, তাই আপনাদের কাছে থেকে যদি উৎসাহ পাই তবে আগামিতে আরো কিছু কবিতা লেখার চেষ্টা করবো।   

আপনিও আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন, বিস্তারিত জানতে হলে ক্লিক করে দেখুন

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
ABDUL HAKIM MIAH - May 18, 2022, 9:16 AM - Add Reply

thank you so much

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
Recent Articles