মা
তাশরিফ সিদ্দিকী
তোমার গর্ভে যখন মাগো, করিয়াছি গমন
কেউ জানেনি, আল্লাহর পরে জানিয়াছে তোমার মন,
কত কষ্ট দিয়াছি মাগো, তোমার গর্ভে থেকে
সব কষ্ট নিয়াছো মেনে, তুমি হাসি মুখে।
কত লাথি দিয়াছি মাগো, করনি অভিমান
খানিক বাদে দিয়াছি আবার, নাড়ি ধরে টান,
পেটটা ভরে খেতে পারোনি, কোনো ভেলায় অন্য
খেলেও আবার বের হয়ে যায়, মাগো আমারই জন্য।
দিনের পরে দিন চলে যায়, কষ্ট তোমার ছায়া
তোমার কষ্ট দেখে মাগো, লাগেনি কারো একটুখানি মায়া,
আমায় গর্ভে নিয়েও, তোমার কাজের নেইকো শেষ
রাতেও তোমায় দেইনি শান্তি, দিয়েছি সাজা বেশ।
এতো কষ্ট তোমার কাছে নাকি, কিছুই মনে হয়না?
সারাটা দিন থাকতে শুধু, আমার ভাবনায়!
সারাটা দিন কাটতো তোমার, এই ভাবনায় আর ভয়ে
না জানি মোর সোনামনির, যায় কিছু একটা হয়ে।
নিজের কথা ভুলে গিয়ে, আমায় নিয়ে ভাবতে
রাতের ভেলাও শুয়ে শুয়ে নাকি, আমায় আদর করতে?
ভেবে আমি কূল পাইনা মা, আমিতো ছিলাম তোমার পেটে
কেমন করে তাহলে মা, তুমি আমায় আদর করতে?
মা বলে এই বোকা মেয়ে, কিছুই বুঝিস নারে?
পেটের মধ্যে হাত বুলিয়ে, আদর করতাম তোরে।
এমন করে হঠাৎ একদিন, সময় হলো মোর আসার
সেদিন নাকি ব্যাথায়, মোর মায়ের অবস্থা হয় মরার।
মরতে মরতেও মরণ হলোনা, আমার মা জননীর
এতো কষ্টের মাঝেও সে নাকি, আমার কথা ভুলেনি!
বুকের মাঝে নিয়ে মাগো, করেছো আমায় আদর
নিজের সকল দুঃখ ভুলে, প্রভুকে জানিয়েছ শোকর।
তবে কি মোর মা জননি, মোরে এতই ভালোবাসে?
আমি তো ভেবেছি মা বুঝি মোরে মিথ্যা ভালোবাসে,
তাইতো মাগো নিজে না খেয়ে, তুমি আমাকে খাওয়াতে
আমার অসুখ হলে মাগো, পাগল হয়ে যেতে।
নতুন শাড়ি কখনো তুমি, নিতে না নিজের জন্য
তুমি নিলে যদি কম হয়ে যায়, তোমার সন্তানের পন্য,
এতোকিছু ত্যাগ করেও মাগো, কেমন করে তুমি হাসো?
সত্যি এবার বুঝলাম মাগো, তুমি মোরে কত ভালোবাসো।
এতো কষ্টের পরেও নাকি, তোমার চাওয়ার নেই কিছু মা!
হুম... এই কারনেই তোমার নাম হয়েছে বুঝি
মা
You must be logged in to post a comment.